![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
পার্টির নাম ‘গ্রামীণ পার্টি বাংলাদেশ’!
১০টি দল নিয়ে নতুন রাজনৈতিক দল
গঠন করবেন ড. মুহাম্মদ ইউনূস।দেশের
রাজনীতির চাকা কি এইবার ঘুরা শুরু করবে??
এইবার মনে হইতেছে কিছু একটা হবে।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
রাঘব বোয়াল বলেছেন: লিংকু দেওন জাইতনা।
২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
ইমরান হক সজীব বলেছেন: ভুদাই ভাই এইখানে দেখেন
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২
রাঘব বোয়াল বলেছেন: আমি এই লিংক থেকে জানিনাই তাই দেই নাই।একেবারে ভুদাই এর মত কমেন্টটা করলেন।
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯
বাগসবানি বলেছেন: হুমম সাইকেলের চাকায় আরেকটা স্পক যুক্ত হইল আর কি !
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
রাঘব বোয়াল বলেছেন: সমস্যা মনে করি না।
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: ডাঃ ইউনুস মিয়ারে নিয়া আমি কখনই সমালোচনা করিনাই তবে গতকাল একটা নিউজ পেপারে দেখলাম তিনি নাকি নতুন রাজনীতি দল বানাচ্ছে , আর দলের নাম ( গ্রামীণ পার্টি বাংলাদেশ ) জিপিবি ‘ তার রাজনীতিতে নামতে দেখে ‘নতুন টিনের চাল’ এর কথা মনে পড়লো ।
তখন সম্ভাবত ১৯৯৬-১৯৯৭ হবে , তখন আমি অনেক ছোট ,তখন আমাদের গ্রামের প্রথম গ্রামীণ ব্যাংকের ঋণ দেওয়া শুরু হয়।যেইটাকে স্থানীয় ভাষা বলা হতো কিস্তিতে টাকা নেওয়া । আমাদের গ্রামের যেতো গরিব পরিবার ছিল সবাই ৪০-৫০ হাজার টাকা কিস্তি নিয়ে নতুন টিনের চাল দিয়ে ঘর বানিয়েছিল । গ্রামের তখন আর ভাঙাচুরা কোন ঘর ছিলনা ।সবাই নতুন টিন দিয়ে ঘর বেধে ছিল ।
তো তেমনই পাশের বাড়ির একজনকে আমার চাচা জিজ্ঞাসা করেছিল কিরে নতুন টিন দিয়ে যে ঘর বানাইলি এই টাকা পরিশোধ করবি কিভাবে ?
ঐ লোক জবাবে বলেছিল ঃ যেই লোক আমাদের কিস্তি দিচ্ছে সে সম্ভাবত একটি রাজনীতি দল করবে এবং সবাইকে বলবে আমাকে ভোট দেও ! আমি তোমাদের কাছ থেকে কিস্তির টাকা নিবোনা ।
এই কথা আমার চাচা শুনে হা হা হা করে হেসেছিল আর বলেছিল দেখিছ নতুন টিনের ঘরের সাথে বাড়িও যেন না যায় !!
তার ৭-৮ মাস পর কিস্তির টাকা দিতে না পেরে সবাই নতুন টিনের ঘর বিক্রি করা শুরু করে , এবং অনেকে বাড়ি বিক্রি করেছিল সেই টাকা পরিশোধ করার জন্য । আর এক মহিলা তো কিস্তির টাকা দিতে না পেরে ইন্দুর মারার বিষ খেয়ে মরতে চেয়েছিল , তার পর গু-মুত-তেতুল খাওয়াইয়া বমি করাইয়া তারে বাচানো হয়েছিল ।
দীর্ঘ ১৬ বছর পর সেই লোকের কথা মনে হলো ইউনুস ভাই কে রাজনীতিতে নামতে দেখে । তাই আমি বলতে চাই তরা সবাই বেশি বেশি করে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করে দে ……………….. ইউনুস বাইকে ভোট দিলে সেই ঋণ আর পরিশোধ করতে হবেনা ।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
রাঘব বোয়াল বলেছেন: দুই নেত্রীকে দেখে দেখে তো চোখ তিতা হয়ে গেছে দেখিনা উনি কি করে
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭
আহলান বলেছেন: দেশ সেবার জন্য কি রাজনীতি করা জরুরী?
