নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

শায়মা আপুনি..আপনার জন্য ছড়িতা :P :P

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫



শায়মা আপু, শায়মা গো-

কত্ত কিছু রান্না করে একলা একলা খায় মা গো!

মোরগ পোলাও, বিরিআনী, চাইনজি বা স্যুপ,

ঘরে বসে খাবে, তখন মুখটা থাকবে চুপ। :P

বলবে না, ভাই কে কে আছিস দাওয়াত দিলাম আয়!

আল্লাহ জানে আপুনিটা কেমনে এসব খায়!!

খাবে দাবে কলকলাবে, হাসবে খেকর খেক,:D

বিলিভ মি! নট? অকে কে কে দেখবি এসে দেখ!

বস্তা ভরা বুদ্ধি যে তার, ট্রলার বোঝাই গুন,

খাওয়ার পরে ড্রিংকস খাচ্ছে, দু'কান পেতে শুন!:P

গুণবতী, রুপবতী, কি রুপ যে তার অঙ্গে-

রাগ উঠলে সোকেস খুলে কাচেঁর জিনিস ভাঙ্গে!

সকাল বেলা গলা সাধে সারে গামা পা ধা-

সবাই ছুটে যায় পালিয়ে গরু, ছাগল, গাধা! :P

আপু যখন ছাদে উঠে, তাকায় কত্ত বোকায়,

আপু তখন ভাব দেখিয়ে রোদে কাপড় শুকায়!:P

এটা বানায়, সেটা বানায়, হাতের কাজে পটু,

খেয়েদেয়ে মাশাল্লাহ সে হচ্ছে মটু সটু! :P

কাচ্চা বাচ্চা পছন্দ তার থাকে তাদের সাথে,

সবাই যখন ঘুমায়, সে ফ্রিজ খুলবে অনেক রাতে। :P

অন্ধকারে যা-ই পাবে টপ টপা টপ টপ,

মিস্টি, রাবরি, সন্দেশ, পেয়াজু, বেগুণী আর চপ।

লুকিয়ে রোজ আচার খাবে, খাবে প্রাণের জেলি,

আমি যদি চাই একটু, বলে, 'যা যা গেলি!' :P

দিতে পারে মধুর খোটা, লেখে মজার ছড়িতা,

আসল মজা বুঝবে যদি তেনার লেখা পড়িতা!

তার পার্সে টাকার বদলে থাকে বাদাম ভাজা,

অবসরে খায় হয় হজমোলা নয়তো তিলের খাজা। :-/

রাতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্নলোকে গেলে,

দেখি আপু আমার মুখে খাবার দিচ্ছে ঠেলে। :)

আমি বলি আর খাবো না, পেট হয়েছে ফুলা,

উঠে দেখি বালিশটা নাই, আমার মুখে তুলা। :P

.

.

.

.

আমার আপু কেমন তা তো দেশবাসী সব জানে,

এ ইতরামী আর হবে না ধরছি নিজের কানে। :P

মন্তব্য ১৭৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আইজ আপনার খবর আছে! :P

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৪

রফিক এরশাদ বলেছেন: পারলে করুক কি করবে :( আমি কি আর কাউরে ডরাই? ভাঙ্গতে পারি মাটির কড়াই :)

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা :P


১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৪

রফিক এরশাদ বলেছেন: :( :( :(

৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

শায়মা বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আইজ আপনার খবর আছে! :P


কি বলো হাক ভাইয়া তুমি খবর কেনো হবে?
রফিকভাইয়ার মজার ছড়া পড়ুক এখন সবে
আমি জানি আমার ভাইয়ার বু্দ্ধি বিষম ভারী
শুধু ভাবী বুঝলোনা তা কি যে এখন করি।:(

রোজ সকালে কান ধরে সে কারন জানো কি
তুলো মুখে ভাইয়া বলে বালিশ খেয়েছি।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

রফিক এরশাদ বলেছেন: আমার বালিশ আমি খাবে যত খুশি তত,
অাপু আপনি জানেন না আমার ক্ষতি হল কত!
বালিশ যেটা সেদিন আমি স্বপ্নে খেয়েছিলাম,
যৌতুক হিসেবে ওটা শ্বশুরবাড়ী থেকে পেয়েছিলাম।
বৌ এখন কয় আমার আব্বার বালিশ আইনা দাও,
নইলে এখন এই মুহুর্তে বাড়ি থেইকা যাও :( :(

৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আমি বিপদে পড়েছি! :((

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬

রফিক এরশাদ বলেছেন: আব্দুলহাক ভাইয়া, এটা আপুনির একটা ট্রিকস..কৌশলে তার বিরুদ্ধে অভিযোগগুলো এড়িয়ে যাচ্ছে..এইটা বুঝলেন না? :)

৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৪

শায়মা বলেছেন: বালিশ ভাবীর বাপের বাড়ির ভাইয়া ঘর জামাই
তাইতো ভাবী রেগে বলে আমার বাবার টাকা কামাই
খাচ্ছো বসে তবুও একি এমন তোমার নুলো
বালিশ গুলোও খেতে হবে তুলো সুদ্ধু তুলো!!!!!!!!!!


তখন ভাবীর চেহারা এমন হয় B:-) B:-) B:-) B:-)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩০

রফিক এরশাদ বলেছেন: ও বৌ, তুমি একটু ঘুমাও, ঘুম আয়।
ফুল পরীরা তোমার চোখে চুমায়।
ঘুম পাড়ানি মাসিপিসি
ঘুমাও তাড়াতাড়ি,
আমার ঘুমের জন্য তোমার
ঘুমটা নেসেসারি!

৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এই সব ডরাই! :|

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

রফিক এরশাদ বলেছেন: বল দাও আব্দুলহাক ভাইয়াটারে বল দাও,
আগে তারে ঠান্ডা একগ্লাস জল দাও।
ডরাবেন না ভাইয়া আমার থাকেন সদা সুখে,
আমার মত নির্ভীক হন, সাহস রাখেন বুকে।
..বৌ মনে হয় আসতে আছে..আল্লাহ রক্ষা করো,
এই কে আছ, পইরা গেলাম আমার হাতটা ধরো.. :(

৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬

শায়মা বলেছেন: হাকভাইয়া বিপদ তোমার মোটেও এমন ভেবোনা
তুমি সুখী কবি মানুষ রফিকভাইয়াকে চেনোনা।
অনেক দুঃখী আমার ভাইয়া সকালে আর বিকালে
ভাবীর মাইর খেয়ে খেয়ে এবার নাকি যাবে জেলে!:)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০

রফিক এরশাদ বলেছেন: চৌদ্দ শিকের সবগুলো শিক ধীরে ধীরে গেছে ক্ষয়ে,
প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি ওসি সাহেবের ভয়ে।
সকাল বিকাল রিমান্ডে নিয়ে দিচ্ছে ভীষন ডলা,
এদিক ওদিক কোনা কাঞ্চিতে খুব ব্যাথা আর জ্বলা!
কসম কাটছি কর্ণ মলছি-স্বর্ণাকে যাব ভুলে,
বউগো, তোমার ড্যাডিকে বলো না মামলাটা নিতে তুলে!!

৮| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হায়রে, দুঃখ আছে কপালে!

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

রফিক এরশাদ বলেছেন: নহে দু:খ নহে সুখ, কিছু জীবনের সাথে জুড়ে নেই, সব আগলা,
আব্দুলহাক ভাইয়া, দু:খের কিছু নাই, ভাবেন সুখে আছেন, সব ঠিক হয়ে যাবে পাগলা :)

৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

Nadim820 বলেছেন: ভাই,আপনার শায়না আপুনিরে আমার সাথে দোস্ত পাতান ।ভাই-বোন নাই ।ঘরে নিয়া ফ্রীতে খাওয়ামু আর খাওয়ামু ।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

রফিক এরশাদ বলেছেন: শায়লা আপুনি বোন হইলে আমি পাতামু ভাই,
এক কাম করেন, আপুরে কি খাওয়াইবেন দেখার লাইগা আমি আমি যাই।
আপুরে গরু কইয়া খাওয়াইবেন মহিষ কিংবা খাসি,
আমি একটু খাইয়া আগে ট্রায়াল দিয়া আসি???? :) :)

১০| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

শায়মা বলেছেন: দু্ঃখ কি আর শুধুই দুঃখ!
দেখছো ভাইয়ার বাক্যি নাই
ছড়িতা লিখে এবার তিনি
ভাবীর বাজার হিসাব মিলাই।


বাজারেতে যে কয় টাকা
আজ করেছেন হাত সাফাই
সেই ভয়েতে ভাইয়া এখন
মিউ মিউ মিউ টম বিলাই। :P

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

রফিক এরশাদ বলেছেন: টম এন্ড জেরি তো খুব ফেবারিট, টমটা বোকা ও ভালো,
হাইকোর্ট রুল, সবাই বাসায় টম বিলাইকে পালো।
কারন টম অনেক উপকারী ইন্দুর করে সাফা,
আপনের ঘরে এখন কি আমারে পালবেন আফা??? :) :)

১১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরে বাপরে!

চমৎকৃত হয়েছি।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৬

রফিক এরশাদ বলেছেন: কি দেখে আপনি চমৎকৃত হলেন ভাইয়া আব্দুলহাক,
একটা কথা কমু দাড়ান আপুনি ঘুমাইতে যাক।
এখন বল্লে শুইন্না ফেলবে আপুর কানটা খাড়া,
বলবে রফিক, তোরে খাইছি..যেখানে আছিস দাড়া.. :( :(

১২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৫

ধূসরছায়া বলেছেন: ছড়াকারের ছড়ার ভেতর-
খুনসুটি আর ভালোবাসার দারুন মধুর রেশ;
আহা বেশ বেশ বেশ...। :D

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

রফিক এরশাদ বলেছেন: বেশ বেশ বেশ বেশ,
শায়মা আপুর মাথায় নাকি আওলা ঝাওলা কেশ :(
চুলের যত্ন করে সারাদিন, রোদে বসে মাখে আমলা,
মাথার মধ্যে দেয়ার জন্য তেল আনে সাত গামলা :)
আপু এবার ক্ষেপে যাবেন, কথায় মধুর রেশ নাই,
শুনতে পেলাম আপুর মাথায় গোটা দুই কুড়ি কেশ নাই :) :) ;) :) :) :)

১৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: Nadim820 বলেছেন: ভাই,আপনার শায়না আপুনিরে আমার সাথে দোস্ত পাতান ।ভাই-বোন নাই ।ঘরে নিয়া ফ্রীতে খাওয়ামু আর খাওয়ামু ।


নাদিমভাইয়া কে খায় তোমার ফ্রীতে খানা খাদ্য
তার চাইতে নিজের পিঠেই বাজাও তুমি বাদ্য।:)
দেখছো নাকি আমি নিজেই অনেক বড় পাচকী
যা রাঁধি তা একলাই খাই ঘচ ঘচা ঘচ ঘেচকী!
তোমার খানা নিয়ে তুমি অন্য কোথাও যাও
খুঁজে দেখো কোথাও যদি শাকচুন্নী পাও।
সে খাবে বেশ তোমার বাড়ির চ্যাং ব্যাঙ আর শুটকী
খেয়ে খেয়ে হবেই হবে ইয়া বড়ো এক মুটকী!:)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

রফিক এরশাদ বলেছেন: নহে বীর, নহে উন্নত মম শির,
শায়মা আপুনি সেমাই রান্ধে মনে হয় যেন ক্ষীর :(
আপু বানায় আমের আচার, বানায় টমেটোর সস,
উল্টা দিকে ঝেড়ে দৌড় দেই, বলি দারুন হইছে বস!

১৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

Nadim820 বলেছেন: :-P :-P :-P

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

রফিক এরশাদ বলেছেন: :( :( :(

১৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪১

শায়মা বলেছেন: ধুসরছায়া, ভাইয়া(রফিক) আমার অনেক বড় ছড়াকার
যখন ঘুমায় ভাবী বলেন এহ রে এইটা মড়া কার?

