![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক ছাত্রী রোড় এক্সিডেন্টে কয়েকদিন আগে মারা গেছে। মেয়েটা সবে মাত্র ExxonMobil থেকে তার ইডাস্ট্রিয়াল ট্রেনিংশেষ করল; এটা ছিল তার ব্যাচেলর ডিগ্রী পাওয়ার শেষ ধাপ; আমি আর আমার এক কলিগ গিয়েছিলাম তার কাজ ইভালুয়েশন করতে। মেয়েটা খুব স্মার্ট আর ইন্টেলিজেন্ট; আমাদের মেইন গেইট থেকে এগিয়ে নিয়ে গেল, প্রেজেন্টেশন দিল, আবার গেইট পর্যন্ত এগিয়ে দিল। এর মাঝে কথায় কথায় জানতে পারলাম এই কোম্পানিতেই তার জব হচ্ছে। জীবনের প্রথম জব এত বড় একটা কোম্পানিতে!! কথা বলার সময় মেয়েটার চোখমুখ চকচক করছিল। আমরা যখন বিদায় নিব, মেয়েটা লাজুক হেসে বল্ল, Dr. May I know my grade? আমি বললাম, sorry, it is confidential, I should not tell you this; don't worry, you will get good grade. মেয়েটার মৃত্যু সংবাদ শোনার পর থেকে শেষ সময়ের সেই লাজুক মুখটা চোখের সামনে ভাসছে।
কয়েকদিন ক্যাম্পাসে ছিলাম না; রুমে এসে দেখি, অন্য সবার সাথে মেয়েটি ও তার থিসিস জমা দিয়ে গেছে...... ডিগ্রী পাওয়ার সব কাজ শেষ, এখন শুধু ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা......।
এরপর কাঙ্ক্ষিত চাকুরীতে জয়েন...সবচ্ছলতা... মা-বাবার স্বপ্ন পুরণ... সুন্দর একটা সংসার...... । শুনেছি মেয়েটা তার বয়ফ্রেন্ডের গাড়ীতে করে যাচ্ছিল। কি জানি, আমার কাছে থিসিসটা জমা দিয়েই ফিরছিল কি না... ... আমার টেবিলে থিসিস টা পড়ে আছে, কেমন যেন জীবন্ত মনে হচ্ছে...... নিয়ম মেনে এই থিসিসের মার্কও আমাকে দিতে হবে। কিন্তু এই থিসিসের মালিক এখন সব ইভালুয়েশন এর উরধে চলে গেছে!!!
ঘটনা শোনার পর থেকে আমার বার বার মনে হচ্ছে... এত এত পড়াশুনা, গাদা গাদা সার্টিফিকেট, পিএইচডি ডিগ্রী, ক্যারিয়ার, জার্নাল পেপার, ইম্প্যাক্ট ফাক্টর, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট... ... ... সব এক সেকেন্ডের মধ্যে মুল্যহীন কাগজ হয়ে যেতে পারে!
সৃষ্টিকর্তা! মানুষের জীবন যখন দিয়েছ... মানুষের জন্য কিছু করার স্বপ্ন পুরনের আগে এভাবে ডাক দিওনা! আমীন !!!
২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এরকম পরিস্থিতি জীবনে কযেকবার এসেছে, সবকিছু অর্থহীন লাগে তখন। এরকমই এক পরিস্থিতিতে ব্লগ লেখা বলতে গেলে ছেড়েই দিয়েছি
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
kazi rony বলেছেন: ভাইয়া আপনার ঈমেল টা যদি একটু দিতেন
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক ঘটনা । পড়ে বেশ খারাপ লাগলো। আল্লাহ্র কুদরত বোঝা মানুষের সাধ্যের বাইরে।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মৃত্যু এমন এক মহাসত্য যেটা যেকোন সময় আমাদের কাছে চলে আসতে পারে। এজন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার।
আফসোস, আমরা মৃত্যুকে এমনভাবে ভুলে থাকি যেন এটা কখনোই আসবে না! আর দুনিয়ার জিন্দেগী হল পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষার হলে আমরা যতটুকু অর্জন করে যেতে পারব, আখিরাতে আমাদের ফলাফলটা ততটাই ভাল হবে। আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন, আমিন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: এসব ভাবলে সবকিছু অর্থহীন মনে হয়। বিপন্ন লাগে নিজেকে।