![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
চৌদ্দ শিকের সবগুলো শিক ধীরে ধীরে গেছে ক্ষয়ে,
প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি ওসি সাহেবের ভয়ে।
সকাল বিকাল রিমান্ডে নিয়ে দিচ্ছে ভীষন ডলা,
এদিক ওদিক কোনা কাঞ্ঝিতে খুব ব্যাথা আর জ্বলা!
কসম কাটছি কর্ণ মলছি-স্বর্ণাকে যাব ভুলে,
স্বর্ণা, তোমার ড্যাডিকে বলো না মামলাটা নিতে তুলে!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
রফিক এরশাদ বলেছেন: ব্যাপার কি আপুনি আপনি কিভাবে জানলেন? বুঝতে পারছি, সব স্বর্নার ষড়যন্ত্র!!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: হলে*
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
রফিক এরশাদ বলেছেন:
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: মামলার সর্বশেষ খবর কি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
রফিক এরশাদ বলেছেন: স্বর্ণার ড্যাডির সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং-য়ের চেষ্টা চলছে..দোয়া রাখবেন ভাই সাহেব মাইর না দিলে জেলখানা জায়গাটাও মাশাল্লাহ খারাপ না
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: একজন স্বর্ণা কিন্তু আমার বন্ধু এক্স্ট্রাটেরেস্টোরিয়ল। সে গোপনে আমার কবিতা পড়ে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
রফিক এরশাদ বলেছেন: কিন্তু স্বর্ণা যে বলেছিল তার কোন ছেলে বন্ধু নাই..তার মানে ও মিথ্যা বলেছে? এরপর আর কোন মেয়ে মানুষরে বিশ্বাস করা যাবে না দেখতাছি..যা করুম বিশ্বাস ছাড়াই
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
এ কে এম রেজাউল করিম বলেছেন:
অসাধারন কবিতা ,
পড়ে খুব ভালো লাগল ।
এখন (এক্স্ট্রাটেরেস্টোরিয়ল) স্বর্ণার দৃষ্টিতে পরলেই হয় ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই..দোয়া রাখবেন প্লিজ
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: হায় হায় কোন স্বর্না ভাইয়া?
তোমাদের পাশের বাড়ি সেই স্বর্ণা করে ঠিক আছে।