![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
বউটা করে অত্যাচার,
জীবন হয়েছে ছারখার,
কিছু করাটা দরকার-
করবো কি?
হায়রে পোড়া কপাল ফাটা,
দিনে দিনে বাড়ছে ঘা’টা,
ভাবছি বসে বৌয়ের পা’টা-
ধরবো কি!
বৌয়ের মেজাজ ভীষন গরম,
সেই তুলনায় মনটা নরম,
দেখলে লাগে ভয়টা চরম,
খেলছি কানামাছি-
একদিন এক ভোর সকালে,
ফ্যানের সাথে পড়লো ঝুলে,
বেঁচে গেছে সুকৌশলে!
ভীষন কষ্টে আছি!!
সর্বশেষে কি আর করি,
ভেবে দেখলাম নিজেই মরি,
তাই গলাতে দিলাম দড়ি,
একটা কড়ই গাছে-
আমার বডি ঝুলতে থাকে,
সুযোগ দিলাম আজ তোমাকে,
বলো এবার বলবে কাকে-
আর কি বলার আছে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
রফিক এরশাদ বলেছেন: অশেষ ধন্যবাদ এ কে এম রেজাউ করিম ভাই আপনার জন্য্ও শুভকামনা রইল
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমার বডি ঝুলতে থাকে,
সুযোগ দিলাম আজ তোমাকে,
বলো এবার বলবে কাকে-
আর কি বলার আছে?
অসাধারন !!!
ভালো লাগা জানাইলাম ।
কবির প্রতি সুভেচ্ছা রহিল ।