কারণ ভাইয়া ভাবীর ভয়ে দেখলে করে ভান
যেন একখন ঘুমিয়ে গেলো যতই ধর কান।

ভাঙ্গবেনা তার মোষের মত কুম্ভকর্ণ ঘুম
মারুক ধরুক কান টানুক আর দেয়ও যদি চুম। :P

ভাবখানা যে ঘুমিয়ে তিনি এই হয়েছেন কাঁদা
ভাবী গেলেই লাফ দে ওঠে করেন ছড়া সাধা।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

রফিক এরশাদ বলেছেন: ছড়া সাধাসাধি শেষ হয় যবে বৌ মারে দুই কিক,
বলে, এবার নেকামো রেখে এনে দাও লিপিস্টিক।
ছড়া ধুয়ে পানি খাব? নাকি খাবো ট্যাং?
কানের কাছে করতে থাকে কেবল ঘেনর ঘেন :( :(

১৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: আমার বালিশ আমি খাবে যত খুশি তত,
অাপু আপনি জানেন না আমার ক্ষতি হল কত!
বালিশ যেটা সেদিন আমি স্বপ্নে খেয়েছিলাম,
যৌতুক হিসেবে ওটা শ্বশুরবাড়ী থেকে পেয়েছিলাম।
বৌ এখন কয় আমার আব্বার বালিশ আইনা দাও,
নইলে এখন এই মুহুর্তে বাড়ি থেইকা যাও :( :(



হা হা হা সে ঠিক বলে খাও কেন তুমি বালিশ
একদিকে তো ঠিকই আছে পাক্কা যে তার নালিশ।
ভাত মাছ ডাল শাক চুন পান খাও কম কিছু কবে?
এরপরেও তোমার আবার বালিশ খেতেও হবে!!!!


B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭

রফিক এরশাদ বলেছেন: ছি ছি আপু এতো খারাপ, এতোটা মিথ্যুক,
আমি কি আর সাধে বালিশ খাই? এতোটা উজবুক!
আমার ঘুমে স্বপ্নে এসে খাওয়াই দিলেন বালিশ,
এখন আবার কাঁচা ঘায়েঁ করে দিচ্ছেন পালিশ?
ছি ছি আপু ছি,
এই অাপনাকে আমি কিনা স্বপ্নে দেখেছি!!! :( :(

১৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আনন্দ পেলাম

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

রফিক এরশাদ বলেছেন: দুনিয়াতে আনন্দ নাই ও ভাইয়া চাঁদগাজী,
আছে শুধু গুটিকয়েক ইতর এবং পাজী।
নো ইস্যু ভাই সিরিয়াসলি কিছু নিচ্ছি না,
ওদের মত, কারও গায়ে আগুন দিচ্ছি না! :( :( :(
বার্ন ইউনিটে যারা আছে, কোথায় আনন্দ!
নাকে শুধু লাগে মানুষ পোড়ারই গন্ধ!! :( :(

১৮| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

Nadim820 বলেছেন: সর্বনাস!মুটকী আপুনি নিয়ে লাভ নাই
আমি এখন বাই বাই:-P :-P
যদি ওজনের ঠ্যালায় ভেঙে যায় খাট :-P
কে দেবে আমার সেই সোনার পালঙ্ক :-P :-P

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০

রফিক এরশাদ বলেছেন: সোনার পালঙ্ক আছে আপনার ঘরে?
কত দিয়ে কিনলেন? কত টাকা দরে?
এত সোনা কই পান? সাচ বাতাও নো ঝুট,
নাকি এয়ারপোর্টে নিয়ে আসছেন স্বর্ণের বিস্কুট?
কাস্টমসে আছেন নাকি? মাল তো তাহলে মেলা?
আমি তাইলে আপনের সাগরেদ! হমু আপনের চেলা!!! :) :) :)

১৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: বল দাও আব্দুলহাক ভাইয়াটারে বল দাও,
আগে তারে ঠান্ডা একগ্লাস জল দাও।
ডরাবেন না ভাইয়া আমার থাকেন সদা সুখে,
আমার মত নির্ভীক হন, সাহস রাখেন বুকে।
..বৌ মনে হয় আসতে আছে..আল্লাহ রক্ষা করো,
এই কে আছ, পইরা গেলাম আমার হাতটা ধরো.. :(




ভাইয়া আমি মরেই গেছি হাসতে হাসতে আজ
ছড়াই তোমার সকল খেলা একমাত্র কাজ
আজ বুঝেছি তুমিও কম নয়তো মোটেও বীর
মাটির কড়াই রোজ সকালে ভাঙ্গো দিয়ে তীর।
কিন্তু ভাইয়া ভুল করেছো হাক ভাইয়াকে ডেকে
তোমার হাতটা না ধরে সে গেলোই বুঝি ভেগে।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৬

রফিক এরশাদ বলেছেন: বাইরে সবাই ভাবটা দেখায় ঘরে সুপুরুষ,
ঘরের ভিতর বৌয়ের কাছে সবাই সাধে ঘুষ।
ভাবীর ডরে ভাইয়া আমার শেষ করেছে সাঙ্গ,
বলছে গিয়ে, ও বৌ তুমি কি কি ভাংবা ভাঙ্গ!!! :) :)

২০| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভরপেট বিরিয়ানীর পর হাফ লিটার কোকের মত মজা লইতেছি। ফলোয়িং দিস পোষ্ট।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫

রফিক এরশাদ বলেছেন: 'ফলোয়িং দিস পোষ্ট' হা হা হি হি, অনেক মজার জোকটা,
ভাই কি কিছুটা অবশেষ আছে হাফ লিটার ওই কোকটা?
বিরিয়ানীটা তো শেষ করেছেন, দু:খটা কই কারে?
এখন যদি এক ফোটা ভাগ পেতাম হাফ লিটারে!! :( :(

২১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

শায়মা বলেছেন:


দোড় দিয়ে তুমি পার পাবে নাকি ওহে মোর বোকা ভাই
রাঁধিয়াছি যাহা খাইতেই হবে রক্ষা তোমার নাই।

জানো নাকি আমি জন্মেছিলাম খাঁটি মোঘলের জাতে
পড়িয়াছো হাতে এবার তোমাকে খানা খেতে হবে সাথে!!!!:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

রফিক এরশাদ বলেছেন: খানা খাব আমি ভয় করি নাকো, শির চির উন্নত,
কথা দিলাম আমি বৌয়ের কাছে করবো না মাথা নত।
আপনি যদি মোঘল হয়ে থাকেন, আমি বারো ভুঁইয়া,
আপনার বাসায় এসে পড়ে যাব দড়জাতে শুইয়া।
বলবে সবাই ওহে একে ধর..আর বলবো না থাক,
আপনি বলবেন, কত আর খাবে খানা যা-ই খাবে খাক :) :)

২২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: শতদ্রু ভাই আসিয়া গিয়াছে কোথায় ইপ্সিমনি
ছড়া ছড়া খেলা আরো জমে যাবে দাও রাজকুমাকে আনি।
আমার দলের সকল সেনারা একে একে জড়ো হবে
রফিকভাইয়া সাঙ্গ তোমার হলো বুঝি লীলা ভবে।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০

রফিক এরশাদ বলেছেন: লীলা ভব আর কত কব, আমি ভয় পাই না তো শনিতে,
শতদ্রু ভাই আসলে আসুক, আসুক ইপ্সিমনিতে!
কোথায় সেনারা ডাকেন তাদের রাজকুমার কি কুমারী,
একটা একটা ধরে এনে এনে করবো আদম শুমারী ;) ;) ;)

২৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৮

শায়মা বলেছেন: টম এন্ড জেরি তো খুব ফেবারিট, টমটা বোকা ও ভালো,
হাইকোর্ট রুল, সবাই বাসায় টম বিলাইকে পালো।
কারন টম অনেক উপকারী ইন্দুর করে সাফা,
আপনের ঘরে এখন কি আমারে পালবেন আফা???




তোমারে পালবো! কি সর্বনাশ ! পাগল হয়েছি নাকি!
বলি মাথাটুকু এটুকুও যাবে এখনও যা আছে বাকী!
ইন্দুর তাড়াবে বাড়ি ঘর থেকে তা দিয়ে পাকাবে মুচো
তারপর তুমি বিলাই বাবাজী নিজেই হবে যে ছুঁচো! :)

এখন যা আছি বেশ ভালো বাঁচি নিজে খাই দাই চাখি
তোমাকেই ডেকে খাল কেটে কেটে কুমির আনবো নাকি!!!!


আরি বাবা !!!!!!!!!!!! B:-)


১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

রফিক এরশাদ বলেছেন: একটু খানি খালটা কাটেন, কেটে দেখেন কি মজা,
বাঁকাতেঁড়া যেন হয় না খালটা, থাকে যেন স্ট্রেট-সোজা।
কুমির আসবে, ড্রাগন আসবে, আসবে ডাইনোসার,
হিসাব কিতাব চুকতা করবে বাকি আছে কার কার!
একা একা আর কত্ত খাবেন, দিতে হবে অধিকার!!

২৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া বুকে আসেন। ধন্য হই। ;)




শায়মা আপুর ছড়িতা
হেসে পড়ি গড়িয়া
শায়মাপুর কান্ড
খায় মিঠা মন্ড
ভাগ দেয় না কাউকে
খায় শুধু লুকায়ে।
বিরিয়ানি আর স্যুপ
খায় রাত দুপুর।

:) :) :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫০

রফিক এরশাদ বলেছেন: শায়মা আপুর ছড়িতা,
তোমরা যদি পরিতা-
বিড়ি ছেড়ে পুড়িতা,
খুশি মনে ধরিতা। :) :)
তোমায় আমায় নিবে না,
আপুর খাবার দিবে না :( :(

২৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: ছড়া চলুক অাজ রাত.......... ;) B-) :D :) =p~ :P :) :D B-) ;)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৩

রফিক এরশাদ বলেছেন: চলুক ছড়া আজ রাতে,
খাবার আছে কার পাতে।
বুক ভরেছে গর্বতে,
জিনিস মিশান শরবতে :(

২৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৫

হাইপারসনিক বলেছেন: শায়মা আপুর জন্যে ডেডিকেট করাটাত পায়লাম| আপনার বউয়ের জন্যে লিখা আপনার সবচেয়ে সুন্দর একটা ডেডিকেট আশা করি আগামিকাল ইনশাআল্লাহ পাব:)?

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৭

রফিক এরশাদ বলেছেন: ইনশাল্লাহ দোয়া রাখবেন, যদি বেঁচে থাকি,
ডেডিকেশন চলবে, মজা আছে কত্ত বাকি!
মজা হবে মজা করবো হবে না তার এন্ড,
কারন আছে শায়মা আপু, জীবন্ত লিজেন্ড!! :)

২৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: বাইরে সবাই ভাবটা দেখায় ঘরে সুপুরুষ,
ঘরের ভিতর বৌয়ের কাছে সবাই সাধে ঘুষ।
ভাবীর ডরে ভাইয়া আমার শেষ করেছে সাঙ্গ,
বলছে গিয়ে, ও বৌ তুমি কি কি ভাংবা ভাঙ্গ!!!




হা হা হা

তোমারে বলেছে !!! হাক ভাইয়া যে গায়ক নায়ক ও কবি
ভাবীর জন্য শুধু জান ছাড়া আর দিয়েছেন সবই
তবুও ভাবীজী কিচ্ছু বোঝেনা মেজাজ যখন চড়ে
হাক ভাইয়া যে তাকেই ভুলাতে র‌্যাপ সং গানা ধরে।



হা হা হা হা বিশ্বাস না হয় আমি ভাইয়ার র‌্যাপ সঙ্গীত রেকর্ডেড এইখানে প্রকাশ করিতে পারিবো!!!!!!!!!!:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০২

রফিক এরশাদ বলেছেন: র‌্যাপ সং তো আমিও পারি, এএএএ আআআআআ উউউউউউউউ,
শুনে আমার বউ ছুড়ে দেয়, জুতা সেন্ডেল সু!! :(
হাক ভাবীজীর বাড়ি কোথায় মিশর নাকি সিরিয়া!
উনিও কি আমার বউয়ের মতন আজব চিড়িয়া???? :(

২৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: টম এন্ড জেরীর টমই ভালো, টম কিউট বিলাই।
জেরী একটা পচা ইদুর, ইচ্ছা করে কিলাই।
টমের অল্প দুস্টু হলেও দেখতে লাগে আদর,
জেরী এক মহা বদ, বলা চলে বাদর।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০৮

রফিক এরশাদ বলেছেন: টম আর জেরি কে যে ভাল, জানি না তার কিচ্ছু,
শুধু জানি একটার চেয়ে একটা বড় বিচ্ছু!
শায়মা আপু নাই মনে হয়, একটা কথা বলি আপনাকে...
টম আর জেরিতে আমি শুধু দেখি স্কার্ট পড়া মহিলাকে।
মহিলাটা শুধু টমটাকে ধরে বের করে দেয় বাইরে,
আমার বউটা আমার সাথে সারাদিন করে তাই রে :( :(

২৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১

শায়মা বলেছেন: ছড়া সাধাসাধি শেষ হয় যবে বৌ মারে দুই কিক,
বলে, এবার নেকামো রেখে এনে দাও লিপিস্টিক।
ছড়া ধুয়ে পানি খাব? নাকি খাবো ট্যাং?
কানের কাছে করতে থাকে কেবল ঘেনর ঘেন :( :(



ভুলিনি সে কথা সেবার ভাইয়া লিপস্টিক এনে দিতে
ভোরবেলা গেলে ফিরলে বাজলে ঘড়িতে বারোটা রাতে
সব রাগ ভুলে মান অভিমান না ধরে তোমার কান
যেই না মোড়ক খুললেন ভাবী দেখলো এনেছো পান!!!!!!!!!!

