![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
আশরাফুল কোন খুনী নয়
আশরাফুল কোন ধষর্ক নয়
আশরাফুল কোন চোর নয়
আশরাফুল কোন ডাকাত নয়
আশরাফুল কোন রানা নয়
আশরাফুল কোন যুদ্ধাপরাধী নয়
মাননীয় বিসিবি প্রেসিডেন্ট আপনার বাবা সাবেক রাষ্টপতি মরহুম জিল্লুর রহমান নিজে ফাঁসির আসামীকে পর্যন্ত ক্ষমা করে গেছেন, আপনি তার ছেলে হয়েও আশরাফুলের প্রতি একটু সদয় হতে পারেন না? আপনি চাইলেই এখনো সবকিছু স্বাভাবিক করে দিতে পারেন।
এদেশেতো এরশাদ সিকদার কিংবা বাংলা ভাইয়ের মত আরো অনেক আসামীকেই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও কি এদেশে আপরাধের পরিমান কমে গেছে? না, তাহলে আপনারা কিভাবে বলেন একা আশরাফুলকে বলির পাটা বানিয়ে এদেশ থেকে ফিক্সিং বন্ধ করে দিবেন?
আমাদের শরীরের কোন অংশ যদি রোগাক্রান্ত হয় বা আঘাত পায় তাহলে আমরা কি সেই অংশ কেটে ফেলে দেই? না, আমরা সেখানে চিকিৎসা নেই, ঔষধ ব্যাবহার করে সেই ক্ষত স্থান আবার পূর্বের ন্যায় ভালো করে তুলার চেষ্টা করি। আশরাফুল, সেতো বাংলাদেশ ক্রিকেটের একটা অংশই, তাহলে কিভাবে তাকে ফেলে দিয়ে এদেশের ক্রিকেটকে সুস্থ রাখার চিন্তা করেন?
পৃথিবীতে এমন কেউ নেই যে সে কোন দিন কোন ভুল করেনি, তবে এরকম খুব কমই আছে যারা সেটা স্বীকার করে এবং ক্ষমা চায়, অনুতপ্ত হয়। তাই প্লিজ আমাদের প্রিয় অ্যাশকে প্রথম এবং শেষ বারের মত শুধু একবার ক্ষমা করে দিন, ফিয়িয়ে দিন আমাদের লিটল মাস্টার আশরাফুলকে, ফিরিয়ে দিন আমাদের সেই ব্যাটসম্যানকে যার একটি সেঞ্চুরী দেখলে আমাদের চোখে সুখের কান্না চলে আসে আর একটি খারাপ ইনিংস দেখলে দুঃখে অশ্রু ঝরে। প্লিজ! প্লিজ! প্লিজ!
collected -- Click This Link
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৮
রাঘব বোয়াল বলেছেন: একমত
২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০০
মামুinসামু বলেছেন: আশরাফুল এর ব্যাপারে সবাই যেভাবে হার্ডলাইনে গেল অন্য অনেক ব্যাপারে তা দেখা যায়না। আশরাফুলকে ক্ষমা করা উচিৎ।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৯
রাঘব বোয়াল বলেছেন: ভালো মানুষের পক্ষে সবাই হার্ডলাইনে যাবে এটাই স্বাভাবিক।
৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১১
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আশরাফুলের লঘু শাস্তি চাই। কিছুদিন আগে প্রথম আলো'র রিপোর্টে ফিক্সিং এর তদন্তে আইসিসিকে পূর্ণ সহায়তা দেয়ায় আশরাফুলের শাস্তি কম হতে পারে এরকম একটা আভাস পাওয়া গেছে।
আমি চাই, সে আবার বাংলাদেশ দলের হয়ে মাঠে নামুক।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১৮
রাঘব বোয়াল বলেছেন: ওর প্রতি আমাদের সবার দোয়া থাকবে।
৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:২৩
নিরব বাংলাদেশী বলেছেন: ক্ষমা তো শেখহাসিনা ও চেয়েছিল, আমরা একবার না দুদুবার করে ক্ষমা করেছি, এবার নাহোক সামনের বার আবার হয়তো করবো। আর আশরাফুল তো আমাদের মনের রাজা, যতবার ই সেঞ্চুরি করে ততোবারই আমাদের রাত দুপুরে হলেও রাস্তায় নেমে আসতে হয় কারন আমাদের আশরাফুল তো আর শচিন না যে কুফা সেঞ্চুরি করে। যতবার আশরাফুল সেঞ্চুরি আর বাংলাদেশ ইতিহাস হয়ে যায়, মৃত্যু কুপ থেকে ফিরে আসে নয়তো বাঘের হুঙ্কারে বিশ্বকে কাপিয়ে দেয়। একটা সুযোগ কি আশরাফুলের প্রাপ্য নয়?
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩২
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ দিতে বাধ্য হলাম আপনার সুস্বাদু কমেন্টের জন্য
৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪২
অচিন তারা বলেছেন: মামুinসামু বলেছেন: আশরাফুল এর ব্যাপারে সবাই
যেভাবে হার্ডলাইনে গেল অন্য অনেক
ব্যাপারে তা দেখা যায়না।
আশরাফুলকে ক্ষমা করা উচিৎ।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১২
রাঘব বোয়াল বলেছেন: ভালো মানুষের পক্ষে সবাই হার্ডলাইনে যাবে এটাই স্বাভাবিক।
৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তার শাস্তি কমানো যেতে পারে।
তবে পুরোপুরি ক্ষমা গ্রহনযোগ্য নয়
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৫
রাঘব বোয়াল বলেছেন: ১ বছরের জন্য নিষিদ্ধ করে আবার খেলায় ফেরানো জেতে পারে
৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৫
দুরন্ত-পথিক বলেছেন: আশরাফুলের এই ঘটনার পিছনের লোকজনদের বিচার চাই।আর আশরাফুল কোন চাপে পড়ে এটা করেছে সেটাও জানতে চাই।তবে আজ না হোক কাল আমরা এটা জানতে পারব আর আশরাফুল কে ক্রিকেটে ও দেখব,ইনশাল্লাহ।ভুলে গেলে চলবেনা আশরাফুল এই বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২২
রাঘব বোয়াল বলেছেন: সে অবশ্যই তার সমহিমায় ফিরে আসবে ইনশাল্লাহ
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
ডি মুন বলেছেন: আশরাফুলকে ক্ষমা করা উচিত