![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের অভিমত, ব্লগে নাকি এখন আর হালকা পোষ্ট আসেই না; সব নাকি গুরু গম্ভীর আর জ্ঞান বিতরণ মূলক পোষ্ট! তাই একটা হালকা বিষয়ে লেখার, হালকা একটা প্রচেষ্টা আর কি ... ... ...
প্রসংগ, যেমনটি টাইটেলে লিখেছি - প্রবাসী ভাবীদের নিয়ে... অসমর্থিত সুত্র মতে বাংলাদেশের এখন প্রায় এক কোটি লোক প্রবাসী; মানে জীবিকার প্রয়োজনে বা উন্নত জীবনের সন্ধানে বিদেশের বসবাস করছেন। প্রবাসী এই বিশাল জনগোষ্ঠীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক- অশিক্ষিত বা অল্প-শিক্ষিত শ্রমিক; দুই- উচ্চশিক্ষিত বা হাইলি কুয়ালিফাইড প্রফেশনাল। প্রথম গুরুপের প্রবাসীরা সাধারণত পরিবার সঙ্গে করে আনতে পারেন না; পরিবার ছাড়া তাদের বছরের পর বছর কাটাতে হয়। দ্বিতীয় গুরুপের প্রবাসীরা, অর্থাৎ যারা বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে আসেন বা ভাল চাকুরী নিয়ে আসেন, তারা অনেকেই সঙ্গে করে তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে আসতে পারেন। “প্রবাসী ভাবীরা” বলতে মূলত আমি সেইসব ভাবীদের কথাই বলছি, যারা স্বামীর সাথে বিদেশে এসেছেন, এবং সেখানেই সংসার করছেন। একটু দেখা যাক, কেমন আছেন আমাদের প্রবাসী ভাবীরা!!
সঙ্গত কারণে, অধিকংশ প্রবাসী ভাবীরা উচ্চ-শিক্ষিত, এবং তাদের মধ্যে অনেকেই দেশে ভাল জব করতেন; বিদেশে এসে তাদের অধিকংশ-ই বেকার হয়ে যান। অফুরন্ত সময় কিন্তু করার কিছু নেই। উনারা প্রথম যে সমস্যায় পড়েন সেটা হচ্ছে ‘কাজের লোকের’ সমস্যা। বাংলাদেশের শহরের অধিকংশ গৃহিণী-ই কাজের লোক নির্ভর; বিদেশে এসে উনারা পড়েন মহা ফ্যাসাদে। বাসার অন্যান্য কাজ যেমন তেমন, রান্না করতে গিয়ে বারবার দেশে মা বা বড় বোনদের ফোন দিতে হয় বা স্কাইপিতে মশলার মাপ দেখে নিতে হয়। প্রথম প্রথম অখাদ্য রান্না করলেও একসময় এসব ভাবীরা পাকা রাঁধুনি হয়ে যান। এমন অসংখ্য উদাহরন আছে, দেশে হয়ত আলুভর্তা ভাত ছাড়া কিছু রাঁধতে পারতেন না কিন্তু ইউটিউবের রেসিপি দেখে দেখে এখন সুস্বাদু মিষ্টি-মিঠাই বানাচ্ছেন।
অনেকে প্রথম প্রথম খুব হোম-সীক থাকেন। প্রতিদিন ৪/৫ ঘন্টা মায়ের সাথে ফোনে কথা বলা বা ২৪ ঘন্টা স্কাইপি অন রাখার উদাহরন ভুরিভুরি। বিশেষ করে কেও যদি প্রেগন্যান্ট হন বা সন্তান জন্ম দেন, সেই সময় গুলোতে আসলেই তাঁরা আপনজনদের পাশে থাকার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে পারেন।
সংসারে কষ্ট যতই থাক, অনেক দিক দিয়ে উনারা বিদেশে খুব শান্তিতে থাকেন। আমার অব্জারভেশনে, আমাদের দেশের অধিকংশ শিক্ষিত মেয়ে নিরঝঞ্জাট-নিজের মত করে সংসার করতে ভালবাসেন। বিদেশে আর যাই হোক শশুর বাড়ী রিলেটেড ঝামেলা নেই বললেই চলে; মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দিলে আর ২/১ দিন একটু ফোন করলেই দায়িক্ত সম্পন্ন হয়।
অনেকে আবার বিদেশের মুক্ত পরিবেশে এসে নিজের কৃষ্টি-কালচার ভুলে বিদেশীদের মত হতে চেষ্টা করেন। পোশাক-আসাকেও পরিবর্তন আসে; বিদেশীদের অনুকরনে পোশাক পরতে গিয়ে অনেকেই নিজের বয়স বা সবাস্থের কথা ভুলে গিয়ে অন্যের মুখটিপে হাসির কারণও হন।
আর একটা কথা বলব কি না বুঝতে পারছি না, ঝাড়ি খাওয়ার সম্ভাবনা আছে! যা আছে কপালে, সাহস করে বলেই ফেলি...
বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ছোট ছোট বাংলাদেশী কমিউনিটি আছে কোন কমিউনিটির পরিবারের সংখ্যা ৪ বা ৫ ক্রস করলেই তার ভিতর আবার গ্রুপিং শুরু হয়ে যায়। এই বিভেদগুলো প্রথমদিকে তেমন একটা চোখে পড়ে না। কারণ সবাই সুশিক্ষিত; সবাই প্রচন্ড বুদ্ধিমান... সামনাসামনি এমনভাবে কথা বলেন যেন সবার সাথে সবার কত খাতির! কিন্তু একটু ভিতরের খোজ নিলেই বুঝা যায় একজনের সাথে আরেকজনের কেমন রেষারেষি। বিদেশে দুইটা কমিউনিটিতে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা এবং বেশ কিছু কমিউনিটির গল্প শোনার অভিজ্ঞতা থেকে বলছি; বিদেশে বাঙ্গালী কমিউনিটির মধ্যে যত ঝামেলা তার অধিকংশের সূত্রপাত হয় এই ভাবীদের দ্বারা। উনারা সামনাসামনি অন্যভাবীর সাথে বিগলিত ব্যবহার করলেও কেন জানি আড়ালে অন্য ভাবীর সম্পর্কে ভাল কথা বলতে পারেন না। ফোনে ঘন্টার পর ঘন্টা গল্পের অধিকংশ সময়ই ব্যয় হয় আরেক ভাবীর গীবত গেয়ে। একই কোম্পানীর ফোনের মধ্যে বিনা পয়সায় কথা বলা আর ভাইভারের সহজ লভ্যতা এই গীবত চর্চা’য় অণুঘটক হিসেবে কাজ করে। মেয়েরা মায়ের জাতী, তাছাড়া উনারা সবাই জানেন গীবত ধর্মীয় এবং সামাজিক ভাবে কতটা নিন্দনীয় কাজ, তারপরেও তাদের কাছে এই কাজটা এত পছন্দের আমার মাথায় ঢোকে না।
যাই হোক ভাবীদেরকে আর না ক্ষেপায়; তাইলে ভাত বন্ধ হবার সম্ভাবনা আছে! আর একটা অব্জারভেশন বলেই শেষ করছি, উচ্চশিক্ষা শেষে বা চাকুরীর নির্দিষ্ট মেয়াদ শেষে অনেকেই দেশে ফিরতে চান, দেশে ফিরলে ভাল জবের সম্ভাবনাও থাকে; কিন্তু অনেক সময় দেশে আর ফেরা হয় না মূলত ভাবীদের আপত্তির কারণে।
এনি ওয়ে, হাজার সমস্যা আর নিঃসঙ্গতা সত্ত্বেও আমাদের প্রবাসী ভাবীরা ভালই আছেন; কি বলেন???
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হেডসার
২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: সুখ নামের মরিচিকাই উনাদের কামরে ধরেছে।
কিন্তু উনারা বোধ শক্তি হারিয়ে ফেলেছেন।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪
তোমোদাচি বলেছেন:
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
শ্রাবণধারা বলেছেন: বিষয়টা হালকা হলেও ভিতরের বস্তুগুলো একেবারে খাটি লিখেছেন তোমোদাচি ভাই। মেয়েরা স্বভাবতই বাস্তববাদী এবং বিদেশের আরাম আয়েশগুলোর মত নিজের সাংসারিক কাজ তারা তাই দ্রুতই রপ্ত করে ফেলে। হয়ত ঝামেলাহীন ভাবে বেচেঁ থাকতে চায় বলেই দেশে ফেরার ব্যাপারে তাদের এত আপত্তি।
আপনার প্রফাইলে দেখতে পাচ্ছি, এখন মালয়েশিয়ায় অধ্যাপনা করছেন। সম্ভবত জাপান থেকে মালয়েশিয়ায় ঠিতু হবার ব্যাপারটা সাম্প্রতিক সময়েই হয়েছে। অভিনন্দন আপনাকে নতুন দেশে, নতুন চাকরিতে।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫
তোমোদাচি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ শ্রাবন্ধারা
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
হেডস্যার বলেছেন:
সব প্রবাসী ভাবিদের আমার ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা...