ভীমরী খেয়ে যে ভাবী জিগাসিলো ওরে বোকারাম গাধা
পান এনেছিস কোন আক্কেলে বেক্কল রাম হাদা!
তুমি হেসে মিটি চেয়ে ইতি উতি অতি বিজ্ঞীও চালে
ভাবীরে বলিলে পান খেলে লাল ঠোঁট হয় লোকে বলে।


লিপস্টিক অতি পঁচা ঘঁচা সেতো কেমিকেল দিয়ে ঠাসা
তার চেয়ে এই পান চুন ভালো খাদ্যও হয় খাসা।
এরপর আর বলিতে চাহিনা কি ছিলো তোমার ঘটে
ভাবী মহারাণী লক্ষী সে জানি তুমি আজ কবি বটে!:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১৫

রফিক এরশাদ বলেছেন: ঠিক বলেছেন আফামনি, এগজেক্টলি ইউ আর রাইট,
সেই থেকে পানের খরচ জোগাতে লাইফ হয়ে গেছে টাইট।
গোটা দুই কুড়ি পান খায় রোজ, পানের বরজ কত?
পান না এনে লিপিস্টিক আনা ঢের বেশি ভাল হত।
চুন লাগে, সাথে জর্দা, সুপারী, খয়ের ও সাদা পাতা,
কোন আক্কলে লিপিস্টিকটা এনে দিলাম না, ছাতা!!!! :( :(

৩০| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: ছি ছি আপু এতো খারাপ, এতোটা মিথ্যুক,
আমি কি আর সাধে বালিশ খাই? এতোটা উজবুক!
আমার ঘুমে স্বপ্নে এসে খাওয়াই দিলেন বালিশ,
এখন আবার কাঁচা ঘায়েঁ করে দিচ্ছেন পালিশ?
ছি ছি আপু ছি,
এই অাপনাকে আমি কিনা স্বপ্নে দেখেছি!!! :( :(


শুনেছি মানুষ স্বপ্নে নাকি তখন বালিশ খায়
ঘরজামাই এর শ্বশুর যখন খাইতে নাহি দেয়।
না খেয়ে আর মাইর খেয়ে সে স্বপ্নে দেখে পরী
মাঝে মাঝে খিধের জ্বালায় গলায়ও দেয় দড়ি।:(


থাক ভাইয়া তার চে তুমি ইঁদুর বিড়াল হয়ে
কাল সকালেই আমার বাড়ি শিঘ্রী এসো চলে।:(

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৯

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন:
শুনেছি মানুষ স্বপ্নে নাকি তখন বালিশ খায়
ঘরজামাই এর শ্বশুর যখন খাইতে নাহি দেয়।
না খেয়ে আর মাইর খেয়ে সে স্বপ্নে দেখে পরী
মাঝে মাঝে খিধের জ্বালায় গলায়ও দেয় দড়ি।:(


থাক ভাইয়া তার চে তুমি ইঁদুর বিড়াল হয়ে
কাল সকালেই আমার বাড়ি শিঘ্রী এসো চলে।:(


ইঁদুর বিড়াল যাহাই বলেন আই ডোন্ট এনি মাইন্ড,
চুরি করে খাবার খাব, আপনি হবেন ব্লাইন্ড!
ভাব ধরবেন, দেখছেনই না, কিছু নিজের চোখে-
আমি তখন খাবার দাবার দেখবো চেখে চেখে!
আচ্ছা আপু ভাল খাবার কোথায় থাকে বাড়িতে?
খাবারগুলো কোথায় লুকান? সোকেস না আলমারিতে?

৩১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: কি দেখে আপনি চমৎকৃত হলেন ভাইয়া আব্দুলহাক,
একটা কথা কমু দাড়ান আপুনি ঘুমাইতে যাক।
এখন বল্লে শুইন্না ফেলবে আপুর কানটা খাড়া,
বলবে রফিক, তোরে খাইছি..যেখানে আছিস দাড়া.. :(


হা হা হা


ভাইয়া তুমি আর কত আর হাসাবে আজ আমায়
তার চে এখন ঘুমাতে যাও পড়ছো তুমি ঝিমায়
নয়তো এলো ভাবী তোমার মাথায় দিতে বাড়ি।
রাত বারোটা পার হয়েছে তিনি দিতেও পারেন আড়ি।

ভরপেট ভাত আর মাছ শাক খেয়ে ঘুমাতে যাবে
নইলে আবার রাত্রে তুমি বালিশ গুলো খাবে।.:(

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩১

রফিক এরশাদ বলেছেন: আচ্ছা আপু আপনার বাসায় লাগবে কাজের লোক?
প্রয়োজনে বাজার করবে, আনবে কেক অার কোক!
কাঁচা বাজার, পাকা বাজার, ঈদে কিংবা পূজো,
কানেঁর দুলটা পড়ে গেছে জানালা দিয়ে, খুজো!
ঘর মুছো,ঘর ঝাট দাও, কাপড় গুলো ধুয়া,
আমাকে নেন, আজই বিদায় করেন বাড়ির বুয়া!
আপনার বাড়ি পাহারা দেব, অাসবে না চিল শকুন-
অবসরে বসে মারবো আপনার মাথার উকুন ;) :) :)

৩২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫১

ঘুমন্ত আমি বলেছেন: মজার সব কমেন্ট ভেরি নাইস!

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪

রফিক এরশাদ বলেছেন: থ্যাংকিউ ভাইজান ঘুমন্ত আমি,
আপনার কমেন্টটা বরাবরই দামী।
আপনি বলেন, মজার কমেন্ট ভেরি ভেরি নাইস,
শায়মা আপু বলে, 'রফিক অামগো বাড়ি যাইস'!! :( :(

৩৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা হা
মজা পেলাম ছড়িতা পড়ে ।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৮

রফিক এরশাদ বলেছেন: 'অদ্বিতীয়া অামি' আপনি পাচ্ছেন তো মজা,
শায়মা আপু খেয়ে যাচ্ছে- মুরালি আর গজা।
নিজে নিজেই রান্না করে নিজে নিজেই খায়-
আমি চাইলে খোটা শোনায়! সবই আমার দায়!!
আমি নাকি টম এন্ড জেরি, আমি ছুচো বিলাই-
অতি শোকে পাথর আমি-মুখ করেছি শিলাই!!! :( :( :(

৩৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: শুন্য থেকে উড়ে এসে জোক বললেই হবে?
অল্প হা হা হি হি করলেই তা জোক হয়েছে কবে?
বিরিয়ানীর হাড্ডি বাকী, ওইটা টমের ডিনার,
জেরী এখন প্লেট ধুচ্ছে, ঘুমাচ্ছে তাই ক্লিনার।
কোকের বোতল খোলাই ছিলো, গ্যাস হয়েছে হাওয়া,
গ্যাস নাই তো ঝাঝও উধাও, বৃথাই এখন চাওয়া।

এই পোস্টে আর আসতে হিনা। ভয় পাইয়া পালাইতেছি। এদের হাই ফ্রিকোয়েন্সীতে নিজেরে কম্প্যাটিবল করা অসম্ভব।

এরচেয়ে রাজনৈতিক ক্যাচালে আবার লাইগা পরি। কেউ কেউ অপেক্ষা করতেছে। ক্যাচাল না করলে ভাত হজম হয়না।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

রফিক এরশাদ বলেছেন: সহমত করিতেছি আপনার উক্তি,
আপামনি (শায়মা আপু) বুঝবেনা আপনার যুক্তি!
রাজনীতে ঢের সোজা, এজ লাইক নামতা,
নাকানি চুবানি খায় আপামর জনতা!
রাজনীতে মানে ভরো নিজেদের পেটটা,
লাগবেনা পড়াশুনা, সার্টিফিকেটটা!
অলিগলি রাস্তায়, নেতা থাকে সস্তায়,
এদের কে ভোট দিয়ে জনগন পস্তায় :(
এর চেয়ে চলে যান রাজনীতে ক্যাচালে-
খুব মজা পাওয়া যায় এটা নিয়ে প্যাচালে !! :) :) :)

৩৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:০৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ইনশাল্লাহ দোয়া রাখবেন, যদি বেঁচে থাকি,
ডেডিকেশন চলবে, মজা আছে কত্ত বাকি!
মজা হবে মজা করবো হবে না তার এন্ড,
কারন আছে শায়মা আপু, জীবন্ত লিজেন্ড!! :)




হইসে ভাইয়া লিজেন্ড বাবাজী ( আমি ) এখন ঘুমাইতে গেলো
মাথাতে কদুর তেল ঢালিয়াছি ঘুমে চোখে ঢলো ঢলো.......

কালকে আবার আসর বসিবে কাব্যযুদ্ধ খানি
ঝনঝন রবে বাজিবে কাসর তলোয়ার আনি শানি।:)

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৬

রফিক এরশাদ বলেছেন: ..সেই কাল এসে গেছে কনগ্রাচুলেশান,
খারাপ লাগছে ভেবে আপুর সিচুয়েশান!
ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফেলেছেন ফুলিয়ে-
নাস্তায় চা খান চেয়ারে পা দুলিয়ে।
সুজি আর ডিম পোচ, খেয়ে নেন পরাটা,
যুদ্ধে নামলে অাজ খেয়েছেন ধরাটা!!
ছড়িতার যুদ্ধে আপনার চেলারা-
ডাকুন তাদের কেও কই গেছে তেনারা?? :) :)

৩৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১০

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: শুন্য থেকে উড়ে এসে জোক বললেই হবে?
অল্প হা হা হি হি করলেই তা জোক হয়েছে কবে?
বিরিয়ানীর হাড্ডি বাকী, ওইটা টমের ডিনার,
জেরী এখন প্লেট ধুচ্ছে, ঘুমাচ্ছে তাই ক্লিনার।
কোকের বোতল খোলাই ছিলো, গ্যাস হয়েছে হাওয়া,
গ্যাস নাই তো ঝাঝও উধাও, বৃথাই এখন চাওয়া।

এই পোস্টে আর আসতে হিনা। ভয় পাইয়া পালাইতেছি। এদের হাই ফ্রিকোয়েন্সীতে নিজেরে কম্প্যাটিবল করা অসম্ভব।

এরচেয়ে রাজনৈতিক ক্যাচালে আবার লাইগা পরি। কেউ কেউ অপেক্ষা করতেছে। ক্যাচাল না করলে ভাত হজম হয়না।



ভাইয়া তুই যাসনা ওসব রাজনীতির ক্যাচালে
ওসব ভিষন সাংঘাতিক যে পড়বি আবার প্যাচালে
এই তো ভালো হেসে খেলে আবল তাবল কথাতে
পার করে দেই দিনগুলো সব দুঃখ ভোলার খেলাতে।

কেচাল করে পেচালে পড়ে হারিয়ে যাবার ঝোকে
ফের হারাস যদি সত্যি কিন্তু মিস করবো তোকে।
:(

হাই ফ্রিকোয়েন্সী কম্প্যাটিবল এসব নিছক মিছে
এমনি করেই শিখবো আমরা ভয় করিস কিযে।:(

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০০

রফিক এরশাদ বলেছেন: বাদ দেন না, যাক না আপু, করুক না রাজনীতি-
লাগুক যু্দ্ধ দেশে, এবার আমরা যদি জিতি!!
রাজনীতি আছে দেশে, কিন্তু নীতি নাই-
৭১-এ জয়ী হয়েও অামরা জিতি নাই!! :( :(

৩৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: র‌্যাপ সং তো আমিও পারি, এএএএ আআআআআ উউউউউউউউ,
শুনে আমার বউ ছুড়ে দেয়, জুতা সেন্ডেল সু!! :(
হাক ভাবীজীর বাড়ি কোথায় মিশর নাকি সিরিয়া!
উনিও কি আমার বউয়ের মতন আজব চিড়িয়া???? :(



আর হাসাওনা ভাইয়া আবার ঘুম ছুটে যাবে যখন
ঘুমের ভেতর কাব্য চর্চা চলতে থাকবে তখন।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

রফিক এরশাদ বলেছেন: কিসের চর্চা, কিসের কি?
কিসের চর্বি, কিসের ঘি?
কিসের ময়দা, কিসের আটা?
কিসের আদা রসুন বাটা?
যা যা লাগবে নিয়ে আসবো, আসবো কখন বলেন?
আপনি রাধবেন আমরা খাবো, অাপনার বাসায় চলেন!! :) :)

