নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ - ১১

০৬ ই মে, ২০১৯ সকাল ১১:০৩

৫১

বসন্ত সুগন্ধে ভরে
তোমার সুরম্য
আঙিনায় ।
আমার আঙিনা পুড়ে
উষ্ণ হাওয়ায় ।

৫২

রূপহীন বহুরূপী
মেঘ সিঁড়ি বেয়ে
নেমে আসে ।
সুবিশাল বনভূমি
সেই রূপে হাসে ।

৫৩

তার ঘৃণা ভরা দৃষ্টি
আমার দুচোখ
সক্রেটিস ।
হৃদয় মন্থন করে
হেমলক বিষ ।


৫৪

মাটির ঘ্রাণের খোঁজে
এলিয়ে আঁচল
বসে কারা ?
সবুজ শস্যের ক্ষেত
দেয় না তো সাড়া ।


৫৫

চোখ হয়ে গেছে কাঁচ
দেখে না কিছুই
শুধু ছল ।
বিষভাণ্ড দুঠোঁটে তবু
স্বাদ নোনা জল ।


(গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৯ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খু্ব সুন্দর লেখা

০৬ ই মে, ২০১৯ দুপুর ২:০৩

সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।

২| ০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০২

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লিখেছেন।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৪

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৩| ০৬ ই মে, ২০১৯ রাত ৮:৪৫

মনস্বিনী বলেছেন: পঞ্চপদীগুলো খুব সুন্দর হয়েছে।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৫

সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৪| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৬

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৫| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৬

সাহিনুর বলেছেন: ভালো লাগলো

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৭

সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০১৯ সকাল ১০:৫১

কালো যাদুকর বলেছেন: এত সুন্দর করে মিলান কিভাবে কবি?
অনেক সুন্দর হরেছে।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৭

সায়ন্তন রফিক বলেছেন: জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

৭| ১৪ ই জুন, ২০১৯ ভোর ৫:৪৮

বার্ণিক বলেছেন: খুব ভাল হয়েছে।

২০ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩১

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.