নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

নোয়াখাইল্লা প্রেম :((

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮


নোয়াখাইল্লা ডার্লিং, তোয়ারে এককান কতা বলি-
তোয়ার লাগি আঁর দিলডা গেছেরে বাও জ্বলি ।
তুই কইলে নাইচতাম হারি মানা কইরলে নাচতাইন্নো
তোয়ার লাগি একবার মইরলে আর কোনদিন বাইচতান্নো।

তোয়ারে আই বালা ফাই- ইডা কইলাম সত্তি,
ই কতা হুনি কিল্লাই কও, 'হাগল হই গেছত্তি'?
হাঙ্গা করি লই যাইয়ুম, কইলজা পুড়ি খাক,
আঁই কিছু কইলে কও, ‘জুত করি থাক’। X(
বেগ্গুনরে আঁর পরিচয় দেও, আঁই তোয়ার ভাতিজা,
সন্ধা হইলেই কুদান মারো, ‘যা খাই হুতি যা’।
আঁরে তুই কি বুজাইবা ? আই কি অহন পিচ্চি?
আরে শুধু এইকান কও, আই তোয়ার কিচ্চি? :((

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!


তুমি কি নোয়াখাইল্লা?


জানতাম না !!!

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

রফিক এরশাদ বলেছেন: আপু আমার বাড়ি ময়মনসিংহ :) শশুরবাড়ী নোয়াখালী (লক্ষীপুর) :(

২| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তুই কইলে নাইচতাম হারি মানা কইরলে নাচতাইন্নো
তোয়ার লাগি একবার মইরলে আর কোনদিন বাইচতান্নো।

ভালা পাইলাম ।

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

রফিক এরশাদ বলেছেন: জেনে খুশি হলাম :) ধন্যবাদ

৩| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সংগ্রামী বালক বলেছেন: তোয়ারে আই বালা ফাই- ইডা কইলাম সত্তি,
ই কতা হুনি কিল্লাই কও, 'হাগল হই গেছত্তি'?

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ সংগ্রামী বালক ভাই :) :) :) :) :) :) :) :)

৪| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন:

লক্ষীপুর!

কি সাংঘাতিক!

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

রফিক এরশাদ বলেছেন: সাংঘাতিক ক্যান আপু???????? :(

৫| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছাওয়াল কালে শুনেছিলাম প্রেমের জাত ধর্ম দেশ কিছু নেই
আপনেতো সব কিছুর সর্বনাশ করে ফেলেছেন :(

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

রফিক এরশাদ বলেছেন: হ বাই..আঁই অহন কিত্তাম? আঁর তো মাথার তার বেগ্গুন ছিড়ি গেছে গই.. :( :( :(

৬| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: আব্দুল হাক ভাইয়া!!!!:)

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

রফিক এরশাদ বলেছেন: হ আফা..কন্না চাই আঁই অন কিত্তাম? আঁর তো মাথার তার বেগ্গুন ছিড়ি গেছে গই.. :( :( :( আঁই কি ফাবনা চলি যাইয়ুম গুই :( :( :(

৭| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

শায়মা বলেছেন: এখনও না গিয়ে থাকলেও যে অচীরেই যাবে তা বুঝতে পারছি!!! :P

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৪

রফিক এরশাদ বলেছেন: আঁই তইলে মালফত্র বেগ্গুন বান্দি থই..অই বান্দর হোলাহান বেগ্গুন কই গেলি..এম্মে আয় চাই..আরেঁ ধরি রাখ..পরি যাইয়ুম গই.. :( :( :(

৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

নাহিদ রুদ্রনীল বলেছেন: নোয়াইখাইল্লা মাইয়া আর বরিশালের পোলা। এদের কেমেস্ট্রি কিন্তু দারুন হয়।

বিঃদ্রঃ আমি বরিশাইল্ল্যা। :P

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬

রফিক এরশাদ বলেছেন: আফনে কেমিষ্টি বুঝলেন কেমনতরা? বুজ্জি ভাবীছাবের বাড়ি নোয়া....হুমমমম খুব বালা খুব বালা.. :) :)

৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নাই ভাইসাব, তাইনর গলাত ধইরা কান্দিয়া কৌকা, ও সোনা বউ তুমি ছাড়া আমার আর কোনতা নাই। তুমি ইতা করলে আমি বেভোঁতা হইযিমো।

(ভাইরে ভাই! প্রেম পিরিতি আমি ডরাই)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

রফিক এরশাদ বলেছেন: ভাই গলাত না ধরি পাও ধরলে কি সমস্যা আছে নি কোনো? খালি কমু, আঁই তোয়ারে বিয়া করি ভুল কচ্চি..আরেঁ মাফ করি দাও বউ :( :( :(

১০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা আপা কিতা হইছে :P

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৩

রফিক এরশাদ বলেছেন: শায়মা অাফা যা কইছে না বুঝি কইছে..হেতি আরেঁ খুব বালা ফায়তো তা-ই..তাই মুখ দি যা আয় তাই কয় :) :) :)