৩৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৮

মিন্টুর নগর সংবাদ বলেছেন: হুম.....................মজা হলো না........... :-B

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

রফিক এরশাদ বলেছেন: দেশের যে অবস্থা, মজা অার হবে না,
শেষ মজা পেয়েছেন, শেষবার কবে না?
মজা হল নিজেদের মানসিক অবস্থায়,
এটা আনা যাবে নাতো মুখ বাধা বস্তায়!! :) :)

৩৯| ১৭ ই মার্চ, ২০১৫ ভোর ৪:১৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: তার ছেঁড়া শায়মামণি, পরী নামেও চিনি :)
খাবার বেলায় এতো পটু আগে শুনিনি। :(
শিশুদের সাথে থেকে, মন হয়েছে শিশুতোষ ;)
খাবার না পেলে খেয়ে ফেলে লেপতোশক। :P

দুষ্টুমিতে জেরির মতো, টম বানাইছে ভাইয়াদের :((
সব ভাইয়াদের জীবন তচনচ, তবু পায় সে আদর। :D
রফিক এরশাদ ছড়ায় কাটছে শায়মামণির চরিত্র :-B
ছড়া শেষে মনে হল, সে অপ্সরার মতোই পবিত্র। :)

শায়মা এবং ছড়াকার রফিক এরশাদ দু'জনের জন্যই রইলো অনেক অনেক অভিনন্দন।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৫

রফিক এরশাদ বলেছেন: বিদ্রোহী বাঙালি বলেছেন: তার ছেঁড়া শায়মামণি, পরী নামেও চিনি :)
খাবার বেলায় এতো পটু আগে শুনিনি। :(
শিশুদের সাথে থেকে, মন হয়েছে শিশুতোষ ;)
খাবার না পেলে খেয়ে ফেলে লেপতোশক। :P

দুষ্টুমিতে জেরির মতো, টম বানাইছে ভাইয়াদের :((
সব ভাইয়াদের জীবন তচনচ, তবু পায় সে আদর। :D
রফিক এরশাদ ছড়ায় কাটছে শায়মামণির চরিত্র :-B
ছড়া শেষে মনে হল, সে অপ্সরার মতোই পবিত্র। :)


যে ভাল, সে-ই ভাবে বাকিরাও এমনই,
বিদ্রোহী বাঙালি'র ভাষাটাও তেমনই!
সবাইকে চোর ভাবে রাজনীতি নেতারা,
কতটা শান্তি দিল জনগনকে তারা?
চোর ভাবে সব চোর, সাধু ভাবে বাকিরা-
জানি না তো ভাবছে কি ব্রিটনি বা সাকিরা!! :) :)

৪০| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭

অপ্‌সরা বলেছেন: আচ্ছা আপু আপনার বাসায় লাগবে কাজের লোক?
প্রয়োজনে বাজার করবে, আনবে কেক অার কোক!
কাঁচা বাজার, পাকা বাজার, ঈদে কিংবা পূজো,
কানেঁর দুলটা পড়ে গেছে জানালা দিয়ে, খুজো!
ঘর মুছো,ঘর ঝাট দাও, কাপড় গুলো ধুয়া,
আমাকে নেন, আজই বিদায় করেন বাড়ির বুয়া!
আপনার বাড়ি পাহারা দেব, অাসবে না চিল শকুন-
অবসরে বসে মারবো আপনার মাথার উকুন ;) :) :)



কি সর্বনাশ এবার তুমি বেড়াল থেকে আবার
কাজের লোক হতে চাচ্ছো আছে খবর আমার!!
করতে বাজার যাবে মাজার,কোক আনতে কাক
কাঁচা পাকায় মিলিয়ে আনবে কলার ঝাঁড় এক ঝাঁক।
কানের দুল আনতে গিয়ে নিজের কানটা কেটে
ফিরবে হয়তো বাড়ি তুমি বুদ্ধিতে যা বেঁটে।
ঘর মুছবে ওরেব্বাবা! ঝাঁট ও দেবে দেখি!
পানি ভরা ঘরে পড়ে কোমর ভাঙ্গবো নাকি?
চিল শকুন আর তাড়াবে কি বরং করবে ওদের আদর
মাথার উঁকুন মারবে আমার জানতাম না তুমি বাঁদর!:)







১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১

রফিক এরশাদ বলেছেন: বাঁদর বলেন ভোঁদর বলেন টম বলেন আর জেরি,
অামি কিন্তু রাঁধতে জানি চিকেন পেরিপেরি।
চাইনিজ আর বাংলা খাবার, জাপানি আর রাশান,
আমি চাই এসব খেয়ে আনন্দে বুক ভাসান!!
এই জমানায় কাজের লোকরা হবে না বিশ্বাসী-
অামার খাবার থাকে ভাল, হয় না অাপু বাসি।
চুরি দারি করি কিন্তু পরিমানে কম,
উপরে নারিকেলের খোসা ভিতরটা নরম!!
বেতন ভাতা লাগবেনা ভাই, মাঙনা করুম কাম,
সত্যি কথা ভাল মাইনসের নাই আজকাল দাম!!! :( :( :(

৪১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩

অপ্‌সরা বলেছেন: .সেই কাল এসে গেছে কনগ্রাচুলেশান,
খারাপ লাগছে ভেবে আপুর সিচুয়েশান!
ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফেলেছেন ফুলিয়ে-
নাস্তায় চা খান চেয়ারে পা দুলিয়ে।
সুজি আর ডিম পোচ, খেয়ে নেন পরাটা,
যুদ্ধে নামলে অাজ খেয়েছেন ধরাটা!!
ছড়িতার যুদ্ধে আপনার চেলারা-
ডাকুন তাদের কেও কই গেছে তেনারা?? :)



চেলা পেলা লাগে নাকি আমি একা একশো
আজ তোরে ধরে আমি ভরবোই বাক্স!
আমি বুঝি ঘুম পাড়ি আমি বুঝি মুটকি!
ডিমপোচ খাবো নাতো খাবো মাছ শুটকি?
ছি ছি সেটা তুমি খাও টম ক্যাট ছোঁচাটা
বাড়ি খেয়ে নাক খানা হয়েছিলো বোঁচাটা
যুদ্ধে নামবো কিরে অলওয়েজ আছি তো
যুদ্ধাংদেহী আমি সেটা তুমি জানোনা কো!!!!!!!!



কো !!!!!!!! কো !!!!!!!!!!!! রাগে কথা বন্ধ হয়ে গেছে আমি তোতলাচ্ছি!!!!!!!!!!! X(( X(( X(( X((












:P

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬

রফিক এরশাদ বলেছেন: চেলা পেলা লাগে নাকি আমি একা একশো
আজ তোরে ধরে আমি ভরবোই বাক্স!
আমি বুঝি ঘুম পাড়ি আমি বুঝি মুটকি!
ডিমপোচ খাবো নাতো খাবো মাছ শুটকি?
ছি ছি সেটা তুমি খাও টম ক্যাট ছোঁচাটা
বাড়ি খেয়ে নাক খানা হয়েছিলো বোঁচাটা
যুদ্ধে নামবো কিরে অলওয়েজ আছি তো
যুদ্ধাংদেহী আমি সেটা তুমি জানোনা কো!!!!!!!!



কো !!!!!!!! কো !!!!!!!!!!!! রাগে কথা বন্ধ হয়ে গেছে আমি তোতলাচ্ছি!!!!!!!!!!!


ডোন্ট গেট এক্সাইটেড, বেশী রাগে ক্ষতি হয়,
রাগারাগি..তোতলামি করে লোক কতিপয়!!
খুব বেশী রাগ হলে, বলেন, 'এই খাস কি'?
খাবার দাবার তোকে করবো বিকাশ কি?'
কত বেশী ভাল হয় আপনার রান্না?
প্রমানটা দিতে চান? যদি চান যান না!!
ইপ্সিমনি্ও আছে, ভাই আব্দুলহাক,
কম্পিটিশান দেন, কে কত পারে খাক!!
রান্নাটা ভাল হলে আছে সারপ্রাইজ গিফট,
আর যদি পঁচা হয়, চলবে আরেক শিফট।
খা্ওয়া শেষ না করে কেউ আর যাবে না,
গিফটের ভয়ে সেটা ভাল আর হবে না!! :) :) :) :)

৪২| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: ইঁদুর বিড়াল যাহাই বলেন আই ডোন্ট এনি মাইন্ড,
চুরি করে খাবার খাব, আপনি হবেন ব্লাইন্ড!
ভাব ধরবেন, দেখছেনই না, কিছু নিজের চোখে-
আমি তখন খাবার দাবার দেখবো চেখে চেখে!
আচ্ছা আপু ভাল খাবার কোথায় থাকে বাড়িতে?
খাবারগুলো কোথায় লুকান? সোকেস না আলমারিতে?



সোকেসও না আলমারী না সিন্দুকেতেও খুঁজে
তোমার মতন কানা বিলাই পাবেনা চোখ বুজে
খাবারগুলো চোখের ওপর উড়ে বেড়ায় সদা
কিন্তু তুমি ধরলে গেলেই হবেই হবে গাঁধা
দেখবে তুমি উড়ছে খাবার আমার সারা বাড়িতে
ধরতে গেলেই ফুড়ুৎ করে পালিয়ে যাবে হাড়িতে। :)


হাড়িটা যাদুর হাড়ি । :) :) :)

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১০

রফিক এরশাদ বলেছেন: সোকেসও না আলমারী না সিন্দুকেতেও খুঁজে
তোমার মতন কানা বিলাই পাবেনা চোখ বুজে
খাবারগুলো চোখের ওপর উড়ে বেড়ায় সদা
কিন্তু তুমি ধরলে গেলেই হবেই হবে গাঁধা
দেখবে তুমি উড়ছে খাবার আমার সারা বাড়িতে
ধরতে গেলেই ফুড়ুৎ করে পালিয়ে যাবে হাড়িতে। :)


হাড়িটা যাদুর হাড়ি । :) :) :)


এটা ২০১৫, ঠাকুরমার যুগ না-
আপনার খাবার আলিফ লায়লা, গোপাল ভাঁড়ের ভোগ না!
যাদুর হাড়ি, যাদুর গামলা, যাদুর ঢাক বা ঢোল-
তরকারীটা নাই বা দিলেন দেন না একটু ঝোল!!
মিস্টি না দেন, হাড়ির রসটা দেন না দু' চামচই,
যাদুর খাবার নিয়া কেন যে করেন খামচা খামচি!! :( :(

৪৩| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২০

শায়মা বলেছেন: 'অদ্বিতীয়া অামি' আপনি পাচ্ছেন তো মজা,
শায়মা আপু খেয়ে যাচ্ছে- মুরালি আর গজা।
নিজে নিজেই রান্না করে নিজে নিজেই খায়-
আমি চাইলে খোটা শোনায়! সবই আমার দায়!!
আমি নাকি টম এন্ড জেরি, আমি ছুচো বিলাই-
অতি শোকে পাথর আমি-মুখ করেছি শিলাই!!! :( :(



আহহারে কি লক্ষী ছেলে খান না যেন কিছু
খাবার গন্ধ পেলেই ওমনি নেন উনি তার পিছু
যেখানে রাখো খাবার হাড়ি বাটি কিংবা কড়াই
মুখটা সেখানে দিতেই হবে ছিড়ে ছুড়ে সেলাই।:)

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন:
আহহারে কি লক্ষী ছেলে খান না যেন কিছু
খাবার গন্ধ পেলেই ওমনি নেন উনি তার পিছু
যেখানে রাখো খাবার হাড়ি বাটি কিংবা কড়াই
মুখটা সেখানে দিতেই হবে ছিড়ে ছুড়ে সেলাই। :)


প্রথম লাইনটা ঠিক আছে বাট বাকি তিনটা নট,
এত লোকের সামনে আমি হলাম বোল্ড ও কট!
পেটে খেলে পিঠে সয়, বলে যারা সিনিয়ার-
না খাইয়ে পিঠে মারা, কি নিয়ম দুনিয়ার :(
ডাল ভাত দিয়ে কথা তারপর শোনাবেন-
সম্ভব হলে কিছু টাকা দিয়ে গোনাবেন !! :) :) :)

৪৪| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ওমা, একি, হচ্ছেটা কী
ছড়ায় ছড়ায় যুদ্ধ নাকি?
আমার কিন্তু কলজে ছোটো
ভয়-তরাসে তফাত থাকি
লড়াই করে তোমরা দুজন
মরো


আর যদি কও, তর সবে না
আমায় ছাড়া খেল হবে না
তাইলে মুখে আঙ্গুল চুষে
একটু সবুর করো

আমি এখন বউয়ের সাথে
ভাত খেতেছি এক-থালাতে
খেয়েদেয়ে একটু ঘুমাই
তারপরে চা-পান-বিড়ি খাই
সন্ধ্যেবেলায় গোসল সেরে
বীরের বেগে আসবো তেড়ে
যোদ্ধা আমি দিব্যি যেমনতরো :) :)



১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

রফিক এরশাদ বলেছেন: মরি বাঁচি কাপড় কাঁচি,
শায়মা আপু মারছে হাঁচি,
হবে যা হবার মরি বা বাঁচি,
আসেন না ভাই দিব্যি বীরের বলে-

অাসেন দেখেন কার কি কথা,
দা্ওয়াত নিবে কার ক্ষমতা,
সবি অামার অক্ষমতা,
আগে বলেন আপনি কাহার দলে?

