![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
যাদের আর আশা নেই আঁধারে বা কিরণে,
যারা যন্ত্রনায় আছে বিবেকের পীড়নে।
শান্তিতো মরে গেছে, সুখ গেছে চলিয়া,
ভালবাসা চলে গেছে কিচ্ছু না বলিয়া।
এক্সামে ফেল মেরে মাথামুথা নষ্ট,
ভুগছো গোপন রোগে? মনে বড় কষ্ট?
দেশ নিয়ে হতাশায়? রাজনীতি দুই সাইড!
সমাধান একটাই করে ফেল সুইসাইড!
অনেক উপায় আছে লটস অফ তরিকা,
সহজ উপায় হল ঘুমানোর বড়ি খা।
বিষ খেয়ে মরা যায়, যাকে বলে পয়জন-
ঝামেলা জোগাড় করা, এটা পায় কয় জন!
হাত কাটো, পা কাটো, কাটো শিরা ধমনী,
ফাঁস নিলে নিতে পারো, এটা বড় কমন-ই!
এটাই চিপেষ্ট ওয়ে – ঝুলে পড়ো দড়িতে,
অল্প সময়ে চাও ঝটপট মরিতে?
রেল লাইন যদি থাকে আশেপাশে নাগালে,
মরার সহজ পথ ধরো তুমি বাগালে!
ছাদ থেকে লাফ দাও, তবে ভুল কোরও না,
দেখেশুনে লাফ দিও কারও ঘাড়ে পরো না!
যদি মালদার হও, থাকে যদি পিস্তল-
ডাইরেক্ট শুট করো মারবেনা মিসকল।
বাস-ট্রাক-গাড়ি আছে শুয়ে পড় রাস্তায়,
শুকরিয়া করো পার পেয়ে যাবে সস্তায়।
সাঁতার না জানো যদি লাফ দাও পানিতে,
গভীরতা কতটুকু আগে হবে জানিতে!
কেরোসিন ঢেলে গায়ে ম্যাচ দাও ঘষিয়া,
ভাববার টাইম নাই অযথাই বসিয়া।
ব্যাচেলর যদি হও করে ফেল ইয়েটা..
সুইসাইড হয়ে যাবে করে ফেলো বিয়েটা!!
©somewhere in net ltd.