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
তোমোদাচি বলেছেন:
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
জনাব মাহাবুব বলেছেন: এই ভাবীদের কারনে দেশেও শান্তি নাই এখন দেখি প্রবাসেও সেইম অবস্থা
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
তোমোদাচি বলেছেন:
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: হালকা পোস্ট ভালো হইসে ভ্রাতা ।
এই কারনে আমিও একটা হালকা পোস্ট দিয়াছি আজিকে
ভালো থাকবেন
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
তোমোদাচি বলেছেন: আপনিও ...
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
মামুন রশিদ বলেছেন: প্রবাসী ভাবীরা আপনার বিরুদ্ধে 'দাওয়াত বন্ধ্' আন্দোলনের ডাক দিবে । সাবধান থাইকেন
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
তোমোদাচি বলেছেন:
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
কলমের কালি শেষ বলেছেন:
অল্পভাষায় বিলেতি ভাবিদের নিয়ে অনেক লিখেছেন তবে প্রথমের দিকের লেখা পড়ে ভাবিরা আপনাকে প্রিয় করে ফেলবে কিন্তু লাষ্টের দিকেরটা পড়ে চিরতরে আপনাকে তিতাদের তালিকায় ফেলে দিবে কারন তারা খারাপটা দেখতেই লাইক করে ।
২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৮
তোমোদাচি বলেছেন: কথা সত্য; তবে আমি শুধু ভাল বা খারাপ দিক টা না দেখে আমার দ্রিষ্টিকোন থেকে প্রকৃত অবস্থাটা বর্ণনা করার চেষ্টা করেছি।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
ইমিনা বলেছেন: কিছুদিন পূর্বে তোমোদাচি নামে একটা বিশাল দোকান দেখলাম। দেখেই আপনার এই নিকের কথা মনে পড়ে গেলো।
আচ্ছা, এই তোমোদাচি এর অর্থ কি?
২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৯
তোমোদাচি বলেছেন: তাই?? না না, আমি ওই দোকানের কেও না। তোমোদাচি এর অর্থ নিচে ঘাষ ফুল বলে দিয়েছে
১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৪
ভাইটামিন বদি বলেছেন: হুমমমম সিরিয়াস অবজাভেশন.......ভাবীরা এখন আপনারে বয়কট না দিলেও হয়!
২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩০
তোমোদাচি বলেছেন: কিছুটা টেনশনে তো আছি ই ...
১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৩
ঘাষফুল বলেছেন: মজার লেখা
তোমোদাচি অর্থ বন্ধু। জাপানিজ।। @ ইমিনা।
২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩০
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ঘাষফুল
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০২
তুষার কাব্য বলেছেন: ভাবিদের এহেন কার্যকলাপ দেশে বাইরে সর্বত্রই বিরাজমান... সুখী ও সুন্দর হোক তাদের জীবন..
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
তোমোদাচি বলেছেন: সুখী ও সুন্দর হোক তাদের জীবন..
তাঁরা সুখি থাকলেই আমরাও সুখি থাকব
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গীবত মানবজাতির অতিপ্রিয় পাস্টাইম..........
গীবতে বন্ধুত্ব বাড়ে, ঘণিত হয় সম্পর্ক....
গীবতের কমন কারণ/টার্গেট থাকলে প্রেমও অসম্ভব কিছু নয়
.... 'ইহা প্রমাণিত'
যথারীতি রসে পূর্ণ....... এবং মজা পেলাম। ভাবিরা সেরকম পাবেন না, আমি নিশ্চিত
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
তোমোদাচি বলেছেন: তবে ভাবীরা মনে হয় আমার কথা পুরাপুরি মেনে নিয়েছেন, কোন প্রতিবাদ নেই; আমি তো ঝাড়ি খাওয়ার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪
লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। মজাই পেলাম।
ভাবীদের অনেক গোপন খবর জেনে ফেলেছেন দেখছি।
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮
তোমোদাচি বলেছেন: হু, ব্যস্ততা আমাকে দেয় না অবসর ... ... ...