একটু একটু রাগছে আপু,
কখন বলে আয় রে বাপু,
দা্ওয়াত দিলাম, চাচ্ছি মাপ্ও,
আমার সাধের খাবার গেল জলে!! :( :( :(

৪৫| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: এই ত আমার লক্ষীভায়া, ঝগড়াঝাটির নেই তো ছায়া
ভাবীর কথায় ওঠেন বসেন এক থালাতে খান
একটু ভাবী রাগলে পরেই এগিয়ে দেন কান
বলেন ভায়া যত খুশি টানো কিংবা ছেড়ো
তুমি আমার জীবন মরণ কইলজাটা নাও ধরো।@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



রফিকভাইয়া সারাটাক্ষন করেন ভাবীর সাথে লড়াই
সেটা নিয়ে লেখেন ছড়া করে নানান বড়াই
এখন আবার আমার নামে লিখেছেন বদনাম
ছড়া লেখা ছাড়া এইটার নেই বুঝি কোনো কাম!@ রফিকভাইয়া

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৮

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন:
রফিকভাইয়া সারাটাক্ষন করেন ভাবীর সাথে লড়াই
সেটা নিয়ে লেখেন ছড়া করে নানান বড়াই
এখন আবার আমার নামে লিখেছেন বদনাম
ছড়া লেখা ছাড়া এইটার নেই বুঝি কোনো কাম!@ রফিকভাইয়া

আপনার বদনাম আমাদেরও লাগে,
আপনার চা্ওয়া পাওয়া আমাদের আগে!
আপনি মহিলা গুরু, মুনি , রৃষি, সাধু,
আপনার রান্না খাব দেন যত যাদু!!
আপনি লিডার আমরা চেলা, তাইতো সুযোগ নিচ্ছি,
আঁরে কিল্লাই এড়ায়া যান, আঁই আফনের কিচ্চি??? :( :( :(

৪৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

শতদ্রু একটি নদী... বলেছেন:

অ্যাঁই মহিলা? সমস্যা কি?
দোষটা কোথায় রফিক ভাইয়ের?
পীড়িত সে, টের পাচ্ছেন নিপীড়ন কি,
হাল একই সব দামাল ছেলের।

সব দোষ এই সাইমা হকে,
এত্ত এত্ত গিরিঙ্গি সে।
মশার মত চুপটি করে,
কানের কাছে ঘুরে ঘুরে,
পাতলা পাখায় উড়ে উড়ে
কুট বুদ্ধি বিলাচ্ছে রে।

পার পাবেনা, আর বেশিদিন,
দিন বদলে আসবে সুদিন।
জবাব দেবো, অবাক করে,
ছলার সাথে কলা ভরে;
সাইমা হক নিপাত যাক।
ঘরগুলো হক রমনা পার্ক।

উত্তান এই মার্চ মাসের শ্লোগান হোক এটাই। সকল নিপীড়িত ভাল ভাল টম টাইপ ছেলের জয় হবেই হবে।

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

রফিক এরশাদ বলেছেন: ...শতদ্রু একটি নদী, হইছি আপনের ফিদা,
সত্যি কথা বলেন তো ভাই ভাত খাইছেন কিদা?
আমলীগ বিম্পির নিষ্পেষনে আমরা যখন ভুষি,
আপনের মত লিডার পাইয়া আমরা ভীষন খুশি।
ভরিয়ে দেব শায়মা আপুর এলাকা স্লোগানে স্লোগানে-
আমাদের দাবী মানতে হবে এইটা আপু্ও জানে!!
বীরের দু:খ বীরই বুঝলো..আপুতো বুঝলো না তা,
গতকল্য রাত্র থেইকা দিচ্ছে আমারে যাতা!!
আমিও হাল ছাড়বো না, বিকজ আমি যে তার ভ্রাতা!! :) :) :)

৪৭| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: শতদ্রু তোর খবর আছে
হইসো তুমি চামচা
বেশি বাড় বাড়ছে তোমার
এবার খাবে খামচা।

আমার দল হতে তুমি
দিসো এখন ছুট
হইসো রফিক ভাই এর চেলা
মাথা ভরা কুট।

কুটই ভরো বুটই ভরো
ছলা কলা বেগুনী
আমার রাজারকুমার আছে
ইপ্সিমনি ভগিনী।


খলিলভাইয়া আসছে খেয়ে
ভাবীর হাতে ভাত
আসুক সবাই তখন দুজন
হবেই কুপোকাৎ।:)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন: শতদ্রু তোর খবর আছে
হইসো তুমি চামচা
বেশি বাড় বাড়ছে তোমার
এবার খাবে খামচা।

আমার দল হতে তুমি
দিসো এখন ছুট
হইসো রফিক ভাই এর চেলা
মাথা ভরা কুট।

কুটই ভরো বুটই ভরো
ছলা কলা বেগুনী
আমার রাজারকুমার আছে
ইপ্সিমনি ভগিনী।


খলিলভাইয়া আসছে খেয়ে
ভাবীর হাতে ভাত
আসুক সবাই তখন দুজন
হবেই কুপোকাৎ।:)


এক্সকিউজ মি আপুমনি,
আমরা গরীব আপনে ধনী,
তা বলে যা আসবে মুখে-
বলবেন না শতদ্রুকে!!

ইপ্সিমনি, খলিল ভায়া,
আসবে যখন ওদের ছায়া-
আপনার ইচ্ছা যাবে জলে
ওরা আসবে অামার দলে!!

দল করে আজ হটিয়ে দেব
সুদ ও অাসল মিটিয়ে দেব
লক্ষী সোনা আপুমনি-
শুক্র গেছে অাসছে শনি!

তবে আমরা সবাই মিলে
চুপ করবো দা্ওয়াত দিলে :) :) :)

৪৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভন্ড শায়মা...ভন্ড কবি....কথা দিয়ে রাখেনা কাভি... X( X( X((

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১০

রফিক এরশাদ বলেছেন: ভন্ড না ঠিক, দুষ্টু আপা,
মারে কেবল হালকা চাপা!
আমরা যদি এক হয়ে যাই
আপুর দলে ভিড়বো সবাই!
চামে চামে দা্ওয়াত নিয়ে,
বিলটা রেখে দেই ভাগিয়ে?
ইয়াশফিশামসইকবাল আপনি থাকেন,
বসে কেবল মজা দেখেন!! :) :)

৪৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
সাইমা নামের স্বৈরাচারে,
ভয় পেয়েছে কেইবা কবে?
কিবোর্ডে আগুন ভরে,
বান বানিয়ে মারবো ছুড়ে।

যেই বা আসুক, জ্বলবে বানে,
ঝাড়ি খাটবেনা আর এখানে;
যাতনার এবার দেখাবো জাত,
আমরা খাবো শান্তির ভাত।

রাঘব সে যেমনই হোক,
এবার সে করবেই শোক।
এই মহিলা অক্কা পাক,
ব্লগ দুনিয়া রক্ষা পাক।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রফিক এরশাদ বলেছেন: আই থিংক উই নিড সলিউশন, বাট
একটা জায়গায় বসে সংকট করবো মিটমাট!
শায়মা আপুর বাসায় বসে, হালকা হালকা খানাপিনা
দেখা যাক আপু প্রস্তাবে রাজি থাকেন কিনা!
আপু মনি, ভেবে দেখেন সংকটা খুবই,
আপনার ডিশিসান বাঁচাতে পারে আপনার ভরাডুবি :) :)

৫০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: সে নাকি ছড়াকার (শায়মা) B:-) B:-) , কথা দিয়ে কথা রাখার গুন ছিলো কবে তার!!!

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

রফিক এরশাদ বলেছেন: পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড,
একই কথা বলতে বলতে ছিড়ছে ভোকাল কর্ড!
ও আল্লাগো শায়মা আপুর দিলে রহম দাও,
আপু ডেকে বলুক, ভায়া কে কি খাইতে চা্ও?
এইবার আপুমনি রাখবেন কথা,
অাপু এক্সামপল দেন, যেমন বা যথা??? :) :) :)

৫১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

শায়মা বলেছেন: এসে গেছে আরেকটা ইশিফিসি ইকবাল
পাজী হাড় হদ্দ তুলে নেবো তার ছাল
আমাকে বলে কিনা আমি নাকি ভন্ড! X(
ডালে বিষ দিয়ে দেবো জীবন হবে অন্ধ!


কথা আমি দেই নাকি সেটা খুব রাখবো?
নানাস্বাদে ডাল রেঁধে একা একা চাখবো!:):) :)



হি হি

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন: এসে গেছে আরেকটা ইশিফিসি ইকবাল
পাজী হাড় হদ্দ তুলে নেবো তার ছাল
আমাকে বলে কিনা আমি নাকি ভন্ড! X(
ডালে বিষ দিয়ে দেবো জীবন হবে অন্ধ!


কথা আমি দেই নাকি সেটা খুব রাখবো?
নানাস্বাদে ডাল রেঁধে একা একা চাখবো!:):) :)



নো নো আপুমনি ইকবাল ভাইকে,
এইসব বলবার আছে তার নাইকে!
নায়ক সে ব্লগউডে, লগ্ন যে ক্রান্তি,
আমলে নিচ্ছি না তো তার ভুল ভ্রান্তি।
এখনো সময় আছে দোষ যান স্বীকারে
জনগন প্রতিবাদী আপনার বিকারে!! :) :) :)

৫২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন:

ইকবাল ভাই দামাল ছেলে,
কামাল শ্লোগান ফেললো ঝেড়ে।
কে আর আছিস আসনা তেড়ে,
জয় আমাদের হবেই রে রে।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

রফিক এরশাদ বলেছেন: এক দফা এক দাবী,
শায়মা কারো অাপু/ভাবী,
হতে পারেন কারও মাতা,
তেনার জামাই এক জামাতা!
হতে পারেন দাদী/নানী,
তার কথা কি আমরা মানি?
আ্ওয়াজ তোলো সরব উঠা্ও
যতই ডালে বাগার ঘুটা্ও
জনগন আজ জাইগা গেছে
আপনের চেলা ভাইগা গেছে।
দেখতে দেখতে আপনার অপনেন্ট হইছে দলে ভারী
রান্না করে দা্ওয়াত এখন দেন না তারাতারি :) :) :).
.
.
.
নইলে আমি কারো ধার ধারবো না
আপনাকে আর বাচাতে পারবো না :( :( :(

৫৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: সে নাকি পর্দানশিন, দাবি করে নিজেরে....শুনে আমি হেসেই খুন..ওরে কেও ধর আমারে, দুনিয়াতে এমন মজার কথা কে কবে শুনেচে!! :-B :-B

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রফিক এরশাদ বলেছেন: যার যার পর্দা তার তার কাছে,
এটা নিয়ে কারও কিছু বলার কি আছে?
এইসব কথা হল সেপারেট পর্বের-
আপু ধার্মিক হলে এটা হল গর্বের :)
কার মনে কি আছে জানেন মালিক সাঁই-
আমরা বিলিভ করি কারন তারটা খাই!
.
.
.
আপুর বাসায় গেলে থাকবেন আড়ালে,
ছ্ওয়াব হইবে ঘরে মেহমান দাঁড়ালে :) :) :)

৫৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:
সাইমা নামের স্বৈরাচারে,
ভয় পেয়েছে কেইবা কবে?
কিবোর্ডে আগুন ভরে,
বান বানিয়ে মারবো ছুড়ে।

যেই বা আসুক, জ্বলবে বানে,
ঝাড়ি খাটবেনা আর এখানে;
যাতনার এবার দেখাবো জাত,
আমরা খাবো শান্তির ভাত।

রাঘব সে যেমনই হোক,
এবার সে করবেই শোক।
এই মহিলা অক্কা পাক,
ব্লগ দুনিয়া রক্ষা পাক।






কি বললি!!!!!!!!!!!!!!

