![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
রাফসান জানি নয়ন বলেছেন: আসতেছি আমার তোলা ছবির ঝাঁপি নিয়ে।
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: তো শুরু করেন আপনার ফটোগ্রাফি