নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চূড়ান্ত সন্দিহান,
বিমূর্ত ভাব ধরে থেকে ওরা আগল দেয় আমার দোরে...
বিভীষণ রূপি শত্রু ওরা, ভাল মানুষী আলখাল্লা পরা,
সাধু বিমূর্ত চেতনায় যেন সচ্ছল ওরা, বরেণ্য চেতনা
প্রদর্শন করে রেখেছে সুন্দর বদনের প্রতি ভাঁজে ভাঁজে
রক্তিম ওষ্ঠের কোণে!
ছিঃ কত নির্লজ্জ ওরা?
কত ভোগ চাই ওদের? কত চাই ভোগের পণ্য?
প্রতারণায় অশ্রু সাগরের নয়নবারি বিসর্জন দেয় কত
ছলিত লোচন?
বোকার দল, বুঝতে কেন পারছিস না?
ওরা গাঢ়বর্ণে রঙিন, রঙ করা খেঁকশিয়াল,
শুধু একটা আলখাল্লা জড়ানো গায়ে!
ওরা মুক্ত মেরুতে শ্বাস নিতে দিবে না, আর অশ্রু
বিসর্জন নয়, প্রতিরোধ নয়, সরাসরি প্রতিশোধের
পালা!
কেন আমি হারাবো অধিকার, পূর্ণিমা চন্দ্রিমার দুগ্ধ
জ্যোৎস্নায় স্নাত হবার?
তোল না জাগরণ এবার, রোজ মরার চাইতে নতুন
ভাবে বাঁচার চেষ্টায় মৃত্যু শ্রেয় নয়কি?
©somewhere in net ltd.