নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

এই প্রথম কোন হরতালের পক্ষ নিলাম

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩







জিনিস পত্রের দাম যেই ভাবে বারতেছে এর ভেতর যদি তেলের দাম আর বিদ্যুতের দামও বাড়ায়া দেয় তাইলে কেমতে চলুম??



বিরোধী দলে জেই জাউক না কেন তাগো সার্থ ছাড়া দেশের সার্থে কোনদিন হরতাল দেয় নাই।অবশ্য এই হরতালের মধ্যেও বিরোধীগো সার্থ আছে।

জাউজ্ঞা হেইডা আমার দেহনের দরকার নাই।আমার চিন্তা আমি কেমতে বাচুম হেইডা নিয়া।

তাই আশা করি আগামি কালের হরতাল সফল হউক।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

হামিম ঢাকা বলেছেন: ভাই, টাকা থাকলে খাবেন , নাইলে না খেয়ে থাকবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রাঘব বোয়াল বলেছেন: /:) /:) /:)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: সাবাস বাঘের বাচ্চা, বাচতে যদি হয় বুক ফুলিয়ে বাচবো, চোরদের সাথে কোন আপস নয়, আমিও ১০০% সাপোর্ট করি এই হরতাল এর। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়াম আখ পর্যন্ত লাগাতার হরতাল চাই।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হেডস্যার বলেছেন:
এই একদিনের হরতালে তেলের দাম কমে যাবে ?
সমর্থন দিব সে আন্দোলনে যাতে সরকার তেলের দাম কমাইতে বাধ্য হয়.....সেইটা হরতাল হোক আর অবরোধ

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

রাঘব বোয়াল বলেছেন: আসলে হরতাল /অবরোধ জাই হোক আন্দোলনের মত আন্দোলন করতে হবে নইলে সরাকার দাবী আদায় করতে বাধ্য হবে

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

যুবায়ের বলেছেন: আজ ফেবুতে একটা ষ্ট্যটাস দিয়েছিলাম হুবহু কপি করে দিলাম।

আগামীকালের হরতালে পুর্ন সমর্থন জানাচ্ছি।।
কারন বিএনপির বিগতদিনের হরতাল ছিল বাড়ি বাঁচানোর, নেতাকর্মীদের মুক্তি
সহ নিজেদের ইস্যূতে কিন্তু আগামীকালের হরতাল জনসম্পৃক্ত ইস্যূ
”তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে” তাই এই হরতালে সমর্থন জানাচ্ছি...
হরতাল হোক শান্তিপুর্ণ পন্হায় কোন জ্বালাও পোড়াও কর্মসুচী দিয়ে নয়।
সজগনের ইস্যূ নিয়ে আন্দেলন করুন জনগনের সাড়া পাবেন তবে যুদ্দধাপরাধীদের বাচানোর
পায়তারা করলে জনগন আপনাদের পরিত্যাগ করবে এটাই বাস্তবিক সত্য!!...

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

রাঘব বোয়াল বলেছেন: দুজনের মনের বেপারটা কিছুটা একি।ধনবাদ আপনাকে

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ঢাকাবাসী বলেছেন: জানি এই একদিনের হরতালে এই স্বৈরশাসক আ.লীগের কিছুই আসবে যাবেনা তবু এই হরতালকে সমর্থন দিলাম, দ্রব্যমূল্য বাড়বার ব্যাপারে যদি কিছু হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

রাঘব বোয়াল বলেছেন: আমি বেক্তিগত ভাবে বলি একদিনে কাজ না হলে লাগাতার কয়েকদিন হরতাল দিয়ে সরকার কে বাধ্য করতে হবে।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আয়না বাবা০০৭ বলেছেন: বি.এন.পি কী ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের দাম বাড়াবে না? এই প্রতিছ্রুতি দিলে হররতাল সমর্থন করব। হুদাই কারও দাবার গুটি হতে চাই না।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