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
রাঘব বোয়াল বলেছেন: রাজনীতি ছাড়া দেশ সেবা করা দুরুহ
৬| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
এস.বি.আলী বলেছেন: মনে হয় না সত্য।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩১
রাঘব বোয়াল বলেছেন: আর কিছুদিন যাক তারপরই টের পাবো।
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
রাহুল বলেছেন: সব রসুনের গো্য়া এক যায়গা্য়।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২
রাঘব বোয়াল বলেছেন:
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
nurul amin বলেছেন: ক্ষমতা পাওয়ার আগে সবাই ভাল
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
রাঘব বোয়াল বলেছেন: ওদেরকে অনেকবার সুযোগ দিছেন এরে একবার সুযোগ দেওন যায়।
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
মো: আতিকুর রহমান বলেছেন: notun mukh always welcome. desh ta mukti pabe asha kori
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
রাঘব বোয়াল বলেছেন: সহমত
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩
সবখানে সবাই আছে বলেছেন: জামানত বাজেয়াপ্ত হবে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে নৌকা আর ধানের শীষ মোহর মেরে দেয়া হয়েছে। এর বাইরে যেই আসুক তার ভোট ২-৫ শ র বেশি যাবে না। সবচেয়ে বড় ব্যাপার ব্র্যান্ডিং বলেন, আর ব্যাবসা বানিজ্য , সন্ত্রাসী, ক্যাডার, ছাত্র রাজনীতি, শ্রমিক নেতা, ধর্ম ভিত্তিক রাজনীতি সব কিছুর কর্নধার এই দুই দল। এই দুই দল কিভাবে চলে আর কিভাবে ভোট পায় সেইটা না বুঝে ইউনুস সেন্টারে বসে টিভির সামনে রাজনৈতিক দল শুরুর ঘোষনা দিলেই এই দুই দলের বালটাও ছিড়া যাবে না। পলিটিক্যাল সাইন্সের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করলে আরও ভাল বুজতে পারবেন কিভাবে লীগ বিএনপি নিজেদেরকে ঐ পর্যায়ে নিয়ে গেছে। তারা এইসব নিয়ে রিসার্চ থেকে শুরু পিএইচডি পর্যন্ত করে। যাইহোক রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, নিজের মান ইজ্জত নিজে না রাখতে পারলে কিছুই করার নাই।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪০
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য
১১| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
rafiq buet বলেছেন: আগেওতো একবার রাজনীতিতে এসেছিলেন সুদের মহাজন ইউনুস .......... তো কি হল
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫
রাঘব বোয়াল বলেছেন: ইউনুস মিয়াকে এইবার আসার মত আসতে হবে
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
চলতি নিয়ম বলেছেন: আমি বস কে স্বাগত জানাবো..........
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
রাঘব বোয়াল বলেছেন: আমাদেরতো দেয়ালে পিঠ ঠেইকা গেছে দেখিনা একবার সুযোগ দিয়া
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ভোরের সূর্য বলেছেন: এইটা সত্য হলে আমার ভোট টা এখানেই যাবে।এখানে দেখুন
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২
রাঘব বোয়াল বলেছেন: আমারো টাও
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
ইমরান হক সজীব বলেছেন: ভাই আপনার তো দেখি পারিপার্শ্বিক মনোযোগ এবং কমন সেন্স ও কম!
আমার প্রথম কমেন্টের উপরের জনার কমেন্ট খেয়াল করুন ।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
রাঘব বোয়াল বলেছেন: আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ভুল করে ফেলছি।আর ভুল কিন্তু মানুষই করে।দয়া করে ক্ষমা করে দিবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
ভুদাই আমি বলেছেন: ভাই, লিংকু দেন