নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস গড়েছে গ্যালাক্সি এস ৪!

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭



স্যামসাং কর্তৃপক্ষের দাবি করেছে তাদের তৈরি গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ৪’ বিক্রিতে ইতিহাস গড়েছে। মাত্র এক মাসেরও কম সময়ে এক কোটি ইউনিট বিক্রি হয়েছে এ স্মার্টফোনটি। ২৭ এপ্রিল স্মার্টফোনটি সারাবিশ্বে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। স্যামসাং জানিয়েছে, ধারণা করা হচ্ছে গ্যালাক্সি এস ৪ স্মার্ট ফোনটি প্রতি চার সেকেন্ডে একটি করে বিক্রি হচ্ছে। প্রতিদ্বন্দ্বী এইচটিসির স্মার্টফোনের চেয়ে এ বিক্রির হার দ্বিগুণ। মর্নিং হেরাল্ড অবলম্বনে

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

শামসুন বলেছেন: কে কেনে এতো ফোন?

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৪

রাঘব বোয়াল বলেছেন: বিজনেসের খাতিরে একটু চাপা :-P :-P মারে বৈকি

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

মোঃ জুম্মা বলেছেন: আমারও একই প্রশ্ন কারা কিনছে ?

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

রাঘব বোয়াল বলেছেন: বিজনেসের খাতিরে একটু চাপা :-P :-P মারে বৈকি

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আইফোন ফাইভ এস আসলে শুনবেন প্রতি দুই সেকেন্ডে একটি করে বিক্রি হইছে :)

২৬ শে মে, ২০১৩ সকাল ৮:৫৮

রাঘব বোয়াল বলেছেন: =p~

৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:২৪

ধৈঞ্চা বলেছেন: লেখাটা দুইবার এসেছে, ঠিক করে দেন।
যাইহোক, ঘটনা সত্য। বাইরের দেশে মোবাইল সিষ্টেম আমাদের মত নয়। ৯০% এর উপর মোবাইল ব্যবহারকারীরা পোষ্ট-পেইড ব্যবহার করে। মোবাইল সেবাদানকারী কোম্পানীগুলো সীমকে সেটের সাথে এডজাষ্ট করে দেয় ফলে আমাদের মতো ইচ্ছামত একাধিক সীম ব্যবহারের সুযোগ নাই। তবে আধিকাংশই সিডিএমএ ফলে সীমের কোন ঝামেলা নাই।
তারা মোবাইল কিনে কনট্রাক্ট বেসিসে, ১/২ বছরের কিস্তিতে যা প্রতি মাসেই মোবাইল বিলেন সাথে পেমেন্ট করতে হয়। কেউ যদি এক বছর পর সেট পরিবর্তন করতে চায় তা কল সেন্টারে নিয়ে সহজেই লেটেষ্ট মডেল নিতে পারে একই নম্বারের।
কেউ যদি গতবছর এস-৩ কিনে থাকে তবে এবছর পরিবর্তন করে এস-৪ নিতে পারবে শুধু অতিরিক্ত কিছু টাকা দিতে হবে যা সামান্যই। এই সুযোগ ইউরোপ, কোরিয়া, জাপান, ইউএস সহ সব দেশেই খুব কমন।
আমাদের দেশে যেহেতু সিষ্টেম ভিন্ন তাই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হতে পারে।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:০৩

রাঘব বোয়াল বলেছেন: ok kore disi
amader deshe ei shubidha asbe kobe???
fone theke comment kora tai banglay likhte parinai.sorry.

৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪

নাহিদ তামিম বলেছেন: আগের ফোন গুলা কি মানুষ ফেলে দিসে??? মানে তো হয় না। তবে বাংলাদেশের মানুষের ফোন দেখলে মনে হয় I Phone বাংলালিন্ক দামে পাওয়া যায়।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:০৫

রাঘব বোয়াল বলেছেন: he he he

৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... স্যামসাং সিরাম দেখায়া দিতাছে !!! :)

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:০৭

রাঘব বোয়াল বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.