![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
► আমাদের চোখের কোয়ালিটি ৫৭৬
মেগাপিক্সেল ক্যামেরার সমান ....
► ডাক্তারের বাজে হাতের লেখার
কারণে বছরে ৭ হাজার লোক মারা যায়।
প্রেসক্রিপশ নে লেখা ঔষধেরনাম বুঝতে না পেরে ভূলঔষধ সেবনের
ফলে এমনটা ঘটে।
► ফেসবুকে তিন
কোটি আইডি আছেযে গুলার মালিকমৃত .....
► একজন ডানহাতি মানুষের
চেয়ে বামহাতি মানুষের আয়ু ৯বছর বেশি .....
► একটি সিগারেট খাওয়া মানে জীবন থেকে ১১মিনিট হারানো.....
► কোন যমজ ভাই যদি অন্য যমজ বোন
কে বিয়ে করে তাহলে তাদের সন্তান ও যমজ
হওয়ার সম্ভাবনা বেশি .....
► পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের জন্মদিন
আগষ্ট মাসে ও সবচেয়ে কম ফেব্রুয়ারি মাসে .....
ফেসবুকের একটা পেজ থেকে তথ্যগুলো পাওয়া
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও কিছু সময় নিয়ে পড়ার জন্য
২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
আমি মাসুদ বলেছেন: একটি সিগারেট খাওয়া মানে জীবন থেকে ১১মিনিট হারানো....আর
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
রাঘব বোয়াল বলেছেন: আর ????????
৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৪| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯
পথহারা সৈকত বলেছেন: ডাক্তারের বাজে হাতের লেখার
কারণে বছরে ৭ হাজার লোক মারা যায়।
প্রেসক্রিপশ নে লেখা ঔষধেরনাম বুঝতে না পেরে ভূলঔষধ সেবনের
ফলে এমনটা ঘটে।X
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
রাঘব বোয়াল বলেছেন:
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
লজিক মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ ডাক্তার দের অবস্থা না হয় বুঝলাম। আমি তো সেই কবে থেকে খাতা কলমে লেখা ছেড়ে দিছি ভুলেই গেছি। দরকার পড়লে ওয়ার্ডে লিখে প্রিন্ট করে নি। আর বাজারের লিস্ট তো মোবাইলেই থাকে....।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
রাঘব বোয়াল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪
মোমেরমানুষ৭১ বলেছেন: ধন্যবাদ রাঘব বোয়াল সাহেব। সুন্দর কিছু তথ্য শেয়ারের জন্য