ভাবীদের দয়া-ই তো বেচে আছি... তাই উনাদের একটু খবর তো রাখতে-ই হয়!!
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬
সোহানী বলেছেন: পুরো লিখায় ও প্রতিটি বিষয়ে সহমত..........
তবে আসলে কথা হলো... "কাজ নেই তো খই ভাজ"... বেচারারা কি করবে!!! অফুরন্ত সময় কিভাবে পাস করবে.. তাই একটু নিজেদের বিজি রাখে!!!! :!> :!> :!>
তবে আমার মতে সব ভাবীদের যদি কোন সোস্যাল কাজে এন্গেইজ করানো যেত হাহলে হয়তো পরচর্চা কমে যেত। তবে ভ্রাতা ইহা শুধু বিদেশী ভাবীদের জন্য প্রযোজ্য নয়.. দেশী ভাবীদের জন্য ও প্রযোজ্য.... । এমন কি ভাইরা ও যদি এমন বেকার থাকতো তারা ও কম যেত না ... এইটা ১০০% সত্য
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১
তোমোদাচি বলেছেন: সেটা অবশ্যই, প্রবাসী ভাবীদের শুধু অলস মস্তিষ্ক নয়, ব্রিলিয়ান্ট মস্তিষ্ক ও; তাই তাদের কাজ কর্ম ও তেমন সূক্ষ্ম!!
তবে ছেলেরা মনে হয় পিছনে কথা বলার চেয়ে সামনা সামনি কথা বলায় বেশী পছন্দ করে বলে আমার ধারনা।
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪
তিতাস পাড় বলেছেন: িশ্চয় নতুনত্ব আছে লেখায়, তবে আনারীপনা শুধু ভাবীদের না। নবাগত সকলেরই কমবেশী হয়ে থাকে
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন; প্রথম প্রথম বিদেশে এসে অনেকেই নতুন পরিবেশে খাপ খাওয়াতে একটু সময় নেই;
এখনো নতুন কেও যদি উলটা পালটা কিছু করে মনে মনে হাসি আর ভাবি আমরাও প্রথম এসে মনে হয় এমন হাস্যকর জিনিস করেছি ...
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩
ফুলঝুরি বলেছেন: এবার প্রবাসী ভাইদের নিয়ে কিছু লিখুন।আমার জানা মতে উনারাও কম না
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৩
তোমোদাচি বলেছেন: অবশেষে এখটা ক্ষীণ প্রতিবাদ পাওয়া গেল;
প্রবাসী ভায়েদের তো দৌড়াইতে দৌড়াইতেই জীবন শেষ অন্য কিছু করবেন কখন
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯
যঙযঙ বলেছেন: চমৎকার অভজারবেশন
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২
তোমোদাচি বলেছেন:
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২
ফুলঝুরি বলেছেন: ঠিক বলেছেন ভাইদের দোড়াইতে দোড়াইতে জীবন শেষ। কিছু কিছু ভাই আছে অন্যের বউএর পিছনে দোড়াই কেউ বা অন্যের প্রেমিকার পিছনে। আড্ডাতে কোন মেয়ের কেমন ফি(---)র আই নিয়ে আলোচনা।
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৬
তোমোদাচি বলেছেন: বুঝেছি আপনি ক্ষেপে গেছেন;
আপনার কল্পলেইন একদম ফেলে দেবার মত নয় কিন্তু এই আলোচনা আর মনে হয় আগানো উচিত হবে না
২০| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৮
মুহিব বলেছেন: আপনার অবজারভেশন হয়ত ঠিকই আছে। আমি এও জানি এক ভাবী নিজে ১৬ ঘন্টা কাজ করে তার স্বামীকে পড়িয়ে ডাক্তার বানিয়েছে। আমি দেশে থাকি তাই এর বেশী কিছু জানি না।
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
তোমোদাচি বলেছেন: এই ভাবি তাহলে আমার ডেফিনেশনে প্রবাসী ভাবী দের গুরুপে পড়বে না
২১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭
