![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় বছর খানিক আগে ওকে নিয়ে প্রথম লিখেছিলাম; তারপর আর ওর কথা আপনাদের বলা হয়নি, শুধু চুপি চুপি প্রেম করে গেছি! আজ আবার ওর গল্প করতে ইচ্ছে হলোঃ
প্রায় চার বছর আগে এক জল পরীর প্রেমে পড়েছিলাম; পড়েছিলাম বললে ভুল হবে, পড়তে বাধ্য হয়েছিলাম। সেই গানটার মত ; আমিতো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে ...... তার পর থেকে সারাক্ষন ওকে নিয়েই ভাবি; শয়নে, স্বপনে, জাগরণে শুধু তার চিন্তা, এমন কি বউ, পোলার পাশে বিছানায় শুয়েও চুপি চুপি ভাবি তার কথা।
প্রথমে উনার (সম্মানের সাথে বলি) বংশ পরিচয় দিই; উনি এনাদের (Squid, Stingray, Cuttlefish ) বংশধর। উনারা দুই পাশের ডানার (Fin) সাহায্যে সমুদ্রের নিচে চলাচল করেন।
এরপর দেখেন উনাদের পূর্ব-নারীদের (পূর্ব-পুরুষ এর স্ত্রী লিংগ) ছবি। আদিম নারীর (Model 1) জন্ম হয়েছিল সেই ২০০২ সালে। তখন উনি নিজে সাঁতার কাটতে পারতেন না। উনার নাড়া চাড়ার জন্য বিশাল বাহিনী লাগত।
এরপর ২০০৪ সালে আসলেন উনার দ্বিতীয় প্রজন্ম (Model 2)। উনি নিজে নিজে সাঁতার কাটতে পারতেন ঠিকই, নিন্তু উনাকে গোছল করানোর সময় দাসদাসীদের বিশাল বহর সাথে যেতে হতো উনার ইয়া লম্বা লেজ (তার) বয়ে নিয়ে যাওয়ার জন্য।
২০০৬ সালে আনা হলো ইনাকে (Model 3); চেহারা বড়ই সৌন্দরয্য, লেজ টেজের ঝামেলাও তেমন ছিল না। এক কথায় রুপেগুনে অতুলনীয়া।
কিন্তু এক জনকে আর কয়দিন ভাল লাগে !! তাই ৩ বছর পর, ২০০৯ সালে ইনাকে (Model 4) ঘরে আনা হলো।
দেখেই বুঝতে পারছেন উনার চেহারাটা কি চমৎকার! শুধু চেহারাই নয় ইনি আগের সবার তুলনায় অনেক বেশী কাজের। পানির নিচে মাছেদের সাথে উনি এমন ভাবে সাঁতার কাটেন যে মাছরাও বুঝতে পারে না যে উনি আলাদা কিছু। উনাকে রিমোট কন্ট্রোলের সাহায্যে অনেক দূর পর্যন্ত চালানো যায়। উনার সব কিছুই ভাল ছিল, কিন্তু উনার পেটের ভিতর নাড়ি ভুড়ি বড্ড বেশী, তাই ওজন টাও মারশাল্লাহ! তাছাড়া নাভীর ভিতর থেকে বের হয়ে থাকা ওই তারটা তার সৌন্দরয্যে বড়ই ব্যঘ্যাত ঘটাচ্ছিল। উনি আবার খুব রাশভারী টাইপের ছিলেন, উনাকে ইচ্ছা মত নাড়াচাড়া করতে গেলে উনি মাইন্ড করতেন। তাই কম্পিউটারে উনার ডামী বানিয়ে নেওয়া হলো উনাকে অধিকতর পর্যবেক্ষনের জন্য। উনার চেহারার সাথে মিল রেখে ভিডিও গেম বানানো হলো; পোলাপানের খুবই পছন্দ!
যায় হোক উনার এখন বয়স হয়েছে; হাব ভাবও বয়স্কদের মত হয়ে গেছে। উনাকে দিয়ে আর চলছিল না। আমার চাই হাল্কা পাতলা চঞ্চলা ... ! অবশেষে অনেক খুঁজে এই তরুণী জলপরীকে (Model - 5) ঘরে আনলাম। দেখেন, কি Cute না!
