![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
আজকে আমি আপনাদের ২০ টি সুপার ফুড
এবং তাদের সবচে ভাল গুন তুলে ধরব। আসুন জেনে নেই এসব
জাদুকরী খাবারের নাম এবং তাদের গুণ-
১. স্মৃতিশক্তি বৃদ্ধি----- ব্লু বেরি
২. ত্বক রক্ষাকারী----- আঙ্গুর
৩. ভুঁড়ি কমানো------ বার্লি
৪. ক্যান্সার ফাইটার---- কালো শিম
৫. কোলেস্টেরল কমানো---- তিল বীজ
৬. হাড় রক্ষাকারী----- পনির
৭. ক্যান্সার ফাইটার---- ব্রকলি
৮. খাদ্য আঁশে ভরপুর---- আপেল
৯. ব্যায়ামের শক্তি যোগায়---- ওটস / কর্ণ ফ্লেক্স
১০. ব্যায়ামের পরের খাদ্য---- পিনাট বাটার
১১. ব্যাথা দূরীকরণে----- আদা
১২. ক্লান্তি নিবারক---- চকলেট মিল্ক শেক
১৩. ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই---- চিকেন সুপ
১৪. ঘুম আসে না ?----- চেরিফলের জুস
১৫. আলসার কমাতে---- পেঁয়াজ
১৬. আয়রনের ঘাটতি কমাতে----- শিমের বিচি/কলা
১৭. বয়স এর ছাপ কমাতে----- পেয়ারা
১৮. মাংসপেশী বানাতে---- পুঁইশাক
১৯. মুখের দুর্গন্ধ দূর----- লেটুস
২০. রক্তবান্ধব----- কেল (রঙ্গিন বাধাকপি)
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২২
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্য...
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫১
ভুল্কিস বলেছেন: বেশীরভাগই তো দেখি ভদ্দনোকদের খাবার
পুষ্টে ২য় প্লাস
২১ শে জুন, ২০১৩ সকাল ৭:৩০
রাঘব বোয়াল বলেছেন:
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আরো কয়েকটি উপকারী খাবারঃ
রশুন
আ্যভোকাডো
মধু (যাদের মধুমেহ রোগ আছে, তাদের জন্য নয়)
তরমুজ (ন্যাচারাল ভায়াগ্রা)
টমেটো (কাঁচা)
কাঁচা মরিচ (রান্না ছাড়া) (এখানে একটি বায়োক্যামিক্যাল উপাদান রয়েছে, যা' ব্যাথা-বেদনা সহ্য করার ক্ষমতা বাড়ায়)
ধন্যবাদ।
২১ শে জুন, ২০১৩ সকাল ৭:৩২
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।কমেন্টে আরও নতুন কিছু জানানোর জন্য।
৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৪
মনিরা সুলতানা বলেছেন: জেনে নিলাম...
অনেক অনেক ধন্যবাদ
২১ শে জুন, ২০১৩ সকাল ৭:৩২
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্য...
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৪
শূন্য পথিক বলেছেন: ++
২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:২৫
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ
৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২২
মাক্স বলেছেন:
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
রাঘব বোয়াল বলেছেন: :-&
৭| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
আমিতপু বলেছেন: জেনে নিলাম। আশা করি কাজে লাগাব
২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১৩
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ।লাগাতে থাকেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৪
বোকামানুষ বলেছেন: তথ্য গুলো কাজের ধন্যবাদ