তুই কানা, তুই হবি গাধাদের নানা
তোর নাতীরা হবে গরু
লম্বামুখো চক্ষু সরু!



মারবি আগুন ছুড়বি বান!
তার আগেই যাবে তোদের জান! ( হে হে আই নো বশীকরণ বিদ্যা)
ভুত হয়ে উড়বি ভবে
দেহ হারা আত্মা সবে!

হাহ হা হা হা লাগতে আসা
সাহস দেখি বড়ই খাসা
রাঘব বোয়াল আস্ত সুদ্ধ
তুই একটা পাজীর হদ্দ।


তোর দোয়াতে মরবোনা
কোথাও আমি যাবোনা
ওরে আমার নদী ওরে
শকুনের দোয়ায় কি গরু মরে!!:) :) :)



বাচ্চু! :P

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রফিক এরশাদ বলেছেন: #%#৳@^৳#^@৳@^#%৳(৳*৳ঁ৳^#%#*@(*@ঁ@^#%
*৳ঁ@^@ঁ৳*(#)#@(@*#@ঁ#^^#ঁ#*(৳)##(@ঁ@^@^...

লেখাগুলো আসলে তো হিং টিং মন্ত্র
যখন চলছে আপুনির ষড়যন্ত্র :(
বিশ্বাস করবে না কোত্থেকে পেয়েছি,
জানি, এটা মানবে না? উদ্ধৃতি দিয়েছি!! :) :)
এটা পড়ে ফু দিলে আপু তো নিপাত যাবে..
এটা পড়ে লাভ নাই বাকি বাকি টা কোথায় পাবে?
আরো অাছে দুটো লাইন, এইখানে নেই তা,
বাসায় দা্ওয়াত দিলে দিতে পারি সেই টা!!! :) :) :)

৫৫| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: নানাস্বাদে ডাল রেঁধে একা একা চাখবে? চাখো চাখো খুব করে, দেখা হবে তোমার সাথে উদরাময় হাসপাতালে B-)) B-))

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

রফিক এরশাদ বলেছেন: ইকবাল ভাইজান ডাল দিয়া কাম কি,
ডাল খাই করমু আমাদের বদনাম কি!!
আমরা খাই না ডাইল আমরা তো সাধু-
জন্মের পর মা'য়ে মুখে দিছে মধু!! :)
আমাদের মুখে যেনতেন কিছু রুচে?
বসে বসে তা দেই দাড়ি রেখে মুঁচে!!! :) :)

৫৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: ইয়াশফিশামসইকবাল বলেছেন: সে নাকি ছড়াকার (শায়মা) B:-) B:-) , কথা দিয়ে কথা রাখার গুন ছিলো কবে তার!!!
ইয়াশফিশামসইকবাল বলেছেন: সে নাকি পর্দানশিন, দাবি করে নিজেরে....শুনে আমি হেসেই খুন..ওরে কেও ধর আমারে, দুনিয়াতে এমন মজার কথা কে কবে শুনেচে!! :-B :-B



কথা দিয়ে কথা আমি রাখবো কি রাখবো
ভুতেদের সাথে আমি থাকবো কি ভাগবো?
নেকাবে ঢাকিয়া মুখ নাচবো কি নাচবো?
নাচিতে নামিয়া মুখ ঘোমটায় ঢাকবো????



জানোনা আমি পাঁচ বছর বয়স থেকে ক্লাসিক্যাল নৃত্য শিখেছি!!!:) :) :) হি হি



১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রফিক এরশাদ বলেছেন: তা ধিন ধিন তা,
আপুরে যদি চিনতা!
ঘুংঘুর কিনতা
অাপুটার লাইগা-
আমাদের দল ভারী
আপু দেখি তারাতারি
নিয়ে নিতে চায় আড়ি-
যেতে চায় ভাইগা!! :) :) :)

৫৭| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
যতই বলুক, শুনছেটা কে?
এই মহিলা ভন্ডপীর।
আশ উঠেছে, ফাস খুলবোই,
হবেই হবে নতশির।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

রফিক এরশাদ বলেছেন: শির যার দায় তার, উঠাবে না নোয়াবে,
সযতনে রাখা মান নিজ হাতে খোয়াবে :)
মান সম্মান তিনিই তো দেন, যিনি আছেন উপরে-
শায়মা আপু দা্ওয়াত খেতে অাসবো কালকে দুপুরে??? :) :)

৫৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:

ইকবাল ভাই দামাল ছেলে,
কামাল শ্লোগান ফেললো ঝেড়ে।
কে আর আছিস আসনা তেড়ে,
জয় আমাদের হবেই রে রে।




কে আসবে কার ঘাড়ে আছে কয়টা করে মাথা?
আসুক সে কোন বীর সাহসী পড়ুক চিপায় যাতা।
জয় কখনও কেউ পেয়েছে আমার সাথে লেগে
দেখছোনা সব শোনার আগেই কেমনি গেলো ভেগে।:) :) :)



আমাল শতদ্রু ভাইয়া থাক থাক কান্না কলেনা।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রফিক এরশাদ বলেছেন: শতদ্রু ভাই আপুর কথা লাগাবেন চামড়ায় না,
আপনি জানেন বারকিং ডগ কখনো কিন্তু কামড়ায় না!
আপুটা হল ঝুনা নারকেল ভিতরে একদম মাখন
দেখেন না ভয়ে বুক কাঁপে তার ফাপর মারে যখন!! :) :)

৫৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: ইয়াশফিশামসইকবাল বলেছেন: নানাস্বাদে ডাল রেঁধে একা একা চাখবে? চাখো চাখো খুব করে, দেখা হবে তোমার সাথে উদরাময় হাসপাতালে B-)) B-))


ইয়াক থু থু উদারাময়
হোকনা তোমার শত্তুরের
শুনেছিলাম চাকুরি তুমি
পেয়েছিলে ঝাড়ুদারের।


তা বেশ বেশ কয় টাকা পাও
ডাল দিয়ে ভাত জোটে তাতে
মরিচ ডলে খেতে ভালো
শুকনো কিনবা পান্তাতে।:)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

রফিক এরশাদ বলেছেন: সেদিন গেলাম মহাখালী কলেরা হাসপাতাল
সেখানে নাকি পা্ওয়া যাচ্ছে পাকা পাকা সব তাল।
তাল কিনে ঘুড়ে দেখি আপুমনি শায়লা,
আপু সিচুয়েশনে বুক পুড়ে কয়লা।
হাটতে পারছেনা সে ডাইরিয়া হ্ওয়াতে
সেটা নাকি হয়েছিল বাসি ডাল খা্ওয়াতে :) :)
আপু সাবধান হ্ও বের কর মানি-
তোমার জন্য কিছু ফুড কিনে অানি!! :) :)

৬০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:
যতই বলুক, শুনছেটা কে?
এই মহিলা ভন্ডপীর।
আশ উঠেছে, ফাস খুলবোই,
হবেই হবে নতশির।




আশ উঠেছে মরার
তাই যত্ন করে আসছে ধেয়ে
তোমার গলার দড়ি পরার।

ফাস লাগিয়ে টাঙ্গিয়ে দেবো
রান্না ঘরের ছাতে
ভুতুনপেঁচার খাদ্য হবে
অমাবশ্যার রাতে।:)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

রফিক এরশাদ বলেছেন: ..অাপু আমি রগচটা, টাইম নাই এসব পড়ার,
মনে হইতেছে টাইম হয়েছে একটা কিছু করার!
শতদ্রু ভাই মাফ করবেন, আর থাকতে পারছিনা,
প্লিজ আমারে ছাড়েন, তারে জানে তো মারছিনা!
সহ্যের সীমা ওভার হয়েছে, বলটা মাঠের আউট,
আপনেরে নিয়া বাজে বকে, মানুষ কত্ত টাউট!!
আজকে আমি দেখমু উনি কোন বংশ বা জাতের,
গুল্লি মারি আফামনির, গুল্লি তার দা্ওয়াতের!!! :( :( ;(

৬১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভালৈ হতো পেতাম যদি ঝাড়ুদারের চাকুরিটা, ঐ ঝাড়ুটাই ভাংতাম আমি পিঠে তোমার কয়েকটা...

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০১

রফিক এরশাদ বলেছেন: ঝাড়ু নিয়ে ফুলঝুড়ি, রেখে দেন ভাইজান,
এটা মর্ডান যুগ আছে পিস্তল-গান!
ঝাড়ু নিয়া মারামারি করে মেয়েলোকে-
দুইগ্লাস পানি দেয় একগ্লাস কোকে!!

৬২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

শতদ্রু একটি নদী... বলেছেন:

আসবেনা আর বললোটা কে, খাচ্ছে একটু বিড়ি,
আমিও যাব একটু পরে, কিনতে একটা দড়ি।
দড়ি দিয়ে ফাস বানিয়ে ছুড়বো তোমার গলায়,
টেনে টেনে দেশ ঘুরাবো, দেখি ঠোট কে নড়ায়।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৬

রফিক এরশাদ বলেছেন: এপ্রিশিয়েট করি শতদ্রু ভাইকে!
এইবার বুঝিয়াছি সত্যি এ ভাই কে!
দড়ি আমি এনে দেই কয়টা লাগবে আজ?
যদি পড়াতে পারেন হইবো কাজের কাজ!!
তখন যা বলবো শুনতে সে বাধ্য-
ফাঁদ থেকে বের হবে আছে তার সাধ্য???? :) :)

৬৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন:




ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভালৈ হতো পেতাম যদি ঝাড়ুদারের চাকুরিটা, ঐ ঝাড়ুটাই ভাংতাম আমি পিঠে তোমার কয়েকটা...



হা হা হা ( না হেসে পারলাম না :P তবে আহেম আহেম X(( )



কি বললি! ভাঙ্গবি ঝাড়ু আমার পিঠে নাকি!!!!!!!!! X(
সাহস তো তোর চামচিকাটা ভালোই আছে দেখি!!!!!!!!( B:-) আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেছি)
ঝাড়ুগুলি রোজ সকালে পাটের সুতোয় বাঁধিয়ে
ঠ্যাংগুলো সব ভেঙ্গে দিতাম আচ্ছা করে ....... আচ্ছা করে কি!!!!!! (হায় হায় রাগে ছন্দ ভুলে গেছি! X(( )



X(


বুঝেছি রে বুঝেছি নো ওয়ে এনিমোর
দুইটারে বাঁধতেই হবে হবে করে জারজোর।


http://www.somewhereinblog.net/blog/saimahq/29664062


হি হি এই পোস্টে যাও সোনামনিরা । আর তারপর ......:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১১

রফিক এরশাদ বলেছেন: হায় হায় লেগে গেছে যদ্ধ বাপরে বাপ..
কেঁচোটা খুড়তে গিয়ে বেড়িয়ে অাসলো সাপ।
আপু কি বলবে, গেছে তালগোল পাকিয়ে,
লাভ নাই আপুমনি এনিমোর খেঁকিয়ে।
হারটা স্বীকার করে দা্ওয়াতটা দিয়ে দেন..
খা্ওয়াইয়া দিলেই শেষ বুঝতে চান না ক্যান??? :( :(

৬৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: শুনেছি কোনো এক ইসকুলে নাকি করো আয়ার চাকুরি, তাতেই এতো বাহাদুরি শোনাও ছড়ার ফুল ঝুড়ি! রোসো তবে আসছি তেড়ে হাটে হাড়ি ভান্গতে, কেদেও তখোন কুল পাবেনা যতৈ ধরো হাতে পায়ে..

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬

রফিক এরশাদ বলেছেন: চাকরি করুক যা খুশি তা ব্যক্তিগত বিষয়-
আমরা একটু পেট পুড়ে খাই, এইটা আপুর কি সয়?
হাড়ি টাড়ি ভাঙ্গা ভুঙ্গা এইটাতো কাজ না,
১০০টাকা কেজি এ বাজারে সাজনা!!
সাজনার ডাল খাবে যদি আপু রেধে দেন,
খা্ওয়াইয়া দিলেই শেষ বুঝতে চান না ক্যান??? :( :(

৬৫| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:

আসবেনা আর বললোটা কে, খাচ্ছে একটু বিড়ি,
আমিও যাব একটু পরে, কিনতে একটা দড়ি।
দড়ি দিয়ে ফাস বানিয়ে ছুড়বো তোমার গলায়,
টেনে টেনে দেশ ঘুরাবো, দেখি ঠোট কে নড়ায়।





তুই কিনবি দড়ি!!!!!!!!!


