নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

বানরবচন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫১



বানরবচন
----------------------
হচ্ছেটা কী
ভাবছি বসে তাই
শেয়ার বাজার মরছে ধুকে ব্যাংকে টাকা নাই।
কিন্তু দেখো
কতো টাকা ঘরে বন্দি কে রাখে তার খোঁজ
রাত নামলেই টাকা ছোটে নেতার বাড়ি রোজ।
ক্যাসিনোতে
উড়ে টাকা নানা রকম মদের বাড়াবাড়ি
আমরা শুধু কলা নিয়েই করি কাড়াকাড়ি।
অবশেষে
দুর্নীতিতে শূন্য সহ্যনীতি
এবার দেশের হবেই একটা গতি
ভাবছে সবাই
আমরা শুধু কলার পানে তাকাই।
জানি টাকা ভীষণ বাঁকা যায় না যে সব ধরা
টাকার জন্যে কে জানে কার ভাগ্যে আছে ফাঁড়া।
ভাবছি সত্যি
এ কি শূন্য সহ্যনীতি
না কি আমাদের সেই পিঠা ভাগের গল্প
টাকা নয়কো
কলার আশায় বসে আছি বুঝি অল্প স্বল্প।

আমরা শুধু
কলাই চিনি টাকার জন্যে লোভ যে নেই এক রত্তি
আমাদের যে
জ্ঞাতি নয়কো মানুষেরা এই কথাটি সত্যি।
টাকার লোভে
যে সব কাণ্ড ঘটে মানবলোকে
কলার লোভে
সে সব কভু হয় না বানরলোকে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: টাকায় টাকা আনে। আর নেতায় টাকা খায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

সায়ন্তন রফিক বলেছেন: খায় না তো, টাকাকে বন্দি করে রাখে। মন্তব্যের জন্যে ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

সায়ন্তন রফিক বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ক্যাসিনোতে কি আর এমন টাকা!!! তার চেয়ে অনেক বেশী টাকা ডেষ্টিনি, ইউনিপে টু ইউ, হলমার্ক গায়েব করেছে, তারচেয়ে বড়টি বলতে গেলে আমার চাকুরী থাকবে না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

সায়ন্তন রফিক বলেছেন: তাই!
থাক বলার দরকার নাই।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


বানর হওয়াটা সহজ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

সায়ন্তন রফিক বলেছেন: ঠিক বলেছেন ভাই
এদেশে ওদেশে বানরের মোটেই অভাব নাই।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

শ্রাবণ আহমেদ বলেছেন: দারুণ লেখনি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হক কথা বলেছেন প্রিয়। পড়ে ভালো লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

সায়ন্তন রফিক বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.