![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
রাফসান জানি নয়ন বলেছেন: ধন্যবাদ ।
পর্যায়ক্রমে আরও ছবি দিব ইনশাল্লাহ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: আরো কিছু ছবি চাই ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
রাফসান জানি নয়ন বলেছেন: দিয়ে দিবো ইনশাল্লাহ। ধন্যবাদ ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
শাহরীয়ার সুজন বলেছেন: আমার প্রিয় নদী। দূরে আছি,তাই অনেক দিন হলো তাকে দেখিনা। ব্রীজের উপর বন্ধুদের আড্ডাটাও মিস করি ভীষণ। ছবির জন্য ধন্যবাদ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
রাফসান জানি নয়ন বলেছেন: আমাদের ও অনেক প্রিয় । আর হ্যাঁ , ব্রিজের উপর থেকে আমার কিছু তোলা ছবি আছে । সামনে দিবো ইনশাল্লাহ @#শাহরিয়ার ভাই ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
ভিটামিন সি বলেছেন: আমার এলাকার ছবি দিলেন। দেশে থাকতে প্রায়ই ছুটে যেতাম নদীর কাছে। প্রবাসে বসে মিস খুবই মিস করি নদীটাকে।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
রাফসান জানি নয়ন বলেছেন: আমাদেরও বেশির ভাগ সময় কাটে নদীর পাড়ে আড্ডা দিয়ে।
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।
মাত্র দুইটা ছবি, আরো কিছু ছবি দিতে পাররে বাল হত।