এর ওজন মাত্র ২৮ কেজি, আমি একাই ঘাড়ে নিয়ে ঘুরতে পারি! অতিরিক্ত লেজ টেজের বালায় নেই; সাঁতার কাটেও খুব ভাল! ভিডিও গেম খেলার একটা Joystick দিয়েই উনাকে সহজেই সাঁতার কাটানো যায়। আমার পোলার সাথে তার ইতিমধ্যেই খুব খুব ভাব হয়ে গেছে, সেই উনাকে সাঁতার কাটাতেও পারে।
উনার কাপড় চোপড় সব এখনও পরানো হয়নি , তারপরও সেদিন একটা কমপিটিশনে যেয়ে উনি সেকেন্ড পুরষ্কার জিতে নিয়ে এসেছেন
জলপরীদের সাথে প্রেমের বয়স তো কম হলো না; এখন উনাদের গার্জিয়ান (সুপারভাইজার) আমাকে বলেছেন অনেক প্রেম করেছ বাছাধন এবার সংসার পাত! সর্ব কনিষ্ঠ জলপরীটাকে আমার সাথে নাকি দিয়ে দিবেন। তবে একটা শর্ত; একে ভাল মত যত্ন আত্তি করতে হবে, মানে একে সুন্দর করার জন্য আরো গবেষণা চালাতে হবে। আমি এখন দেশ-বিদেশে ভাল একটা জায়গা খুজছি, এই জলপরীটাকে নিয়ে ঘর বাঁধার জন্য! আমাদের জন্য আপনারা দোয়া করবেন।
আর একখান কথা; সবগুলো জলপরীর জন্ম বিত্তান্ত জানিয়ে একখান ভিডিও বানাইছিলাম। ভিডিও এডিটিং শিখে জীবনে প্রথমবারের মত একখান ভিডিও বানাইছি; খারাপ হলে নাক সিটকানো যাবে না। বরং ভিডিও দেখার একটা শর্ত আছে, এটা পছন্দ হোক আর নাই হোক like বাটনে একটা গুতা দিতে হইবে। না, লাইক বেচুম না; তই এত কষ্ট করে বানানো ভিডিও ইউ টিউবে দিলাম; এত কম ভিজিটর দেখে মনে বড় চোট লাগে!!
এই হচ্ছে আমার জলপরীর গল্প; হেডিং দেখে ভিতরে ঠুকে কেও আশাহত হলে মাফ কইরা দিয়েন!!
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
তোমোদাচি বলেছেন: ক্যান ভাই সবই তো স্বীকার করলাম, রিমান্ডে নিয়া আবার কি বাইর করাইবেন; কছম কইরা কইতাছি কোন কিছু লুকাই নাই!!!
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
জেমস বন্ড বলেছেন:
একটা ভিডিউ দেন দেখি কেমন লরে চড়ে
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
তোমোদাচি বলেছেন: দিলাম তো!! ভিডিও লেখা জায়গায় ক্লিক করেন!!
অথবা এখানে দেখেনঃ
http://www.youtube.com/watch?v=ZVPjlyCIdUo
মাছের সাথে সাঁতরানো দেখতেঃ
http://www.youtube.com/watch?v=SXn63E0vF_c
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
রিফাত হোসেন বলেছেন: জনপরীর পেছনে ছুটলেন কেনু ??
সুপারম্যান এর পিছনে ছুটেন,, কিছু হাইব্রিড আয়রনম্যান সুট টুট ছাড়েন । আমরা দেখি।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
তোমোদাচি বলেছেন:
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
জেমস বন্ড বলেছেন:
দুঃখিত ভিডিও লেখাটি দেখলাম হপায়
,
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
তোমোদাচি বলেছেন: তাই?? নিচের দুটো লিঙ্কে একটু দেখেন তোঃ
এখানে দেখেনঃ
http://www.youtube.com/watch?v=ZVPjlyCIdUo
মাছের সাথে সাঁতরানো দেখতেঃ
http://www.youtube.com/watch?v=SXn63E0vF_c
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
জেমস বন্ড বলেছেন: আজব !! মাছেদের মধ্যে কি কন ও রকম পরিবর্তন লক্ষ্য করেছেন ?
