নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

জীবনের গান

২১ শে মে, ২০১৫ বিকাল ৫:২৪

জনহীন এক প্রান্তরের শোকার্ত অন্তর
এক সন্ধ্যায় আমাকে স্পর্শ করেছিলো।
আমি সেই প্রান্তরের কম্পিত শরীর
দেখেছি সেই সন্ধ্যায় একাকী দাঁড়িয়ে।
সেই প্রান্তরের বুকে সারাদিন যারা ছিলো
দিনশেষে চলে গেছে তারা
হয়তো নিজের ঘরে কিংবা অন্য কোনোখানে
ঘুমুচ্ছে আরামে কিংবা মেতেছে বিনোদনে।
সারারাত সেই প্রান্তরের সাথে
নেই আর কোনো যোগাযোগ।
বিদীর্ণ প্রান্তর জুড়ে হাহাকার
শোকগীতি হয়ে ভেসে যায় বাতাসের বুকে
অন্ধকারে কোথায় যে যায়
কেউ তার কোনোদিন রাখে না কোনো খোঁজ।

আবার সকাল হয়
সূর্যের আলোর পদশব্দে প্রান্তরের বুকে জাগে
জীবনের শিহরণ।
রাতের নীরব হাহাকার
অজস্র শব্দের ভিড়ে আলোতে হারায়।

মুখর প্রান্তর
শোনায় তখন শুধু
অন্তহীন জীবনের গান।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.