নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

বাংলাবিলাই (লায়ন বলতে লজ্জা লাগে:|) এর কপালে সামুর প্রায় লাখ খানেক ব্লগারকে দিয়ে ১ লক্ষ লাথি মারানো কি সম্ভব??X((X((X((X((

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯





গত চার মাস ধইরা যেই জালার মধ্যে আছি আপনাদের বইলা কেমতে বুঝাইতাম?:((:((

যারা আমার মত ভুক্তভোগী শুধু তারাই ওয়াকিহত আছেন এই সম্পর্কে।প্রতিদিন

কানেক্ট হইতে জীবনটা বাহির কইরা দেয়।মাঝে মাঝেতো কানেক্টই হয়না।যদিও কানেক্ট

হয় স্পীড এর অবস্থাতো একেবারেই ১৩টা বাজায়া দেয়। ওদেরকে এই নিয়া অভিযোগ দিতে

ভয় লাগে।কারন একবার ফোন দিলে মোবাইলের বেলেন্স শেষ হবার সভাবনা প্রায় ১০০%।

এখন আপনারা বলতে পারেন চেঞ্জ কইরা অন্য কম্পানির মডেম ব্যাবহার করতেছেননা কেন??

জবাবটা আমি দিয়া দেই

প্রায় সব পানির জল খাইয়া রাগ কইরা শেষে এর কাছেই আইছিলাম।

আমরা কি একটু শান্তি মত কখনোই নেট ব্যাবহার করতে পারুম না ???

জয় ভাই নির্বাচনের আগে নেটের দাম,এদের নেটওয়ার্ক আর কাস্টমার সার্ভিসের

দিকে ভালোমত নজর দেন।আশা করি আপনাদের ব্যালট বাক্সে জনগণের ভোটের

অভাব পড়বে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

লজিক মানুষ বলেছেন: বিলাইরে লাথি না পারলে ... (রেপ) করলেও রাগ কমতো না। X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

রাঘব বোয়াল বলেছেন: :) :D B-) :#) =p~ =p~ =p~ =p~

২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

মদন বলেছেন: +++++++++++++

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

রাঘব বোয়াল বলেছেন: +++ দিলেন কেন? বুঝায়া বলেন

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ডিজিটাল বাংলাদেশের ডিজটাল নেটওয়ার্ক ।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

রাঘব বোয়াল বলেছেন: পুরাই ডিজিটাল ;) ;)

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

শাহ আলম বাদশাহ বলেছেন: আমারতো কানেক্ট হতে কষ্ট হয়না ভাই---মাঝে মাঝে কানেকশন ফেইল্ড দেখালে ইউজার নেম আর পাসওয়ার্ড পুনরায় দিলেই ঠিক হয়ে যায়---এই রোগটা আছে এদের মডেমের।

আর খুব বেশী ডিস্টার্ব করলে মডেম খুলে সফট আনইন্সটল করে পুনঃ চালু করলেই কাজ হয়।

আপনার কী মডেম জানিনে--- ইউএসবি সাইজটা হলে নিচতলায় অনেক সময় কানেক্ট হতে সমস্যা হতে পারে, তবে লম্বা কেবল লাগালে সমাধান পাওয়া যায়।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

রাঘব বোয়াল বলেছেন: আপনার কথা মত কাজ আগেই করছি কিন্তু কিছুতেই কিছু হয়না। লম্বা কেবল আমি ব্যাবহার করি তাও একি অবস্থা।চিন্তা করতেছি আগামি মাসে এইডা বিক্রি X( কইরা দিমু।

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

বাগসবানি বলেছেন: ১০০ এমবি এর শেয়ার্ড লাইন দিয়ে লোকজনকে আর কত ব্লাফ দিবে । এরা ইউজার সংখ্যা বাড়ায় কিন্তু কানেকশন দেয় শেয়ার্ড কানেকশন । কম খরচে বেশি লাভ। এইকাজটা বিগত ১২ বছর যাবৎ করে আসতেছে । কোনো সরকারের এটাতে মাথা ব্যথা থাকার কোনোই কারণ নেই । সরকারকে এরা এককালীন কিছু টাকা দেয় ট্যাক্স এর নামে যা কোনোদিনই সরকারী কোষাগার পর্যন্ত পৌছাতে পারে না । মাঝখানে কোথাও একটা না কয়েশটা ফুটো থাকার কারণে ঐগুলা বায়ুর সাথে নির্গত হয় । অপরদিকে ম্যাংগো পাবলিক খালি এক অপারেটর থেকে আরেক অপারেটরে লাফালাফি করতে থাকে । এইযে একটা বিজ্ঞাপন দেয়া ৩জি এর । ২ বছর ধরেই তো দেখতেছি । কই সার্ভে করে দেখেন কয়জন এইটার সুবিধা নিতে পারতেছে । তাহলে এত টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে কিভাবে । এমন তো না যে একটা বিজ্ঞাপনের মূল্য মাত্র পাচ পয়সা !!!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

রাঘব বোয়াল বলেছেন: বাংলাদেশে যেহেতু প্রতিটা পরতে পরতে সমস্যা,আর এইগুলা ঠিক করার মত যেহেতু কেউই না...
থাকুম না আর এই দেশে .......

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

শাহ আলম বাদশাহ বলেছেন: তাহলেতো সমস্যা ভাই? এককাজ করেন ওদের কাস্টমার কেয়ারে গিয়ে আপনার ম
মডেম াপডেট করে নিন---সমাধান হতে পারে---সফওয়ার আপডেত করে নিলে।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

রাঘব বোয়াল বলেছেন: না এত আর কাস্টমার কেয়ারে জামুনা। চিন্তা করতেছি বিক্রি কইরা দিমু।

৭| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

মো: আতিকুর রহমান বলেছেন: haha ami lathi martam na ami sorkari doler lok. bangla bilaike digital aiyon er maddhome amra deshke aro ek dhap egiye niyeci!!! :;) :D

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

রাঘব বোয়াল বলেছেন: !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.