১১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পায় ধরলে কইবো, মোরে বিয়া করেছিলে কিতার লাগি!!?
গলাত ধরি কইতে হইবো বউগো আমারে ছাইড়া যাবি না তুই চলে গেলে আমি খুশি হইতাম পারতাম নায়।

(ভাইরে কি বিপদে পড়েছে আমি জানি না )

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

রফিক এরশাদ বলেছেন: ভাই গার্লফ্রেন্ডের সমস্যা সবাইরে বুক ফুলাইয়া গর্ব কইরা বলা যায়..বৌয়ের সমস্যা বলা যায় না..কারন স্বামীরা বৌদের একটু শাসন করলে হয় নারী নির্যাতনকারী আর না করতে পারলে হয় কাপুরুষ! আপসোস!

১২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হায়ে আসছেন আমার আরেকজন নোয়াখাইল্লা মাথা পাগল ভাইয়া আবদুল হাক!!!!!!!!!!:)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

রফিক এরশাদ বলেছেন: আপু মোহাম্মাদ আব্দুলহাক ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে বাড়ি ময়মনসিংহের কোথাও হবে..কিতা..পারতাম না...এইগুলা মমিসিংগা কতা.. :)

১৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা অাফা যা কইছে না বুঝি কইছে..হেতি আরেঁ খুব বালা ফায়তো তা-ই..তাই মুখ দি যা আয় তাই কয় :) :) :)



না বুঝি কই নাই ভাইজান, আই তোয়ারে বালা পাই, হির লাইগ্গা তোয়ারে ভালো উপদেশডি দিছি গো ভাইজান। মানে মানে কাডি ফোরো, ফাবনা চলি যাওার বেবস্থা করো।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৭

রফিক এরশাদ বলেছেন: আন্নে যহন কইচেন..অামি এই হরতাল অবরোধের মইদ্যেই চলি যাইতিছি আপু..আর আসিবনা ফিরে এই নোয়াখালীর ভিড়ে.. :( :( :(

১৪| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা আপা, আমার মনে হচ্ছে,
উনাদের ভাষাগত সমস্যা হচ্ছে।

উনার স্ত্রী হয়তো শাড়ি সোনা চায় আর উনি হাড়ি দোনা দিয়ে বলেন নে।

সমস্যা আছে।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২

রফিক এরশাদ বলেছেন: বস প্লিজ এই কবিতাটা পড়লেই ঘটনা ক্লিয়ার হয়ে যাবে...
http:
//www.somewhereinblog.net/blog/rafiqershad/29011163

১৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপু মোহাম্মাদ আব্দুলহাক ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে বাড়ি ময়মনসিংহের কোথাও হবে..কিতা..পারতাম না...এইগুলা মমিসিংগা কতা.. :)


ভুল কইছেন গো ভাইজান, হেতি সিলহডি পুয়া। বহুৎ হুরান পরিচিতি হের লাগি আমার কইলজার টুকরা ভাইজান হেতা। একে সিলহডি তায় আবার লন্ডনী। তিনার গানের গলাও কম না গো ভাইজান একবার এট্টা গানা হুনাইবার কই দেহেন দিহি।



হা হা হা :P

হাসতে হাসতে মারা গেছি আমি।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৪

রফিক এরশাদ বলেছেন: ভুল হই গেছে..মাপ চাই দোয়াও চাই :(

১৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৩

শায়মা বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা আপা, আমার মনে হচ্ছে,
উনাদের ভাষাগত সমস্যা হচ্ছে।

উনার স্ত্রী হয়তো শাড়ি সোনা চায় আর উনি হাড়ি দোনা দিয়ে বলেন নে।



ঠিকই কইছেন গো বাইজান । রফিক বাহে ফির জাতে মাতাল তালত ঠিক। বৌ এর শাড়ি সোনা দানা রুপারে আবার সে বানাইতে হারে হাড়ি, কানা, ছানা পোলা! আর বউ তখন ঝাড়ি নিয়া ছুডি আসচে আর কি । হা হা



এইবার একটু রংপুরিয়া মিশেলে মিক্সড এ্যালবাম বানাতে ট্রাই করলাম।:)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৫

রফিক এরশাদ বলেছেন: আপু প্লিজ এই কবিতাটা আরেকবার একটু পড়লেই ঘটনা ক্লিয়ার হয়ে যাবে...আপনেও একটু পড়েন...:(
http:
//www.somewhereinblog.net/blog/rafiqershad/29011163

১৭| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি লাউতলা জগন্নাতপুর বিয়া করেছি নবীগঞ্জ। সিলেট।

বিয়ার পর বউরে কইছলাম, আর লগে উল্টা পাল্টা করলে লাউ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলব!

