নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি কে প্রতিনিয়ত নতুন করে আবিষ্‌কার করে চলছি...।

রফিকুল হাসান তিতাস

Trinity Virgo

রফিকুল হাসান তিতাস › বিস্তারিত পোস্টঃ

সরকারকে কি আসলেই ১৫% ভ্যাট দিলেন???

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:২২

গেছিলাম কাপড় কিনতে... পছন্দ করে দাম দেওয়ার সময় দেখি দামের সাথে ১৫% ভ্যাট যোগ করেছে।
সাথে সাথে ধরলাম, এই ভ্যাট কিসের?
- এটা সরকারকে দিতে হয়।
- ঠিক আছে। আপনাদের ভ্যাট নাম্বার কত?
একটা নাম্বার দেখাল লোকটা।
এবার আমি বললাম, মুসক ১১ ফর্ম অর্থাৎ ভ্যাট চালান দেন।
সেলসম্যান অবাক।
আবার বললাম, কি হল? আমি সরকারকে ভ্যাট দিচ্ছি, আর সরকার আমাকে এর রিসিপ্ট দিবে না? যান, নীল রঙয়ের ভ্যাট চালানটি নিয়ে আসুন।
এরপর সে তাদের বসকে ডাকল। তিনি এসে,
- কি সমস্যা ভাই?
- সমস্যা তো আপনার। মুসক বিধিমালা ২০১২ অনুযায়ী আমি আপনার মাধ্যমে সরকারকে ভ্যাট দিলাম, আর আপনি আমাকে চালানের কাগজ তো দিলেন না।
- এটা তো নাই আমাদের কাছে?
- নাই মানে? তাহলে কোন আইনে আপনি আমার কাছে ভ্যাট আদায় করলেন? আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার।
লোকটি চুপ। পরে ১৫% ভ্যাট ছাড়াই কাপড় দিল।
শুধু এটি নয় হাজার হাজার শপ, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি এভাবে ভ্যাটের নামে অর্থ আত্মসাৎ করছে। আর সরকারের হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ঢুকাচ্ছে।
নিয়ম হল, যখনি কেউ আপনার বিলে ভ্যাট হিসেবে টাকা কেটে নিবে, সাথে সাথে সে আপনাকে একটি চালানের সরকারি কাগজ (নীল রঙয়ের) দিয়ে দিব। আপনি যে সরকারকে ভ্যাট দিলেন, আর সরকার যে বুঝিয়ে পেল সেটার প্রমাণ এটি। ভ্যাট নিবন্ধিত প্রত্যেক দোকান বা রেস্টুরেন্টে এই সরকারি কাগজ থাকে।
অনেক সময় শুধু প্রিন্ট করা বিল আমাদের দেয় যেখানে ভ্যাটের টাকার পরিমাণও উল্লেখ থাকে... কিন্তু এটি ভ্যাটের সরকারি কাগজ নয়। নীল রঙয়ের চালান কাগজটিই হল ভ্যাটের কাগজ।
কেউ যদি প্রিন্টেড বিলে ভ্যাট নিয়ে আলাদাভাবে এই চালান কাগজ না দেয়, তাহলে বুঝবেন সেই টাকা সেই প্রতিষ্ঠান নিজের পকেটে ঢুকালো, অথচ আপনি সরকারকে ঠিকই ভ্যাট দিলেন। খাবার রেস্টুরেন্টগুলোতে এই দুই নম্বরি কাজগুলো বেশি করে।
আবার অনেক প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারই নেই, তারাও অযথা ভ্যাটের নামে টাকা আদায় করে।
কেউ চালান কাগজ দিতে অস্বীকার করলে, তাকে আইনের কথা উল্লেখ করে আর ভ্যাট দিবেন না। বেশি তেড়িবেড়ি করলে এনবিআরে সরাসরি ফোন দিয়ে অভিযোগ করবেন।
আমরা কষ্টের ইনকামের টাকা থেকে প্রতিনিয়ত সরকারকে ভ্যাট দিচ্ছি কিন্তু সে টাকা সরকার পর্যন্ত যাচ্ছেই না, কারণ বেশিরভাগ লোকই এটা জানে না...আর এই সুযোগে এসব দুষ্ট লোকগুলো সরকারের হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে চোখের সামনে।
নীল রঙয়ের চালান কাগজটির একটা নমুনা ছবি দিলাম...
লেখাটি সংগৃহীতঃ
শেয়ার করুন, নিজে জানুন, বন্ধুদেরও জানিয়ে দিন।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

আহলান বলেছেন: কিন্তু মেশিনে যে বিল কাটে, সেটাতে নাকি ভ্যাট স্লিপ লাগে না। যেমন ওয়ান স্টপ শপিং মল গুলোতে (আগোরা, স্বপ্ন, ব্লা ব্লা) এর তো নীল স্লিপ দেয় না। তাহলে কেমনে কি?

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৭

রফিকুল হাসান তিতাস বলেছেন: যারা ম্যানুয়ালি বিল দেয়, এবং ভ্যাট নেয়, সেই সব দোকানিরা টাকা নিজের পকেটে ঢুকায়, আর বছরে প্যাকেজ ভ্যাট দেয়। তবে কিছু সুপারশপে সফটওয়ারেরর মাধ্যমে ভ্যাট পরিশোধ করে, তাদেরটা ঠিক আছে।

২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: সবাই ফাঁকি দিতে চায়।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

রফিকুল হাসান তিতাস বলেছেন: একদম...

৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৭

সুব্রত দত্ত বলেছেন: এই সচেতনমূলক পোস্টটার জন্য ধন্যবাদ। ভাবতে অবাক লাগে প্রতিষ্ঠানিক অর্থে শিক্ষিত একজন মানুষ হয়েও কত কিছু জানি না। পুলিশী সেবা কী জিনিস বুঝি না। একটা জিডি করতে যেতে অস্বস্তি বোধ করি। ভ্যাট সম্পর্কে নূন্যতম জ্ঞানটুকু রাখি না। অথচ কত আজব আজব জিনিসই না গাঁধার মতো খেটে খেটে পড়তে উৎসাহ দেয় সবাই। আসলে কি সরকারি সকল বিষয়ে আমার অজ্ঞতার জন্য আমি একটা দায়ী নই। প্রশাসনও জানাতে অনাগ্রহী। এ থেকে বোঝা যায় দুর্নীতি কারে কয়। তবু আপনার মতো সচেতন নাগরিকদের সাহচর্য কিছুটা অজ্ঞতা দূর করছে তা-ই আশার কথা।

৪| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

রফিকুল হাসান তিতাস বলেছেন: ধন্যবাদ ভাই। সময় এখন জানার এবং আমরা জানাতেও অনাগ্রহী। পরিবর্তন আসবেই ইনশা আল্‌লাহ।

৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: আড়ং তাহলে কি করে !!!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১২

রফিকুল হাসান তিতাস বলেছেন: এটা তো জানা দরকার!

৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩২

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

০৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৫

রফিকুল হাসান তিতাস বলেছেন: ভাই, এইসব ভুয়া খবরের লিংক (Click This Link) না শেয়ার করি.........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.