![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচিত পাতা নিয়ে অনেক কথা হয়েছে, নতুন করে আর কিছু বলতে চাই না।
অনেকের (আমি সহ) অনুরোধের প্রেক্ষিতে নির্বাচিত পাতা সনযুক্ত করা হয়েছিল, এখন এটা অস্বীকার করার উপায় নেই যে এই পাতা অন্তর্ভুক্তির উদ্দেশ্য পুরাপুরি ভাবে বিফল হয়েছে। তাই দয়া করে বিতর্কিত এবং অপ্র্যোজনীয় নির্বাচিত পাতা বন্ধ করে সামুকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন!
ভবিষ্যতে আমার কোন পোষ্ট আমি নির্বাচিত পাতায় দেখতে চাই না!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: নির্বাচিত পাতা নিয়মিত আপডেট এবং ২/১ লাইনের ফেসবুক স্ট্যাটাস টাইপ বা আড্ডা টাইপ বা কপি পেষ্ট পোষ্ট বাদ দিয়ে আর সকল পোষ্ট নির্বাচিত পাতায় নিলেই তো হয়ে যায়! মডারেটরদের চোখে কোন পোষ্ট অতটা ভালো না লাগলেও একটা মৌলিক লেখার স্বীকৃতি অবশ্যই দেয়া উচিত।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
নিশ্চুপ শরিফ বলেছেন: মডুরা হাগু দিলেও পোস্ট নির্বাচিত কিন্তু হিট কোন ব্লগার ছাড়া পোস্ট খুব কম চান্স যে নির্বাচিত তে যায় না। ধর্মীয় বিসয়ে আসিফে জ্ঞান হাঁটুতে থাকলেও যারা ধর্ম নিয়ে লেখালেখি করেন তাদের পোস্ট নির্বাচিত তে যাওয়া আর বস্তি থেকে চাঁদ দেখতে পাওয়া সমান ।
সহমত।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম পাতায় বেশি সংখ্যক লেখা ধারনের ব্যবস্থা থাকলে ভালো হয় ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
মনে নাই বলেছেন: মডু সাহেব হসপিটালে গেলেন, ডাক্তার খুজলেন, কিন্তু ডাক্তার সাহেব ছুটিতে।
ফিরে এসে পোষ্ট প্রসব করলেন রিসিপসানিস্ট কেন ভারী মেকাপ করলো, ডাক্তাররা খুব খারাপ- এবং এই পোষ্ট নির্বাচিত পাতায়।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
আশিক মাসুম বলেছেন: এই প্রহসন বন্ধ হোক।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
গেমার বয় বলেছেন:
নির্বাচিত পাতা
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মুনতাশীর বলেছেন: শিরোনামের সাথে সহমত।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
বইয়ের পোকা বলেছেন: নির্বাচিত পাতাতে লেখা দেখতে হলে কি ঘুষ দিতে হয়?? জানলে ট্রাই করতে পারতাম। অনেক লেখকের মৌলিক লেখাই নির্বাচিত পাতায় যায় না, অথচ দেখি অনেক কপি পেস্ট লেখা নির্বাচিত পাতায় গিয়ে বসে আছে
হাজারখানেক বার পঠিত হওয়া লেখাও যখন দেখি নির্বাচিত পাতায় যায় না তখন মডুদের কার্যকলাপ নিয়া মনে প্রশ্ন আসে।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
জাহিদ হাসান বলেছেন: নির্বাচিত পাতা একটা প্রহসন ।
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
জুন বলেছেন: গত কিছুদিন ধরে দেখছি তোমাদোচি ভাই , আমি সকালে পোষ্ট দিলে রাতে আমার পোষ্ট নির্বচিততে যায় । আর সাথে সাথে পিঠের উপর গন্ধমাদন পর্বতের মত একরাশ পোষ্ট।সাদা কালো যুগের বাংলা সিনেমার দারিদ্র ক্লিষ্ট নায়ক/ নায়িকার যক্ষাকাশগ্রস্ত পিতার মত 'সোহেলের মা আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, আমাকে মাফ করে দিও, আমি চল্লাম' শুধু এই ডায়লগটা বলে যেমন তার চরিত্রটি এক মিনিটেই সিনেমা থেকে অপসারণ হয়, আমার পোষ্টেরও সেই অবস্থা
তাই বলি কি আমার পোষ্টকে এই প্রহসনের নির্বাচিত পাতায় নেয়ার দরকার নেই। থাকুক আমার পোষ্ট সকল পাতায় সকলের সাথে
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
তোমোদাচি বলেছেন: ভেবেছিলাম এই পোষ্টে কোন উত্তর দিব না, কিন্তু পারলাম না!
আপনার কথা শুনে হাসতেই আছি, চমৎকার কম্পারিজন!
আমি ও আমার গত পোষ্ট টি নির্বাচিত পাতায় আসলে সেটা সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম।
আমিও ব্রাহ্মণদের দলে যেতে চাই না, সাধারন্দের মাঝে থাকতে চাই!
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
সবুজ মহান বলেছেন: সহমত ! তবে সামুর মডারেটিং টিম মনে হয় আমলাত্রান্তিক জটিলতায় আটকে আছে !
otherwise নির্বাচিত পাতা নিয়ে বেবস্থা নিতে এত সময় নিচ্ছে কেন ?
আপনার পোস্ট নির্বাচিত পাতায় না থাকলেও প্রবলেম নাই ব্রাদার !
অনুসারিত পোস্টে পড়ে নিব ।