নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

কাবা ও মসজিদে হারাম সংক্রান্ত কিছু না জানা (অনেকের কাছেই) তথ্য

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৮





ক্ষেত্রফল; ৩,৫৬,০০০বর্গ মিটার। মুসুল্লি ধারন ক্ষমতা স্বাভাবিক সময়ে; ৭,৭৩,০০০, হজ্ব, উমরাহ বা রমজানের মওসুমে যা ১মিলিয়ন ছাড়িয়ে যায়। ভুমি থেকে কাবার দরজার উচ্চতা প্রায় ২,৫মিটার, দরজার দৈর্ঘ্য ৩,০৬মিটার, প্রস্থ ১,৬৮মিটার। বর্তমান দরজা বাদশা খালেদের হাদিয়া (উপহার) দেয়া, যা নির্মানে প্রায় ২৮০কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। হারামে ইমামের সংখ্যা; ১৫জন। হারামে মুয়াজ্জিন সংখ্যা; ১৭জন। প্রধান মুয়াজ্জিন আব্দুল মালিক বিন আব্দুর রহমান।



* কাবা নির্মাতা; ফেরেশতা, আদম, শিস, ইব্রাহিম, ইসমাইল, আমালিকা, জুরহম, কুরাইশ, আব্দুল্লাহ বিন যুবায়ের, হাজ্জাজ বিন ইউসুফ, সুলতান মুরাদখান, ফাহদ।

* প্রথম কাবা তাওয়াফকারী; ফেরেশতারা।

* প্রথম হারামে হজ্ব আদায়কারী; ফেরেশতারা।

* প্রথম কাবার ছাঁদ নির্মাতা; কুসাই বিন কিলাব।

* প্রথম কাবাকে আংশিক গিলাফ পড়িয়েছেন; ইসমাইল।

* সর্বপ্রথম সম্পুর্ণ কাবাকে গিলাফ পড়িয়েছেন; তুব্বা আসআদ আল হিমরারী।

* সর্বপ্রথম কাবাতে মুর্তি স্থাপন করেছেন; আমর বিন লুহাই আল খুজাঈ।

* সর্বপ্রথম কাবার মিনার বানিয়েছেন; কুরাইশ।

* সর্বপ্রথম কাবাকে গোসল দিয়েছেন; রাসূলুল্লাহ (সাঃ), মক্কা বিজয়ের দিন কাবা থেকে মুর্তিগুলো নিস্কাশনের পর।

* কাবাপৃষ্টে সর্বপ্রথম উচ্চস্বরে আযান দিয়েছেন; বেলাল বিন রাবাহ।

* সর্বপ্রথম কাবাকে মিনজানিক দিয়ে হামলা করেছেন; আল হুসাইন বিন নুমাইর, ইয়াজিদ বিন মুয়াবিয়ার নির্দেশে ইবনু যুবায়েরের সাথে যুব্ধের প্রাক্কালে (৬৪ হিজরী)।

* ১০৩৯ হিজরী বন্যার ফলে কাবার একটি অংশ ধসে যায়।

* পৃ্থিবীর সর্বোতম ছায়া কাবার ছায়া।



সংগ্রহ ঃ ফেসবুক ফেনপেজ।

মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৭

চারশবিশ বলেছেন: সংগ্রহে রাখলাম

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪০

রাঘব বোয়াল বলেছেন: রাখার মতই পোস্ট

২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংগ্রহে রাখল আমি সহ ৬ । মন্তব্য মাত্র ১ !!!!!!!

ঘটনা কিতা ;)

প্রিয়তে +++

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪০

রাঘব বোয়াল বলেছেন: :-0 :-0 :-0

৩| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ !

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

িট.িমম বলেছেন: আলহামদুলিল্লাহ , প্রিয়তে

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩০

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আলহামদুলিল্লাহ , প্রিয়তে

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৮

খেয়া ঘাট বলেছেন: আলহামদুলিল্লাহ

১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

সোহেল আলম বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ভাই আপনাকে ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৯

বাংলার ঈগল বলেছেন: না জানা তথ্য এবার জেনে গেলাম। অনেক ধন্যবাদ :)

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৮

রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.