রাঘব বোয়াল বলেছেন: বাড়বে তো অবশ্যই তাই বলে এখন জেটা হচ্ছে তার সমর্থন জানাই

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

াহো বলেছেন: বিএনপি আমলে জ্বালানি মূল্য বাড়ে ৯ বার
বিএনপি ক্ষমতায় আসার সময় কেরোসিনের মূল্য ছিল ১৫ টাকা রেখে যায় ৩৩ টাকা, পেট্রোল ছিল ২৩ টাকা রেখে যায় ৫৬ টাকায়

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

রাঘব বোয়াল বলেছেন: আমি কিন্তু বিএনপিকে সাপর্ট দেবার উদ্দেশে এই সমর্থন করিনা।ওরা সবাই বদ

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: হরতাল নাগরি শব্দ বাংলা এর অর্থ প্রতিবাদ সভা
দাবি দাওয়া লয়ে তার আওয়াজ
ভাংচুর জ্বালাও পুড়াও বিনাশ আতংক সৃষ্টি নয়
এটাও সামাজিক কাজ

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

রাঘব বোয়াল বলেছেন: B-)) B-)) B-)) B-))

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নীড় ~ বলেছেন: এই একদিনের হরতালে তেলের দাম কমে যাবে ?

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রাঘব বোয়াল বলেছেন: আসলে হরতাল /অবরোধ জাই হোক আন্দোলনের মত আন্দোলন করতে হবে নইলে সরাকার দাবী আদায় করতে বাধ্য হবে

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

আবুল খায়ের বলেছেন: গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: সাবাস বাঘের বাচ্চা, বাচতে যদি হয় বুক ফুলিয়ে বাচবো, চোরদের সাথে কোন আপস নয়, আমিও ১০০% সাপোর্ট করি এই হরতাল এর। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়াম আখ পর্যন্ত লাগাতার হরতাল চাই।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

সোচ্চার বলেছেন: সমর্থন দিয়া লাভ নাই কারন তেলের দাম বেড়েছে বলে যে বিরাধী দল দেশের কল্যানে হরতাল দিয়েছে তা কিন্তু নয়। কারন সবখানেই রাজনীতি আমার-আপনার কষ্টের কথা কেউ চিন্তা করে না তারা তাদের উদ্দেশ্য সফল কারার জন্য হরতাল দিয়েছে। আর আমরা হলাম বলির পাঠা। হরতালের লস+ তেলের দাম বৃদ্ধির কারনে দ্রব্যমূল্য বৃদ্ধি।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

রাঘব বোয়াল বলেছেন: জানি ভাই ওরা ওদের সার্থেই সব কিছু করে

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ম.র.নি বলেছেন: ১০ টাকা কেজি চাল,বিনা মূল্যে সার,ঘরে ঘরে চাকরির ব্যাবস্থা না করে আবার জ্বালানী তেলের দাম বাড়ায়া নিজেদের কুইক পকেট ভরার ব্যাবস্থা করতাছে।পদ্মাসেতুর নামে আবুলরে দিয়া পকেট ভরতেগিয়া ধরা খায়া অন্য সিস্টেমে লুটপাট চলতাছে।

ব্লগার ভাইরা, ব্লগে অনেক পেইড ব্লগার আছে,বর্তমান সরকারের জনবিরুধী যেকোন সিদ্ধান্তে এসব দালালেরা নানা তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়, এসব চেলা চামুন্ডারা যাই বলুক এরা বাংলাদেশের শত্রু।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

শোয়েব হাসান বলেছেন: Ami o kallker harrtal er pakkhe

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনি মিথ্যা কইতাছেন

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

রাঘব বোয়াল বলেছেন: কে মিথ্যা কয়????????

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

গিড়ীবাজ বলেছেন: যখন থেকে চাকরীতে জয়েন করেছি-তখন থেকেই আমি হরতালের পক্ষে B-)) B-)) B-))

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.