![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন দেখি সত্য কি বলে |Let see what the truth says|,
সত্য কি তেতো ... সেকি জীবনের মত ... সত্য কি তেতো ... সেকি জীবনের মত ... বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত ... মিথ্যা কি ভুল ... নাকি নীল নোনা জল ... দেখতে কেমন সে বলো কতোটা অতল ...
শুরুতে বলতে চাই,কালোকে কালো বলা সাদাকে সাদা(সত্য) বলা মাহমুদুর রহমানের কি অপরাধ ছিল? আইনের প্রতি মানুষের আস্থা কোন পর্যায়ে ঠেকছে তা সহজে অনুমেয়। মহামান্য বিচারকবৃন্দ দেশের বিদ্যমান অবস্থায় উৎকন্ঠিত না হয়ে বিচার বিভাগের ভাবমূর্তিকে কেবল বিচার্য্যে নিলেন তা সচেতন মহলের বিবেকে কষাঘাত করেছে। তাহলে সত্য কি সত্যেই তেতো? আমরা ভুলিয়া যাই যে, সত্য সমস্ত জগতের আশ্রয়স্থল, এজন্য সত্য কোনো ব্যক্তিবিশেষের অনুগ্রহ বা তোষামোদের বশ নহে। আমার সুবিধামতো আমি যদি সত্যকে বাঁকাইতে পারিতাম তো সত্য কি সহজ হইতে পারিত!
রবীন্দ্রনাথ বলেছিলেন,এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত ।। মোর নয়নের বিজুলি-উজল আলো. যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য। মোর মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত. হে আমার চিরভক্ত, এ কি সত্য।। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,. মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য। মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,. প্রভাত-আলোকে পুলক আমারি তরে এ কি সত্য।
যেখানে যায় সেখানেই- মিডিয়ার হৈ চৈ, সঠিক তথ্য দেয় কয়? এই করেঙ্গা সেই করেঙ্গা, সত্য গুলো গায়েব করেঙ্গা।
কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো ....
©somewhere in net ltd.