![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
১.
বিশ্বকাপে – বিশ্ব কাপেঁ!
বিশ্বকাপের জ্বরে-
কে কোন দলে, এ কোন্দলে
পুড়ছে যে যার ঘরে!!
২.
আর্জেন্টিনা আর ব্রাজিল কে কে?
ঝগড়া করছে কিছু ফাজিল লোকে!
এদের মধ্যে বেশি দামি কে-
এই নিয়ে স্ত্রী মেরেছে স্বামীকে!!
খবরটা শুনে আমি খাম্বা-
এরা কি মানুষ নাকি হাম্বা!!
৩.
নেইমার! নেইমার!
মনে চায় দেই মার !!
আলভেজ, মাইকন-
কি খেলবো! ভাই কন?
থিয়াগো সিলভা আর অস্কারে-
ভালো পিলিয়ার তুই কস কারে?
৪.
হিগুয়েন, এগুয়েরো এবং ডি মারিয়া,
ভাবিয়াছি খেলা দিয়া নিবে মন কাড়িয়া!
খেলা দেখে দল করা ছাড়ছি-
খেলছে রোবেন আর পার্সি!
মুলারের হ্যাট্রিক বাপরে-
মনে হয় নিয়ে যাবে কাপরে!
অচোয়ার কিপিং দেখে মুগ্ধ
বাকি রয়ে গেছে আরো যুদ্ধ!
৫.
রামোস, ইনিয়েস্তা-
মাপো গিয়া রাস্তা!
কাল থেকে নাস্তা-
রুটি নয় পাস্তা!
আপাতত গোল খাও আস্তা আস্তা!!
জাভী, ইনিয়েস্তা,
হয়ে গেছে সস্তা,
খেলার যা অবস্থা-
মনে হয় গোল খাবে বস্তার বস্তা !!
৬.
গোলহীন খেলা কেউ চাইনা,
গোল ছাড়া কোন মজা পাই না।
শুকনা খাইনা কিছু ‘ঝোল’ দে-
দৌড়ানো বাদ দিয়া গোল দে!!
©somewhere in net ltd.