আমার যে ভালা। আমারে খুব মায়া করে। শাড়ি সোনা চায় না। আমারে গাড়ি কিনে দিয়েছে। ম্যাক কিনে দিয়েছে। আমি বউ খুব ভালো।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৭

রফিক এরশাদ বলেছেন: ভাই এককিছু থাকতে লাউ ক্যান? ও তুলনামুলক নরম দেইক্কা? যাতে ঘটনা না ঘটে?
মুরুব্বিরা একটা কথা কয়....দিলেই ভালা দিলেই ভালা..কথাটার প্রমান পাইলাম :)

১৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা দুক্ষের কবিতা :D

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

রফিক এরশাদ বলেছেন: :( :( :(

১৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৩

শায়মা বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি লাউতলা জগন্নাতপুর বিয়া করেছি নবীগঞ্জ। সিলেট।

বিয়ার পর বউরে কইছলাম, আর লগে উল্টা পাল্টা করলে লাউ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলব!

আমার যে ভালা। আমারে খুব মায়া করে। শাড়ি সোনা চায় না। আমারে গাড়ি কিনে দিয়েছে। ম্যাক কিনে দিয়েছে। আমি বউ খুব ভালো।



সব বুজ্জি ভাবীজানে এই ব্লগৎ আইডি খুলি হালাইসে.. আর তাই এত বালা ভালো হেন তেন। আর তুমি বলবা লাউ দিয়ে বাড়ি দিবা!!!!!!!!!

সে তোমাকে ফুক দেবে ভাইয়া এক ফুয়ে উড়ায় দেবে হা হা কারণ কি নিজেই ভেবে দেখো। :)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০

রফিক এরশাদ বলেছেন: অাপু এইজন্যই তো লাউয়ের কথা বলছে..এত কিছু থাকতে!!! ভাগ্গিস বলে নাই,...বেলুন দিয়ে বাড়ি দিয়ে ছাতু বানায়া ফেলব :) :)

২০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা সত্যি কইতেছি, আমার বউ খুব ভালা আমারে যে মায়া করে।

(ব্লগিং করে না। ব্লগারনি হইলো আমার কপাল খুইলা যাইত। ওর কত কইলাম ব্লগিং করো মজা পাইবা। হে কয়, খাইয়া আমার বুঝি আর কাজ নাই?)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩২

রফিক এরশাদ বলেছেন: হ ঠিকই আছে...সব মেয়ে মানুষ ব্লগিং করলে স্টার জলসা, সনি, স্টার প্লাস, জিটিভি, স্টার জলসাওয়ালারা ভিক্ষা করতে নামবো :( :(

২১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হ ভাই, বউয়ের মাথায় তো আর লাঠি দিয়ে বাড়ি মারতে পারব না। বউ বলে কথা। বউয়ে কত মায়া করে ;)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

রফিক এরশাদ বলেছেন: জ্বি হক কথা প্রয়োজনে বউ আমারে বাড়ি মারবো বাট আমি পারবো না.. :(

২২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বউয়ে কী চায় তা জানার চেষ্টা করবেন। চেষ্টা করবের স্বপ্নের পুরুষ হওয়ার।

সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

রফিক এরশাদ বলেছেন: দোয়া রাখবেন ভাই..ভয় করে বুঝেন না..সময় খারাপ তো যদি কেস খায়া যাই :(

২৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: জ্বি হক কথা প্রয়োজনে বউ আমারে বাড়ি মারবো বাট আমি পারবো না.. :(


বাট আমার ধারণা উল্টাটা হলে তুমি ঠিকি বাড়ি মারতে মানে বউ যদি হত মায়মানসিংগা আর তুমি ......... :P

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

রফিক এরশাদ বলেছেন: আপু এইটা আপনি কি বল্লেন? আমি বাড়ি দিমু আমার বউরে? আমার ঘাড়ে কয়টা মাথা? ঘরের শান্তি বড় শান্তি! বউ ঠিক তো ঘর ঠিক :)

২৪| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

যুগল শব্দ বলেছেন:
মজার কবিতা, ভালো লেগেছে ভাই। :D B-)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ যুগল শব্দ ভাই :)

২৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাবধানে থাকেবন ১৪ বছরও হতে পারে ;)

আজকাল দুনিয়ার সকল উল্টাপাল্টা কেইস করে।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

রফিক এরশাদ বলেছেন: আমার সাথে আশা করি উল্টাপাল্টা হবে না..কারন যখন যে দল ক্ষমতায় থাকে আমি সেই দল করি.. হা হা হা :) :)

২৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরজাতিক নারীনির্যাতন কেইস করলেতো সব্বনাশ হবে ;)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৯

রফিক এরশাদ বলেছেন: বিচার হইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হওয়াই ভালো..নিজের ইমেজটা উজ্জল হয় প্রেস্টিজটা বজায় থাকে আর মনটারে সান্তনা দেয়া যায়...কারন মামলা বিচারের কাঠগড়ায় যাইতে যাইতে আমি দুনিয়া থেইকা চইলা যাইতে পারি..তাই ঘটনা দ্রুত বিচার বা আন্তর্জাতিক বিচার আদালতে হইয়াই ভালো.. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.