নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রফিক আলমগীর

রাফিকুল ইসলাম পাটোয়ারী

সপ্ন দেখি। সপ্ন দেখাই। সপ্ন দেখতে ভালোবাসি।

রাফিকুল ইসলাম পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

ডঃ ইউনুছ সাহেব দয়া করে আপনার নোবেলটা আমাদের মাননীয় প্রধান্মন্ত্রীকে দিয়ে দেন ।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

ডঃ ইউনুছ সাহেব দয়া করে আপনার নোবেলটা আমাদের মাননীয় প্রধান্মন্ত্রীকে দিয়ে দেন ।

বাহ! আমাদের ডঃ ইউনুছ সাহেব অনেক ভাগ্যবান।“টেলিনোর” এর তদবির এর টাকায় নোবেল পেয়েছেন তিনি! ডঃ ইউনুছ তো কোন রাজনৈতিক নেতা নন,উনি একজন সাধারন নাগরিক, সে হিসেবে তিনি যদি তদবির করে শত বাঙ্গালির মুখে হাসি ফুটিয়ে নোবেল ছিনিয়ে আনতে পারে, আমরা বলব, মাননীয় প্রধানমন্ত্রী! আপনার তো সোনালি ব্যাংক(হলমার্ক),টেলিটক কিংবা হাজার বাঙ্গালির শ্রমেজরা টাকা আছে,দিন না,অন্তত আমরা বুক ফুলিয়ে বলতে পারব দুইজন বাঙ্গালি নোবেল পেয়েছেন।

পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী এত সস্তা কথা বলে মনে হয়না। আমাদের সৌভাগ্যযে আমরা সাধারন মানুষের মতই একজন প্রধানমন্ত্রী পেয়েছি।

যদিও ডঃ ইউনুছ এর আনিত প্রথা নিয়ে আমাদের অভিযোগ আছে।এবং কেউ কেউ মন্তব্যও করেন “ নিজ দেশের হাজার হাজার মানুষের শান্তি কেড়ে নেয়া একজন মানুষ পেয়ে যান শান্তিতে নোবেল!”।

ডঃ ইউনুছ আমদের জন্য কি করছেন,তা নিতান্তই জানার অপূরক হলেও,তিনি যে বিশ্বের দরবারে বাংলাদেশ কে উঁচু করে তুলেছেন টা নিয়ে কোন সন্দেহ নেই।২০০৬ সালের ১৩ অক্টোবর তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান বাংলাদেশ কে বহির্বিশ্বে বাংলাদেশ কে নতুন করে পরিচয় করিয়ে দেন।

মাননীয় প্রধানমন্ত্রী, াপ্নার দুর্ভাগ্য যে সত্যজিৎ রায় বেঁচে নেই। থাকলে নিশ্চয় আরেক টা নৌকাডুবি বানিয়ে নিতেন। ৫ সিটি কর্পোরেশন থেকেও যদি শিক্ষা না হয়,তবে নৌকা কিনারে গিয়ে ডুবলে শিক্ষা হবে বৈকি?

পর সমাচারঃ বিশ্বের অন্যতম সেরা সম্মান নোবেল প্রাইজ পাওয়ার পর রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া দিয়েই শেষ করব । ১৯১৩ সালের ১৪ ই নভেম্বর কোলকাতা থেকে টেলিগ্রাম এসেছে , ‘ Nobel Prize confirmed for you , our hearty congratulation.’সন্ধ্যের আলো-আবছায়াতে তিনি পড়লেন সেই বার্তা , প্রথমে বিশ্বাস করেননি , ভেবেছিলেন ভাষাতে কিছু ভুল আছে। শেষে বিশ্বাস হলে, অত্যন্ত নিরাসক্তভাবে বার্তাটি অধ্যাপক নেপাল বাবুর হাতে তুলে দিয়ে বললেন , “নিন , আপনার ড্রেন করার টাকা।” প্রমথনাথ বিশির রচনায় পাওয়া যায় যে সে সময় শান্তিনিকেতনে পাকা নর্দমা বানানোর খরচ নিয়ে টানাটানি চলছিল।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে। ইউনূস ও জামায়াত ইসু্তে বিএনপি গু ভালো গু ভালো বলে চিৎকার করে যাচ্ছে। দেশের বিপুল জনগোষ্ঠী অশিক্ষিত থাকায় তারা দিশাহীন। গু-মুত চেনার ক্ষমতা এখনও তাদের হয়নি। লেখক ভাইজান,
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই...........এই দাসবৃত্তির মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
পড়ার আহবান জানাই

ইউনূসের ওপর সুদখোর মহাজনদের অভিশাপ
Click This Link

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামার’ মত উপন্যাসকে কোনদিনই নোবেল পুরস্কার দেওয়া হবে না। এইজন্য আমাদের দেশের ডিগ্রিধারী মূর্খদের কাছে খোয়াবনামার কোন মুল্য নেই।
পড়ে নিলাম,ভাল লিখেছেন।

২| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনা ইউনুসকে নিয়ে কেন এত পেরেশান বুঝি না....... উনাকে সাইজ করলে দেশের কি উপকার হবে, আমি বুঝি না....... উনাকে যে সন্মান বিশ্ববাসী দেয়, তা কি প্রধানমন্ত্রী দেখেন না!!!!!!!!!

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: উনাকে যে সন্মান বিশ্ববাসী দেয়, তা কি প্রধানমন্ত্রী দেখেন না!!!!!!!!! মনে হত দেখেন না ?

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখা 'পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী এত সস্তা কথা বলে মনে হয়না' একদম সঠিক।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কলাবাগান এবং ঢাকাবাসী

‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে। ইউনূস ও জামায়াত ইসু্তে বিএনপি গু ভালো গু ভালো বলে চিৎকার করে যাচ্ছে। দেশের বিপুল জনগোষ্ঠী অশিক্ষিত থাকায় তারা দিশাহীন। গু-মুত চেনার ক্ষমতা এখনও তাদের হয়নি।

ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই...........এই দাসবৃত্তির মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: গু-মুত চেনার ক্ষমতা এখনও তাদের হয়নি। হবে মরলে?

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

দুরন্ত-পথিক বলেছেন: ভাই,সুন্দর প্রস্তাব দিয়েছেন।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.