![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
পরের জন্মে আমি আওয়ামীলীগ হব
বিএনপি হবা তুমি,
আখি আর পপি জামায়াত হবে-
লাংগল হবে সুমি।
তমা, যুথী ওরা জাকের পার্টি,
ধরবে গোলাপফুল,
নীলা, প্রিয়া, বিথী প্রতীক না পেয়ে
ছিড়বে মাথার চুল!
সীমা, দিলরুবা চরমোনাই।
ওদের মার্কাটা হাতপাখা,
বাকি সব হবে স্বতন্ত্র।
আমি বলমু তাগোরে, "চা খা"!
আমি জিতলেই জিতে যাবে দেশ
বাকিরা খাইবে পোংগা,
ধরাইয়া দিবো তাহাদের হাতে
একটা মুড়ির ঠোংগা!
আগামী জন্মে রাজনীতি করুম
এ জন্মে পারমু না,
প্রেম দিবা কইয়া ছ্যাকা দিলা যারা
তখন আর ছারমু না!!
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন: হা হা হা খুব ভালো লাগলো।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
রফিক এরশাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
তারেক ফাহিম বলেছেন: বেশ বেশ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
রাফা বলেছেন: কবি -রফিক আজাদের রফিক আর হোসাইন মোহাম্মদ এরশাদের -এরশাদ দুই কবির সন্মিলনে আপনি।
এমন কবিতাই লেখার কথা ছিলো....হিহিহিহি ।কবিতা ভালো হইছে।ধন্যবাদ,র.এরশাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
রফিক এরশাদ বলেছেন: হাহ হাহ হা। ধন্যবাদ রাফা ভাই।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে দারুণ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
মিখু হোসাইন তিতু বলেছেন: হা..হা...দারুণ লাগল...
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮
ফেনা বলেছেন: দেন ভাই দেন একেবারে ফাটায়ে দেন।
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
রফিক এরশাদ বলেছেন: অক্করে ফাডায়ালবাম
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
আশফিকুর রহমান অণু বলেছেন: কিছু মনে করবেন না, আপনার এই পোস্ট টা আমি ফেবু তে কপি করে শেয়ার দিচ্ছি
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
রফিক এরশাদ বলেছেন: নো ইস্যু ভাই ...দেন। চাইলে আমার ফেসবুক পেজ থেকেও শেয়ার দিতে পারেন। আমার আই ডি Rafiq Ershad নামেই আছে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
এম আর তালুকদার বলেছেন: বাহ, বাহ, বাহ।
চমৎকার।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ তালুকদার সাহেব!
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: যাক বাবা আমার উপরের ঝাড়ু মার্কা ছেড়ে এবার তুমি জলি, পলি, সুমী, ঝুমিদের দিকে গেছো ....
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
রফিক এরশাদ বলেছেন: না আপু আপনারে ছাড়ি নাই। শায়মা আপুর সরকার- গিয়া দেখেন আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় পড়ে আছে একখানা ছড়িতা!!!!!!!!
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮
ল বলেছেন: হা হা হা, দারুণ সমাজচিত্র কিন্ত
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ল ভাই
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফাডায়ালাইছেন!
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
রফিক এরশাদ বলেছেন: আগেই বলছিলাম ফাডায়ালামু...কিন্তু পরের জন্মে!
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ জনমে বুঝি আর নাই সাধ
যা করি সবই যেন অপরাধ।
+++++++++++++++++++
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আন্নে ভুলি গেছেন! মুনে অয়!
পরের জন্মে হেতে আন্নের পিছ ছাইব নি! ছাইড়ত ন!
আন্ন লীগ হইলে হেতে অইবে- ফারুক রশিদ নুর গং
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
রফিক এরশাদ বলেছেন:
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
রফিক এরশাদ বলেছেন:
১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৬
শায়মা বলেছেন: ভাইয়ূূূু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কবিতা লেখোনা আর!!!!!!!!!!!!
কোথায় আছো কেমন আছো!!!!!!!!!!!!!!!
শফিক ভাইয়ার কি খবর?
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬
হাবিব বলেছেন: দারুন দারুন........