![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
বাঙ্গালী সংস্কৃতি বলে লুঙ্গি অনেক দামী,
তাইতো যখন বাসায় থাকি লু্ঙ্গি পড়ি আমি।
লুঙ্গি ভরা আলো বাতাস, লুঙ্গি ভীষন আরাম,
হাটেন, বসেন, শুয়ে থাকেন কিংবা উঠে দাঁড়ান।
ভাব নেয়া যায় লুঙ্গি পড়ে, উল্টে একটু খানিক,
দুর থেকে যায় যে চেনা যাচ্ছে সোনা মানিক।
লুঙ্গি প্রিয় বাঙ্গালীদের, ইন্ডিয়ান বা মারাঠি,
এটা পড়ে করতে পারেন কুংফু এবং কারাটি।
লুঙ্গি তে শান, লুঙ্গি ফ্যাশান, বিনোদনের বিরাট চান্স,
শাহরুখ আর দিপীকা কয়, ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’।
ছড়িয়ে গেছে খবরটা যে টিভি, পেপার, নিউজ প্রেস,
‘এফবিআইয়ের সদস্যদের লুঙ্গি অফিসিয়াল ড্রেস’।
লঞ্চ ডুবিতে, প্রাণহানীতে লুঙ্গি রাখবে অবদান,
ছবি দেখেন, লুঙ্গি পড়ে দেখাচ্ছে তা সাকিব খান।
বাংলা ছবি হচ্ছে অনেক, শুনছি কানাকানিতে,
নায়ক নায়িকারা বিজি লুঙ্গি টানাটানিতে।
লুঙ্গি পড়া মানুষ গেছে চাদেঁর বুকে হাটিতে,
বাংলাদেশের পতাকাটা পুঁতছে চাদেঁর মাটিতে।
দেশবাসী দোয়া পড়, পারলে পড় মন্ত্র,
লুঙ্গি কেড়ে নেয়ার নাকি চলছে ষড়যন্ত্র।
লুঙ্গি পড়া মানুষ ধরে মারছে পুলিশ থাবা,
বলছে সবাই, ‘ইজ্জত চাইনা লুঙ্গি বাঁচাও বাবা’।
শোন পুলিশ, 'বিনিময়ে কিচ্ছু নিব না,
জান যদি চাও দিব, মাগার লুঙ্গি দিব না'।
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭
রফিক এরশাদ বলেছেন: ভাই, আপা হয়তো দুলাভাইয়ের লাইগা লইয়া যাইতে চাইতাছে..দুলাভাই হয়তো কিনা লুঙ্গি পইরা আর মজা পাইতেছে না, পাবলিকের লুঙ্গি আবদার করছে..আপা আর কি করে..বেচারী
২| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২২
রুপম হাছান বলেছেন: চরম লেগেছে আপনার ছন্দের সাথে সাথে মিলিয়ে লুঙ্গির ব্যবহার দেখানো। লাইকস।
চরম হাসি পাইতাছে।
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৮
রফিক এরশাদ বলেছেন: হাসি পাইলে হাইসা লন বস, হাসার উপরে এখনো অবরোধ হরতাল মনে হয় দেয় নাই..হা হা হা হা হা
৩| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১
রিপন ইমরান বলেছেন: জালালী ছড়া...:-)
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১
রফিক এরশাদ বলেছেন: জালালী কবুতর শুনছি..জালালী ছড়া এই প্রথম শুনলাম ভাই জালালী ধন্যবাদ
৪| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩
ইমরান আশফাক বলেছেন: চমৎকার।
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৯
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ইমরান আশফাক ভাই..ইমো দেখে মনে হচ্ছে এব্যাপারে আপনার অভিজ্ঞতা ব্যাপক
৫| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫
সুমাইয়া আলো বলেছেন: চরম হয়েছে
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
রফিক এরশাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমাইয়া আলো আপু
৬| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫
কালের সময় বলেছেন: ভালো শেয়ার ।
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ কালের সময় আপনাকে
৭| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চরম হইছে।++++
মনে হইতাছে আমি একখান লুঙ্গি ড্যান্স মাইরা লই।
০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
রফিক এরশাদ বলেছেন: মন চাইলে মারেন বস..সখের দাম লাখ ট্যাকা
৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৯
কলমের কালি শেষ বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
রফিক এরশাদ বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২১
মিন্টুর নগর সংবাদ বলেছেন: না বলে পারলাম না ঐমহিলা পুলিশের কি লুঙ্গি দরকার নাকি ...................
কারন মহিলা পুলিশ হয়ে পুরুষকে ধরে টানা হেচরা ।