![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার !
আর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি।
তাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
রাফসান জানি নয়ন বলেছেন: কিছু ছবি ইতিমধ্যেই আমি পোস্ট করেছি। সময় পেলে দেখবেন আশা করি। আর হ্যাঁ , সামনেও পাবেন ।
ধন্যবাদ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
যোগী বলেছেন:
গরু একটি উপকারী প্রানী আর তার ডক্টররাও উপকারী ....।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
ভিটামিন সি বলেছেন: আপনি কি তাইলে তেলচুরা, মশা ও উকুনেরও ডাক্তার???
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
রাফসান জানি নয়ন বলেছেন: জনাব ভিটামিন , তেলাপকা, উকুন , মশা এসব হচ্ছে পরজীবী বা কীটপতঙ্গ । এরা মানুস এবং গরু ছাগল সবারই জন্য ক্ষতিকর। তাই এদের দমন করার জন্য যা করতে হয় , আমরা তা শিখি । সো, এখন মনে হয় বুঝতে পেরেছেন ।
মন্তব্বের জন্য ধন্যবাদ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
রাফসান জানি নয়ন বলেছেন: মন্তব্বের জন্য ধন্যবাদ @#যোগী
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো তো। দেশে মানুষের পাশাপাশি গবাদি পশুরও সংখ্যা বাড়ছে। ফলে ডাক্তার তো লাগবেই। কিছু সুন্দর ছবি তুলে পোষ্টান, দেখি!