তাদের রিএক্ট কি ছিল ?
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
তোমোদাচি বলেছেন: না, মাছেরা টের ই পাইনি যে তাদের সাথে রোবট ও সাঁতার কাটছে।
আমাদের রোবট পরিবেশ বান্ধব করার চেষ্টা করা হয়েছে।
মাছেদের রিয়াক্ট তো দেখতেই পাচ্ছেন!
ভিডিও গুলো কি এখন দেখা যাচ্ছে??
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
জেমস বন্ড বলেছেন: জি আমি ভিডিও দেখতে পারছি , কুনো সমস্যা নাই । বিডির বাইরে তো তাই
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
তোমোদাচি বলেছেন: বিডি থেকে দেখতে সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছি না।
কেও দেখে থাকলে একটু আওয়াজ দিয়েন!
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
তোমোদাচি বলেছেন: আমার এই পোষ্টটি যিনি নির্বাচিত পাতায় এনেছেন, তাঁর উপর সম্মান রেখেই বলছি ঃ নির্বাচিত পাতা বিতর্কিত এবং অকার্যকর হয়ে পড়ার কারনে গতকাল সামুর নির্বাচিত পাতা সিস্টেম বাদ দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, আমি চাইনা ভবিষ্যতে আমার কোন পোষ্ট আর নির্বাচিত পাতায় আসুক।
আমি আমার মনোভাব পরিবর্তন করিনি! আমি নির্বাচিতদের দলে যেতে চাই না, সাধারণদের সাথে থাকতে চাই !!
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
চানাচুর বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
তোমোদাচি বলেছেন:
৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
পাগলমন২০১১ বলেছেন: কনগ্রাচুলেশান!!!
+++++++++
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
তোমোদাচি বলেছেন: ক্যান কনগ্রাচুলেশান দিলেন পুরাপুরি বুঝলাম না;
ধন্যবাদ!!
১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভেরি জুক্স রিমান্ড তিন দিনের জন্য বরাদ্ধ ছিল বিপক্ষ উকিল আগাম
জামিন নিয়ে নিল ৫ দিনের জন্য
অবশ্য আইনটি ১০ দিন যাবত খতিয়ে দেখতে হবে ।
ধন্যবাদ
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
তোমোদাচি বলেছেন:
১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পাগলমন২০১১ বলেছেন: লাইক বাটনে গুতা দিয়া আইলাম।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ!!
১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সত্যচারী বলেছেন: টাইটেল দেইখা ভাবসিলাম জাপানি জলপরী, মিয়া লুলাশায় পানি ঢাইলা দিলেন, শুধু পানি ঢালেনি নাই, পুরা পানির নিচে নিয়া গেলেন। দারুন জিনিস বানাইসেন ভাই।
তবে একটা ব্যাপার বুঝি নাই, এইটা কি স্বয়ংক্রিয় রোবট? যদি হয়, তাহলে জয়স্টিক এর কাজ কি?
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
তোমোদাচি বলেছেন: না ভাই, এখনো স্বয়ংক্রিয় নয়, তবে ভবিষ্যতে সেটা করার চেষ্টা করা হবে।
এখন এটাকে ল্যান কমিউনিকেশনের সাহায্যে দূর থেকে চালাতে হয়।
সেই জন্যই জয়স্টিক লাগে।
ধন্যবাদ মজার কমেন্টের জন্য
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: এভাবে যদি আন্ডার ওয়াটার রোবট ডেভলপ হয় তাহলে স্কুবা ডাইভারদের ভবিষ্যত তো অন্ধকার মনেহয়
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
তোমোদাচি বলেছেন: কারো ভবিষ্যৎ অন্ধকার হবে না;
যন্ত্র কখনো মানুষকে ছাড়িয়ে যেতে পারে না, কারন যন্ত্র মানুষের তৈরি।
শুভ কামনা!