ওহো ওহো কি কথা সব হেসেই আমি মরি।
দড়ির উপর দড়া আছে, আছে কি তা জানা
না জানলে আস্ক করে আসো জানে তোমার নানা।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন:
তুই কিনবি দড়ি!!!!!!!!!


ওহো ওহো কি কথা সব হেসেই আমি মরি।
দড়ির উপর দড়া আছে, আছে কি তা জানা
না জানলে আস্ক করে আসো জানে তোমার নানা।:)


আপু কি বলবে, গেছে তালগোল পাকিয়ে,
লাভ নাই আপুমনি এনিমোর খেঁকিয়ে।
হারটা স্বীকার করে দা্ওয়াতটা দিয়ে দেন..
খা্ওয়াইয়া দিলেই শেষ বুঝতে চান না ক্যান??? :( :(

৬৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: য়াশফিশামসইকবাল বলেছেন: শুনেছি কোনো এক ইসকুলে নাকি করো আয়ার চাকুরি, তাতেই এতো বাহাদুরি শোনাও ছড়ার ফুল ঝুড়ি! রোসো তবে আসছি তেড়ে হাটে হাড়ি ভান্গতে, কেদেও তখোন কুল পাবেনা যতৈ ধরো হাতে পায়ে..



বাহ বাহ বাহ ভালোই তো হইসে ঝাড়ুদারের উন্নতি
দু মিনিটেই কাব্য লেখে গুড বংশ জাঁত অতি :)
আচ্ছা বলো রবিঠাকুর ছিলেন তোমার আত্নীয়?
নাকি তাদের ঝাড়ু দিতে পুর্ব জনম সন্মন্ধ!:)


এখন বলি কানে কানে একটা কথা গোপন
জানলে তুমি কেমনে করে আমার পেশা এমন?:(
এবার বলি সত্যি কথা ছড়া শিখি ইস্কুলে
টিচারেরা পড়ায় যখন বাচ্চাদেরকে বেত তুলে।:)



১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

রফিক এরশাদ বলেছেন: ডোন্ট মাইন্ড, ধরে নেই আপনেই সরকার,
আমাদের দাবী মানা আপনার দরকার।
আমরাই জনগন, দিতে পারি কিলটা,
সংসদে উঠাবেন আমাদের বিলটা।
আপনার বাসাটাই আমাদের সংসদ,
বলবেন, খেতে চায়, কিছু তরতাজা বদ!!!! :) :)

৬৭| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
নেচে উনি ক্লাস মেরেছেন, ক্লাসিকাল সব নাচের।
চামচিকারা হাসছে এখন, নটরাজের রাগ উঠেছে,
রাগ উঠে সেও নাচ ভুলেছে, চোখ তুলেছে ওই কপালে,
লাত্থিয়ে সে ডোর ভাঙ্গছে, ভাঙ্গছে গ্লাস কাঁচের,

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

রফিক এরশাদ বলেছেন: সত্যি কথাটা হল আমি তবে বলে ফেলি,
যেই ক্লাসে করতেন আপামনি জলকেলি।
ক্লাসিক্যাল ছিল না তা, প্রাপ্ত সে সুত্রে,
এটাই সত্যি কথা মিথ্যাটা উতরে!
যেই নাচ নেচে রোগ ভাল হয় পাইলসের,
আপুর নৃত্যে শাস্তি হত কিছু টাইলসের!! :) :) :) :) :)

৬৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=0JGvV7CMGeM


এই যে তোমার নটরাজরে ধরে বেঁধে আনছি
চারকোনার এই চতূর্ভুজে তারে আমি বাঁধছি।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

রফিক এরশাদ বলেছেন: এটা কি নৃত্য নাকি যোগ ও ব্যায়ামটা,
নীতকার (নৃত্যকার) নিচু হয়ে তুলছেন আমটা।
ক্লাসিক্যাল বলে কাকে বুঝিনাতো কিছু তার
শায়মা আপু শুধু করতাছে পিছু তার!! :) :)

৬৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: B-)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

রফিক এরশাদ বলেছেন: :)

৭০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

ইয়াশফিশামসইকবাল বলেছেন: জানোনা বুঝি রবিঠাকুরের সাথে আমার সন্মন্ধ! আমার দাদার সাথে ছিলো যে তার ওতি গাড়ো বনধুততো। ঝাড়ু দিতো যে লোকে, ভুলে গেছো নাকি! সে যে তোমার নানা ছিলো, বদ ছিলো ওতি। ....আজ এখানেই শেষ....going home.

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২

রফিক এরশাদ বলেছেন: কোথা আসিলাম ভাই সব নজরুল রবি-
এইখানে তো হাট বসেছে সব ইস্পেশাল কবি।
শায়মা আপু হইলো আসল নাটের গুরুটার,
প্লাক করে রোজ কি অবস্থা করছে ভুরুটার!!! :( :(

৭১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: পালাও কোথায় ইশিফিশি ইকবাল ভাই
কান ধরে যাও তওবা বলো তোমার মাফ নাই
আমাকে তুমি বলেছো আয়া, নিজে ঝাড়ুদার
আর একবার বলো যদি দেবো আচ্ছা মাইর!:) :) :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

রফিক এরশাদ বলেছেন: মারামারি বন্ধ, কার গায়ে গন্ধ,
বন করো যদি থাকে দ্বিধা আর দন্দ্ব!
আমি ভাই জিতিলাম
যা কাব্য লিখিলাম
আপু ভয় পাইছে,
একা একা খাইছে!!! ;) ;)

৭২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন:

মারপিটের ভয় দেখিয়ে,
পিঠের উপর চার পিটিয়ে,
বের করে দাত, মুখ খিচিয়ে;
ভুরুর বদলে কান নাচিয়ে,
লাভ নেই আর কোনো।
রফিক ভাই আইসা গেছে,
সাইমা জলে ভাইসা গেছে
বালতিতে জল ঢাইলা গেছে,
জয় আমাদেরই জেনো।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

রফিক এরশাদ বলেছেন: নো ঝগড়া নো মারপিট, আলোচনা হবে-
ডোন্ট আস্ক মি 'এইটা তবে কখন, কোথায়, কবে'?
কি আর কমু পান্তা ভাতে আলুভর্তা ঘি-
নেতারাই পারতাছেনা আমরা কোথায় কি!!!

৭৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: ফু ফু ফু এইটুকুতে না ডরে এই বীরে
একটা কাজে ব্যস্ত আছি আসছি আবার ফিরে।
স্কুলে কাজ দিতে হবে কালকের মধ্যে জমা
কিন্তু আমি সেসব ছেড়ে ছুড়ছি হেথায় বোমা
একটা কাজও করিনি তো লিখেছি শুধু ছড়া
এই কথা যদি জানে প্রিন্সিপ্যাল ধমক দেবেন কড়া।


তখন কি তুই আসবি বদমাশ বাঁচাতে আমার কান
দৌড় দি্যে তো পালাবি শয়তান নিয়ে নিজের প্রাণ!@ শতদ্রু শত্রুভাইয়া X((

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন: ফু ফু ফু এইটুকুতে না ডরে এই বীরে
একটা কাজে ব্যস্ত আছি আসছি আবার ফিরে।
স্কুলে কাজ দিতে হবে কালকের মধ্যে জমা
কিন্তু আমি সেসব ছেড়ে ছুড়ছি হেথায় বোমা
একটা কাজও করিনি তো লিখেছি শুধু ছড়া
এই কথা যদি জানে প্রিন্সিপ্যাল ধমক দেবেন কড়া।


কেন দা্ও অজুহাত, লজ্জা কি করে না,
হারলে লজ্জাটা কি? এই ব্রেনে ধরে না!! :( :(

৭৪| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ...শতদ্রু একটি নদী, হইছি আপনের ফিদা,
সত্যি কথা বলেন তো ভাই ভাত খাইছেন কিদা?
আমলীগ বিম্পির নিষ্পেষনে আমরা যখন ভুষি,
আপনের মত লিডার পাইয়া আমরা ভীষন খুশি।
ভরিয়ে দেব শায়মা আপুর এলাকা স্লোগানে স্লোগানে-
আমাদের দাবী মানতে হবে এইটা আপু্ও জানে!!
বীরের দু:খ বীরই বুঝলো..আপুতো বুঝলো না তা,
গতকল্য রাত্র থেইকা দিচ্ছে আমারে যাতা!!
আমিও হাল ছাড়বো না, বিকজ আমি যে তার ভ্রাতা!! :)


হা হা

দেখতেছি রে দেখতেছি
একটু পরে আসতেছি
কাজটা আসি শেষ করে
তারপর দেখাবো মজা বেশ করে।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৩

রফিক এরশাদ বলেছেন: শায়মা বলেছেন:
দেখতেছি রে দেখতেছি
একটু পরে আসতেছি
কাজটা আসি শেষ করে
তারপর দেখাবো মজা বেশ করে।:)


কি মজা দেখাবেন?
কি খানা চাখাবেন?
জানি খুব জানি বেশ
এটাই বাংলাদেশ।
দেশ চলে ফাঁপরে,
পানি লাগে কাপড়ে!! :) :)

৭৫| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: এক্সকিউজ মি আপুমনি,
আমরা গরীব আপনে ধনী,
তা বলে যা আসবে মুখে-
বলবেন না শতদ্রুকে!!

ইপ্সিমনি, খলিল ভায়া,
আসবে যখন ওদের ছায়া-
আপনার ইচ্ছা যাবে জলে
ওরা আসবে অামার দলে!!

দল করে আজ হটিয়ে দেব
সুদ ও অাসল মিটিয়ে দেব
লক্ষী সোনা আপুমনি-
শুক্র গেছে অাসছে শনি!

তবে আমরা সবাই মিলে
চুপ করবো দা্ওয়াত দিলে :) :) :)





হাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহা


ভাইয়া !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সালাম সালাম একশো সালাম সালাম তোমার পায়ে
সত্যি তুমি মস্ত কবি জানলো সারা গায়ে
এক নিমিষে শুইয়ে দেবে কবিগানের দল
তুমিই শক্তি তুমিই কবি সকল কবির বল!!!!!!!!!! :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৭

রফিক এরশাদ বলেছেন: সালাম দিয়া কাজ হবে না দাম নাই চার আনা,
খুশি হব যদি পড়ে পেটের মধ্যে দানা।
আচ্ছা আপু কোন দোকানে আছে বাকির খাতা,
আপনার নামে বাকি খাবো, ইচ্ছে হবে যা, তা!! :) :)

৭৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনেতো মহাপুরুষ। এক পোস্টেই শ খানেক ছড়িতা!!??

লাল সালাম লন।

আমি কইতে গেলে কালকেই শুরু করলাম এইসব অপচেস্টা। মজা পাইছি। B-)) B-))

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

রফিক এরশাদ বলেছেন: অপচেষ্টাই এত্ত ভালো! চেষ্টা করলে হবে কি?
কবি সমাজ লজ্জা পাবে, পড়ে এসব ক'বে কি!!
আমরা থাকলে আপু (শায়লা) দিবে উল্টা দিকে হাটন-
আমরা করবো আপুমনির সমুলে উতপাটন!! :)

৭৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬

শায়মা বলেছেন: সবকয়টারে আমি এবার করবো ঠিকই খুন X(
বাজার থেকে এনেছি এক নাম্বার ওয়ান নুন
আয়োডিনের সাথে সাথে বিষ মেশাবো তাতে
দাওয়াৎ দিয়ে আনবো ডেকে আমাবশ্যার রাতে।

কোরমা পোলাও বিরিয়ানি লবন দিয়ে তাতে
একটু খানি রেখেও দেবো সরু চালের পাতে
তারপরেতে বুঝবি মজা কত ধানে চাল
আমার সাথে বদমাইশি ছুটাবো তোদের হাল!!!!!!!!!!! X(( X(( X((

৭৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৮

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনেতো মহাপুরুষ। এক পোস্টেই শ খানেক ছড়িতা!!??

লাল সালাম লন।

আমি কইতে গেলে কালকেই শুরু করলাম এইসব অপচেস্টা। মজা পাইছি। B-)) B-))



ঐ আমারে দেখলিনা কেন সকাল থেকে আমি
লিখছি ছড়া এইখানেতে কত্ত দামী দামী।
তানা এখন ভাইকে দেখে ওরে মানিক সোনা
আপনি ভালো ছড়া লেখেন যায়না মোহর দিয়ে গোনা!!!!