ফুলঝুরি বলেছেন: হে হে না আমি ক্ষ্যেপে যায়নি আপনি যে বিষয় নিয়ে লিখেছেন আমি সেই পরিবেশ ৩বছর ধরে দেখে আসছি।তবে আপনি শুধু একপক্ষীয় লিখেছেন। ভাই/ভাবী কেউ কারো চেয়ে কম না।আমি এমন পুরুষ কে দেখেছি যে নিজের ঘরে বউ রেখে অন্যে মেয়ের সাথে একাকি ঘরে শুয়ে ছিনেমা দেখে। ইনারা কিন্তু খুব উচ্চ শিক্ষীত। আবার এমন মেয়েকেও দেখেছি যারা স্বামিকে ঘরে রেখে অন্য পুরুষ এর সাথে সমুদ্রে রাত্রি যাপন করেন। এইসব মানুষ গুলি উচ্চ শিক্ষীত হতে পারে কিন্তু এদের মানসিকতা নিম্ন মানের। আর সব চেয়ে বড় কথা ভালমন্দ দুই দলের মাঝেই আছে।শুধু শুধু ভাবিদের বলে ভাইদের বাঁচিয়ে দিচ্ছেন আর কি
২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
তোমোদাচি বলেছেন:
২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
বোকামানুষ বলেছেন: খাইছে আমারে
সঙ্গত কারণে, অধিকংশ প্রবাসী ভাবীরা উচ্চ-শিক্ষিত, এবং তাদের মধ্যে অনেকেই দেশে ভাল জব করতেন; বিদেশে এসে তাদের অধিকংশ-ই বেকার হয়ে যান। অফুরন্ত সময় কিন্তু করার কিছু নেই
এই কথাটা ভাবলেই আমার খারাপ লাগে এত কষ্ট করে পড়াশোনা করে উচ্চ-শিক্ষিত হয়ে শেষে বেকার বসে থেকে পরনিন্দা উনারা ওখানেও তো চাকরী বা অন্য কোন কাজে নিজেকে যুক্ত করতে পারে
আর ভাইয়া আপনি শুধু মেয়েদের দোষ ধরছেন আমি মেয়ে হয়ে এর তীব্র প্রতিবাদ করছি যদিও আমি দেশের বাইরে থাকি না আর ভাবী তকমাও জুটে নাই তাতে কি মেয়ে জাতি নিয়ে কথা
এর পরের পোস্টে অবশ্যই প্রবাসী ভাইদের নিয়ে লিখবেন
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫২
তোমোদাচি বলেছেন: বাইরে সম্মান জনক চাকুরী পাওয়া খুব কঠিন!
আগে ভাবী হোন দেখবেন এই সব গুন আপনার মধ্যেও চলে আসবে
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আফসোস প্রবাসে কখনও যেতে পারলাম না।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫২
তোমোদাচি বলেছেন:
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনি আগেই বরদোয়া দেয়া শুরু করছেন
আর চান্সে ভাইয়াদের নিয়ে পোস্টের কথা ভুলে গেলেন এইসব হবে না
বিদেশে ছেলে-মেয়ে সবাইকেই তো অড জব করতে হয় ভাল চাকরি না পাওয়া পর্যন্ত সেই হিসেবে ভাবীদের সুবিধা মতো মার্জিতভাবে অড জব করাও ভাল আমার মতে ঘরে বসে থেকে কুটনি বুড়ির মতো পরনিন্দা করার চেয়ে
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
তোমোদাচি বলেছেন: হা হা হা ... বদদোয়া না ভবিষ্যৎ বানী করলাম আর কি!!!
অড জব অনেকেই করছেন, কিন্তু যেহেতু ওটা আমাদের সমাজ ব্যাবস্থার সাথে খাপ খায় না, তাই অনেকেই আবার ওটা কন্টিনিউ করতে পারেন না।
না না ... ভাবীরা শুধু কুটনী বুড়ি নয়, উনারাই তো আমাদের বাচিয়ে রেখেছেন!! উনাদের ক্ষেপালে খাবার বন্ধ হতে পারে
২৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবী কথন মজারু হইছে!!!!
আপনার দোয়া খানা সেইরকম
আগে ভাবী হোন দেখবেন এই সব গুন আপনার মধ্যেও চলে আসবে
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫
তোমোদাচি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯
হেডস্যার বলেছেন:
সব প্রবাসী ভাবিদের আমার ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা.....