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
সুখী চোর বলেছেন: আপনার জলপরীটা তো হেব্বী
পুরা ..... :!> :!>
আচ্ছা এই পরী কতখানি পানির নীচে যেতে পারে?
এই পরী কি বাজারজাত করা হইছে??
হইলে দাম কত পড়বে??
এই পরীর চক্ষু কি হাই ডেফিনিশন ভিডিও করে??
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
তোমোদাচি বলেছেন: এটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, বাজারজাত করার চিন্তা এখনো করা হয়নি।
হ্যা, এর সামনের ক্যামেরা পানির নিচে হাই ডেফিনিশন ভিডিও করতে পারে। সুইমিং পুলের কিছু ভিডিও আছে, চমৎকার! নরমাল পানিতে এখনো পরীক্ষা করা হয় নি।
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
রাসেল ভাই বলেছেন: জলপরী নিয়ে আরও অনেক দূর এগিয়ে যান ।
শুভকামনা ।
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
এস এম আিমনুল বলেছেন: ভালা কাম করেন ।
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
তোমোদাচি বলেছেন:
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
সবুজ মহান বলেছেন: জলপরীকে পছন্দ হয়েছে ! :#>
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
তোমোদাচি বলেছেন:
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
স্বপ্নিল. বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
তোমোদাচি বলেছেন: :#> :#> :#>
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: যা বোঝলাম জলপরী হল একটা রোবট?? এম আই রাইট? জলপরীটাকে কি আপনি বানাইছেন?
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
তোমোদাচি বলেছেন: ঠিকই বুঝেছেন ।
তবে জলপরীটা আমি একা বানায় নি; আমি গ্রুপের একজন সদস্য!
২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
হাসান মাহবুব বলেছেন: দারুণ তো! তয় ভিডিও দেখতে পারলাম না। ইউটিউব ব্লক
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
তোমোদাচি বলেছেন: ইউটিউব ব্লক??
বিডি কি এখনও ইউটিউব খোলেনি নাকি???
২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
ছোট নদী বলেছেন: ভিডিও দেখার চেস্টা করি নাই কারনে এখানে না ইউটিউব বন্ধ তবে আপনার লেখা পড়তে বরাবরই ভাল লাগে
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ!
২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
নেক্সাস বলেছেন: রিওমারে বলেছেন: আপনাকে রিমান্ড নেয়া দরকার।।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
তোমোদাচি বলেছেন: ডরাইছি :-&
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
কালোপরী বলেছেন: আমি একটু না ভালোই বোকা কিসিমের মানুষ প্রথমে কিছুই বুঝি নাই
পরে ঘটনা যেটা বুঝলাম আপনি আসলে রোবট তৈরির সাথে জড়িত
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
তোমোদাচি বলেছেন: পরীরা একটু বোকাসোকাই হয়; দেখেন না সুন্দরী মেয়েদের বুদ্ধি কম হয়
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
ম্যাকানিক বলেছেন: হা হা হা তোমদাচি ভাই
আপ্নের জলপরি দেখলাম আপ্নেরেও দেখলাম
আপ্নের পোলা ত বড় হইলে মাশাল্লাহ আপ্নের মতই ব্রিলিয়ান্ট হইবো
প্যারোডি কি হের নিজের আবিস্কার না বাপের আবিস্কার!
মরনিং সেইস দ্যা ডেইজ বইলা একটা কথা আছে না।
১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ভাই,
না, এই সব প্যারোডি পোলা আর তাঁর মা'র যৌথ প্রযোজনা
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ড. মশিউর রহমান বলেছেন: চমত্কার কাছ করছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এটাকে আরো এগিয়ে নিতে চাই।
ভাল একটা জায়গা খুঁজছি মালয়েশিয়া, সিংগাপুর বা দেশে ...
দোয়া করবেন!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
রিওমারে বলেছেন: আপনাকে রিমান্ড নেয়া দরকার।।