না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

৭৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৯

শায়মা বলেছেন: ঐ আমারে দেখলিনা কেন সকাল থেকে আমি
লিখছি ছড়া এইখানেতে কত্ত দামী দামী।
তানা এখন ভাইকে দেখে ওরে মানিক সোনা
আপনি ভালো ছড়া লেখেন আসেন না বসেন না!!!!!!!!!! X(( X(( X(( X(( X((


না !!!!!!!!!!!!!! X( X( X(

৮০| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: ঐ আমারে দেখলিনা কেন সকাল থেকে আমি
লিখছি ছড়া এইখানেতে কত্ত দামী দামী।
তানা এখন ভাইকে দেখে ওরে মানিক সোনা
আপনি ভালো ছড়া লেখেন ভাই দুইটা বিড়ি খান না !!!!!! :( X( X( X(



আকিজ বিড়ি!!!!!!!!! :P

৮১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: যান, ছড়ারে বিদায় জানাইলাম। গল্পের ৪ নাম্বার সমাপ্ত করতে পারছি। এখন শান্তি শান্তি লাগতেছে। পইড়েন।

৮২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮

শায়মা বলেছেন: ডোন্ট মাইন্ড, ধরে নেই আপনেই সরকার,
আমাদের দাবী মানা আপনার দরকার।
আমরাই জনগন, দিতে পারি কিলটা,
সংসদে উঠাবেন আমাদের বিলটা।
আপনার বাসাটাই আমাদের সংসদ,
বলবেন, খেতে চায়, কিছু তরতাজা বদ!!!! :) :)


বদ কি শুধুই বদের বদ যে তোমরা সবাই শত্তুরে
ছি ছি ছি এত দিন যে ভুল করেছি ভাই ভেবে।
ব্লগের পেটে জন্ম নিসে কোটি কোটি দূর্মুখা
এত এত খেয়েও বলে আমরা বাবা ভুখা সুখা!
কিলটা দিয়ে আবার আসে বিলটা হাতে ধরাতে
আর করবোনা এবার দেরী ঝেঁটিয়ে এদের সরাতে।
সরকারের কি দায় পড়েছে দরকার কি কিছু দেখার?
তারচেয়ে ভাই নিজে খাই দাই একার আমি একা একার!!!!!!!!!!:) :) :)

৮৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩১

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: যান, ছড়ারে বিদায় জানাইলাম। গল্পের ৪ নাম্বার সমাপ্ত করতে পারছি। এখন শান্তি শান্তি লাগতেছে। পইড়েন।




না না না বিদায় কেনো বিদায় দিতে পারি?
তুমি আমার লক্ষী সোনা একটা ভাই যে ভারী।:)
রাগ করেনা রাগ করেনা সোনামনি নদী
তুলে একটা আছাড় দেবো আবার করো যদি। :)


মারবো কাটবো কুটবো তোমায় কুচি কুচি করে
তবুও তোমার যেতে দেবোনা রাখবো তোমায় ধরে।
কি লিখেছো নদীভাইজান কি লিখেছো ভাই
তাড়াতাড়ি সেটাই পড়তে এখন আমি যাই।:)

৮৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

শতদ্রু একটি নদী... বলেছেন:

একেই বলে পুরাই পলট, কমপ্লিট ইউটার্ন
হোক তবে হোক, ছড়ায় ছড়ায় সবারই নকটার্ন।

শর্ত আছে, অল্প অতি,
সাইমা আফা বুদ্ধিমতী,
মেনে নিলেই জেনে যাবে,
দাওয়াতে আর কে কে আসবে।

দাবী না হলে মানা,
অন্য উপায় আছে জানা।
করা হবে ব্লাকমেইল,
কেটে দিব পনিটেইল।

৮৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১

তুষার কাব্য বলেছেন: ওরে বাব্বা ! কি বিশাল কাণ্ডকারখানা :(
( পরের লাইন মিলায়া দেবে শায়মা আপুনি ;) )

৮৬| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: হা হা ডেস্কটপ গিয়ে মিলাচ্ছি ভাইয়া!:)

৮৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: বাঁদর বলেন ভোঁদর বলেন টম বলেন আর জেরি,
অামি কিন্তু রাঁধতে জানি চিকেন পেরিপেরি।
চাইনিজ আর বাংলা খাবার, জাপানি আর রাশান,
আমি চাই এসব খেয়ে আনন্দে বুক ভাসান!!
এই জমানায় কাজের লোকরা হবে না বিশ্বাসী-
অামার খাবার থাকে ভাল, হয় না অাপু বাসি।
চুরি দারি করি কিন্তু পরিমানে কম,
উপরে নারিকেলের খোসা ভিতরটা নরম!!
বেতন ভাতা লাগবেনা ভাই, মাঙনা করুম কাম,
সত্যি কথা ভাল মাইনসের নাই আজকাল দাম!!! :( :( :(



তোমার মতন ভালোমানুষ বাপরে !
লাগবেনা ভাই এবার চাই মাপরে!
চাইনা তোমার হাতে খেতে চিকেন পেরিপেরি
তোমার হাতের সেসব খেলে নিশ্চিৎ বেরিবেরি।
চাইনিজেতে রাঁধবে তুমি ইঁদুর, ব্যাঙের ঠ্যাং (কারন)
বাজারের টাকা চুরি করে নাচবে ড্যাঙ্গর ড্যাং।

রাশান আর জাপানি!
ঘাট মানি ঘাট মানি
লাগবেনা ভাই তোমার বাংলা, ইন্ডিয়ানা থাই
আমি একাই ভালো রাঁধি বরং একাই খাই।:)

৮৮| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

শায়মা বলেছেন: ডোন্ট গেট এক্সাইটেড, বেশী রাগে ক্ষতি হয়,
রাগারাগি..তোতলামি করে লোক কতিপয়!!
খুব বেশী রাগ হলে, বলেন, 'এই খাস কি'?
খাবার দাবার তোকে করবো বিকাশ কি?'
কত বেশী ভাল হয় আপনার রান্না?
প্রমানটা দিতে চান? যদি চান যান না!!
ইপ্সিমনি্ও আছে, ভাই আব্দুলহাক,
কম্পিটিশান দেন, কে কত পারে খাক!!
রান্নাটা ভাল হলে আছে সারপ্রাইজ গিফট,
আর যদি পঁচা হয়, চলবে আরেক শিফট।
খা্ওয়া শেষ না করে কেউ আর যাবে না,
গিফটের ভয়ে সেটা ভাল আর হবে না!! :) :) :) :)





লাগবেনা লাগবেনা সোনা দানা কোনো গিফ্ট
তোমাদের চেনা আছে এক নাম্বার চিট
চিট আর চিটিং এ যে পি এইচ ডি করেছো।
এইবার লালচাঁন পাল্লায় পড়েছো।
ধরে ধরে সবকটা পুরে দেবো জেইলে
ছাড়া আর পাবেনা তো জামিনে বা বেইলে।

এই সব চিটারি আর করা হবেনা
ধোকাবাজি খানাপিনা জীবনেও পাবেনা।:) :) :)

৮৯| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন:

কি যে কাও তা আছে জানা,
বলতে কারো নেই যে মানা।
খাও তুমি কচুরী পানাই,
খেয়ে কর ধানাই পানাই।

পয়সা আর কত বাচাবা?
মানুষকে আর কত হাসাবা?
গাটের পয়সা একটু ছাড়ো,
আর মুখটা কমই নাড়ো।

ভাআলো মন্দ একটু তো খাও,
আর আমাদের পার্টিও দাও।
নাইলে তোমার খবরই আছে,
হাত পা বেধে ঝুলাবো গাছে।

৯০| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১

শায়মা বলেছেন: এটা ২০১৫, ঠাকুরমার যুগ না-
আপনার খাবার আলিফ লায়লা, গোপাল ভাঁড়ের ভোগ না!
যাদুর হাড়ি, যাদুর গামলা, যাদুর ঢাক বা ঢোল-
তরকারীটা নাই বা দিলেন দেন না একটু ঝোল!!
মিস্টি না দেন, হাড়ির রসটা দেন না দু' চামচই,
যাদুর খাবার নিয়া কেন যে করেন খামচা খামচি!! :( :(


ঠিক বলেছো ঠিক বলেছো ভুলেই গিয়েছিলাম
আলিফ লায়লার যুগে না এটা ২০১৫ এ লিখেছিলাম।
কিন্তু যখন মেনেই নিলে আমার যাদুর খানা।
খাও যত খাও নাও তত নাও করছি না আর মানা।
যাদু দিলাম দেখছো মধু চোখের ওপর কদু
বিরিয়ানী, রসগোল্লা, আর কি কি চাও চাঁদু?
শালগমের ঝোল তার মানে স্যুপ, চিকেন কিংবা থাই
যাদুর ভেতর খাচ্ছো তুমি এবার আমি যাই।:)


৯১| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: কি যে কাও তা আছে জানা,
বলতে কারো নেই যে মানা।
খাও তুমি কচুরী পানাই,
খেয়ে কর ধানাই পানাই।

পয়সা আর কত বাচাবা?
মানুষকে আর কত হাসাবা?
গাটের পয়সা একটু ছাড়ো,
আর মুখটা কমই নাড়ো।

ভাআলো মন্দ একটু তো খাও,
আর আমাদের পার্টিও দাও।
নাইলে তোমার খবরই আছে,
হাত পা বেধে ঝুলাবো গাছে।



এহ রে নদী প্যালপেলা
জলগুলো তোর ট্যালট্যালা
তাতে ভাসে কচুরিপানা
গরুছাগলও মুখে দেয়না।

আর কিনা খাবো আমি!!!!!!
জানিসনা আমি কত দামী!
মুখে কেনো দিস নজর
চিপস খাবো কচর মচর।

তাই দেখে তোর ঝরবে লোল
কি ছোঁচারে আর বেক্কল।
আমায় তুই ঝোলাবি গাছে!!!!!!
সে সাধ্য কি তোর আর আছে???


কি সাধ আহা! যাই মরে যাই
এক কোপ দেবো

তখন

দেখবি তুই আর নাই!!!!!!!!!!!!





:P :P :P :P :P :P :P :P

হাসতে হাসতে মরে গেছি ভা্ইয়ু সোনামনি!!!!!!!!!!!!!!!!!!!!

৯২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ব্লগে প্রথম.......................ভাগ্য ভালো হাসতে হাসতে এখনো মরিনি.............শুকরিয়া বেঁচে আছি।

৯৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ব্লগে প্রথম.......................ভাগ্য ভালো হাসতে হাসতে এখনো মরিনি.............শুকরিয়া বেঁচে আছি।


আমি মরে গেছি আবার বেঁচে উঠেছি। :P

৯৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ২:০৮

মাসূদ রানা বলেছেন: :)

৯৫| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: রফিক:
কোথা আসিলাম ভাই সব নজরুল রবি-
এইখানে তো হাট বসেছে সব ইস্পেশাল কবি।
শায়মা আপু হইলো আসল নাটের গুরুটার,
প্লাক করে রোজ কি অবস্থা করছে ভুরুটার!!! :( :(


ইস্পেশাল কবিরা সব কোথায় গেলো ভাইরে
তুমিও( রফিক) তো সেই সানিরে নিয়ে কোথায় গেলে নাইরে।
গিয়েছিলাম আজকে আবার ভুরুটা ঠিক করতে
কিন্তু গিয়েই বুঝেছিলাম গেছিলাম আমি মরতে
গিয়ে দেখি সেথায় বসে আমার রফিক ভাবী
আমায় দেখে চোখ রাঙ্গিয়ে বললো মাইর খাবি
তোর ভাইয়া এত্ত কেনো পেটুক খাই খাই স্বভাব?
তোদের বাড়ি ছিলো নাকি খাবারের কোনো অভাব?
পেয়েছি তোরে হাতের কাছে আজকে নাই রক্ষা
কান ধর, বল,
রাঁধবি না আর বিরিয়ানী বা কুমড়োর ছক্কা।
জীবনেও যদি আর কোনোদিন তোরে রাঁধতে দেখি
মনে রাখিস তোর ভাইয়ার জীবন রাখবো না আর বাকী।
কই ভেগেছে বদমাইশটা শুনি সানিরে নিয়ে
এত শয়তান জানতাম না করার আগে বিয়ে।



ভাইয়া সাবধান থেকো আমাল ভাইয়ামনি!!!!!!:(

৯৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩১

রুদ্র জাহেদ বলেছেন: রাতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্নলোকে গেলে,
দেখি আপু আমার মুখে খাবার দিচ্ছে ঠেলে।
আমি বলি আর খাবো না, পেট হয়েছে ফুলা,
উঠে দেখি বালিশটা নাই, আমার মুখে তুলা।

একটি পেটুক ছড়া,সাময়িক পেটুক আপুনির জন্য।
এখন আমরা হাজির আছি,
আর দিব না খাওয়ার মধ্যে ফাকবাজি :P :) :P

৯৭| ১৫ ই মে, ২০১৯ রাত ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মাপুর কাছে দাওয়াত চাই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.