![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
কেউ বলে washroom, কেউ toilet,
Sometimes there is no way to late!
টাট্টিখানাও বলে, বলে পা*খানা,
দরকার ‘মানুষের’ই যারা খায় খানা!
হাগনকুঠিও বলে বলে bathroom,
Before sleeping or after ঘুম।
Morning-এ এটা থাকে ব্যাস্ত ঘর,
ভালবেশে কেউ বলে দাস্তঘর!
জঙ্গল বাঁশঝাড় বনে ও বাদারে,
কেউ সারে পাটক্ষেতে রাতের আঁধারে!
কিছু কিছু পা*খানা থাকে গ্রামদেশে,
লোকজন ঢোকার আগে খানিকটা কাশে!
কিছু থাকে ‘ঝুলন্ত’ on the air-এ,
আর কিছু রোগীদের, লাগানো চেয়ারে!
Emotion! Demotion!! চাপ ও প্রেসারে,
কেউ তো জানে না কাজ কখন কে সারে!!
বুঝি না তো এটা নিয়ে লজ্জা কি!
এর থেকে প্রিয় ‘ফুলসজ্জা’ কি?
সবাই বলছে থাকবে না বৈষম্য,
তবে কেন Men-Women washroom ভিন্ন?
সেনিটারি পা*খানা very much safe,
এটা বলে মিনা-রাজু-ইউনিসেফ।
‘টাকা’ বেশি দামি, নাকি দামি ‘ল্যাট্রিন’?
জাতীয় প্রশ্ন এটা, উত্তর দিন!!
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই!!
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: "কেউ সারে পাটক্ষেতে রাতের আঁধারে!
কিছু কিছু পা*খানা থাকে গ্রামদেশে "
কি যে বলেন না ভাই আলো বাতাসের শু-ব্যবস্থা থাকে তো
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
রফিক এরশাদ বলেছেন: সব কিছুরই কোন না কোন পজেটিভ দিক থাকে ভাই ধন্যবাদ
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী বাঙালি বলেছেন: উত্তরটা একটু পরে এসে দিচ্ছি
এখন যে ভাই চাপের মধ্যে আছি।
দারুণ মজা পেলামরে ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
রফিক এরশাদ বলেছেন: চাপ থাকা খুবই ভাল পেট থাকে কিলিয়ার,
যার পেটে যত বেশি (!!) সেই বড় পিলিয়ার।
যার আছে খুব বেশি পরিমান খানা-তে,
জিলাপী পারবে সে-ই বড় করে বানাতে!..
ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: ভাইয়া
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রফিক এরশাদ বলেছেন: আপুনি কেমন আছেন? আপনাকে দেখে খুব ভাল লাগছে!!
৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: ভাইয়া আমার অপ্সরাবেলায় হারিয়ে যাওয়া ভাইয়া আপুনিদের মাঝে তুমি আমার একজন প্রিয় মানুষ। তোমাদেরকে নিয়ে একটা স্মৃতিচারণমূলক লেখা লিখেছি ভাইয়া।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
রফিক এরশাদ বলেছেন: পোষ্ট পরেছি। কমেন্ট করেছি। ধন্যবাদ আপুনি।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১
সুমন কর বলেছেন: মজা পেলাম
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাইয়া
৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
একেই বলে বাংলা ভাষার অভিজাত কবি !
ভাষার সাথে ছন্দ আর সাথে রসবোধ ।
অভিন্দন ককি!!!
যখন এই কবিতাটি পড়তেছিলাম তার আগে থেকেই চাপের মধ্যেই ছিলাম ।
চাপ মুক্ত হয়ে মন্তব্য লিখছি ।
খুব মজা পেলাম ।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০
রফিক এরশাদ বলেছেন: চাপ থাকা খুবই ভাল পেট থাকে কিলিয়ার,
যার পেটে যত বেশি (!!) সেই বড় পিলিয়ার।
যার আছে খুব বেশি পরিমান খানা-তে,
জিলাপী পারবে সে-ই বড় করে বানাতে!
ধন্যবাদ এ কে এম রেজাউ করিম ভাইজান!!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার ছড়ায় +