![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা !
শুনতাম লোকে কইতো ছোট্টবেলা ।
পুরা দেশ আজ স্তব্ধ পাথর, শোকে
আজকে নাকি মরছে ভদ্রলোকে !
সবাই থু থু মারছে, বলছে 'ছি ছি'
খুনটা নাকি করেছে আ্ইসিসি ।
যেই বলে সিক্স হয়, সেটা নিয়ে ট্রিক্স হয়,
বোঝা গেল খেলা নিয়ে কত পলিটিক্স হয় !
আম্পায়াররা বাধ্য ছিলেন ভারতীয় দলের,
'আউট হয়েছে' তাই সংকেত দিয়ে দেন নো বলের !
যদি তারা বলে,'সাইড নেই নাই, করি নাই কোন মার্জিন'
সানি লিওন আইসা বলবে, 'আমি তো তাইলে ভার্জিন' !!
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
রফিক এরশাদ বলেছেন: হা হা হা
২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন:
কুত্তা বিলাই শুয়োর ওরা,
ছুড়বো মুখে জুতা জোড়া;
আয় শালারা বাংলায় আয়,
বিলাই চিমটি দিমু গায়।
ছুট লাগাবী নাঙ্গা শইলে,
পেরেক পুতুম সীটে বইলে।
জায়গা মত ঢুকামু সুই,
থাবরা খাবি গালে দুই।
আইসিসির আম্পায়ার,
ড্যাস মারানী খাবি এইবার।
বীর বাঙ্গালী ক্ষেপছে রে,
লুকা গিয়া রেন্ডিয়ায়, বাঘ আইলোরে।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫
রফিক এরশাদ বলেছেন: মেজাজ খারাপ হইছে চরম,
শালা গো নাই লজ্জা শরম।
আম্পায়ার বাজাচ্ছে বগল
পা চাটা সব কুত্তা হগল!
হেগো পিছে ভাগবো না??
আইপিএলে ডাকবো না!!
হে লাইগাই হে গো দলে-
জিতাই দিছে সুকৌশলে!!
৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৭
বদিউজ্জামান মিলন বলেছেন: ফাক আইসিসি
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫
রফিক এরশাদ বলেছেন: আইসিসি
কই, ছি ছি!
ছেপ দেই মুখে!
কই গেছে রাজনীতি
হেরেই আমরা জিতি!
টাকার গন্ধ কই - দেখ শুকে শুকে!!
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬
শায়মা বলেছেন: রফিকভাইয়া!!!!!!!!! তুমি কোথায় হারিয়েছিলে!!! কত রান্না বান্না করে দাওয়াৎ দিলাম আর তুমি হাওয়া!!!
আমার কিন্তু কোনো দোষ নেই আর।
আমাকে আর কিপটা বলা চলবেনা সবাই খেয়ে দেয়ে শেষ করে ফেললো আর তোমার দেখা নেই!
৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১২
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি কই হারায় গেছো??????????
২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
রফিক এরশাদ বলেছেন: মু হা হা হা হা আমি এসে পড়েছি আপুনি...অার কোন চিন্তা নাই
৬| ০১ লা মে, ২০১৫ সকাল ১১:১৩
শায়মা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ICC = Indian Cricket Council
ICC = Investment Commercial Council
ICC = Itramir Chitarir Council