![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
দাম বাড়ছে বিদ্যুতে আর দাম বাড়ছে গ্যাসে,
অপেক্ষাতে আছি, কি হয় এই নাটকের শেষে!
কেউ বলছে কাটছে পকেট, কেউ বলে সব চাঁপা,
এই নাটকের মূল চরিত্র ম্যাডাম এবং আপা।
কেউ বলছে এডজাষ্টমেন্ট – হয়নি যেটা আগে,
বাড়তি খরচ পড়বে গিয়ে আমজনতার ভাগে।
সরকারী জবে বাড়ছে সেলারী, হচ্ছে দিগুন! তবে-
আমরা অভাগা বেসরকারী, মরবো!! কিন্তু কবে??
খুব মজা হবে থাকবো না আর আমরা, থাকবে ওরা!
হাবিজাবি খেয়ে পেটে গ্যাস্ট্রিক, আমরা কপাল পোড়া!
লসেকটিল আর সেকলো খাচ্ছি 40mg পাওয়ার,
সকালে ও রাতে খানার পূর্বে নিয়ম হচ্ছে খাওয়ার।
গ্যাস বিদ্যুত দাম বেড়ে যাক হয়ে যাক সব সমান-
আল্লাহর ওয়াস্তে গ্যাসের ওষুধের দামটা একটু কমান!
নইলে আনেন মেশিন, এ গ্যাস লাগান নিজের কাজে,
ভ্যাট আর ট্যাক্স নিতে ভাল লাগে, এটা নেয়াটা কি বাজে??
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
রফিক এরশাদ বলেছেন:
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? এখনো বেতন বাড়েনি ।আর কতকাল সরকারী কর্মকর্তারা কষ্টে কাটাবে । তারা ফুলে ফেপে ওঠুক
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
আমরা অভাগা বেসরকারী, মরবো!! কিন্তু কবে??
প্লাস।