নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স আয়োজিত এক সভায় আজ দেশের সব অপারেটর তাদের ইন্টারনেট এর মূল্য নির্ধারণ করলো !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

এই নির্ধারিত মূল্য ২০১৮ সাল পর্যন্ত চলিবে !!! এবং 3G সেবা ২০১৪ এর মার্চ মাসেই সারাদেশে পৌছে যাবে -

মূল্যঃ

১. Grameenphone 3G -> 1 gb =215 taka

২. Banglalink 3G -> 1 gb= 215 taka

৩. Robi 3G -> 1 gb =213 taka

৪. Airtel 3G -> 1 gb = 175 taka

৫. Teletalk 3G -> 1 gb= 175 taka

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

টোকাই সিকদার বলেছেন: আর একটু কমালে ক্ষতি কি ??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

রাঘব বোয়াল বলেছেন: এর চেয়ে কম দিলে কম্পানি স্ট্রোক :-P :-P কইরা মইরা যাইব

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

চোখাচোখি বলেছেন: এতো দাম দিয়ে ব্যবহার করার শখ আমার উবে গেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

রাঘব বোয়াল বলেছেন: আমি টেলিটকটা নিতে পারি।মন্দের ভালো

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

হেডস্যার বলেছেন:
১ জিবি ২১৫ টাকা :D
তোদের ৩জি তোরাই ইউজ কর.... X((
যেদিন ১জিবি ১০০ টাকা হবে সেদিন ইউজ করব।

আমার ২জি তেই চলে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

শাহ আলম বাদশাহ বলেছেন: আমি এখন ১৪জিবি পাই ১১০০ টাকায়, কোনটাওভালো??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

রাঘব বোয়াল বলেছেন: আপনার টা ভালো না

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

দি সুফি বলেছেন: সোর্স কি??

এটা ভুয়া নিউজ, বেশ কয়েকদিন ধরেই এটা দেখতেছি ফেইসবুকের পাতায় পাতায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

রাঘব বোয়াল বলেছেন: আমিও ফেসবুক থেকে পাইছি

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

ভোরের সূর্য বলেছেন: নিউজটা খুব একটা ক্লিয়ার হলনা। যদি কাইন্ডলি একটু খুলে বলেন তাহলে ভাল হয়। যে দামের কথা বলা হইছে তাতে স্পিড কত দিবে?এখন তো ইন্টারনেট মানে এই না যে ২১৫টাকায় ১/২ জিবি বরং উল্লেখ করতে হবে কত স্পীড(ব্যান্ডউইথ) দিবে।
আপনি খবর টা কোথায় থেকে পেয়েছেন জানিনা।তবে মনে হচ্ছে খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে কারন এরকম খবর আগে থেকেই জানতাম যে আজকে মিটিং হবে সব অপারেটরের আর এসব ক্ষেত্রে সাধারণত অপারেটরা নিজ নিজ মার্কেটিং পিলিসি নির্ধারণ করে অন্য অপারাটরের সাথে আলোচনা না করেই।তাই একসাথে বসে ইন্টারনেটের মুল্য ঘোষনা করা মানতে পারছিনা।

আরেকটা ব্যাপার হল ২০১৮ সাল পরযন্ত কেউ এটা করবেনা কারন সময় সময় সরকার কমালে এরাও দাম কমাবে।আর সবচেয়ে বড় ব্যপার হল টেলিটকে ২৫৬কেবিপিএস ১জিবি এখনই ১৭৫টাকা প্রিপেইডে আর পোস্টপেইডে ২৫৬কেবিপিএস ৩জিবি ৪০০টাকা আর ৭জিবি ৭০০টাকা মানে ১জিবি ১০০টাকা পড়ে সেক্ষেত্রে আপনার ১৭৫টাকা ১জিবি টেলিটকে খবরটা বিশ্বাসযোগ্য নয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

রাঘব বোয়াল বলেছেন: জিপি ৩ জি নিয়া আসলে একটু চেঞ্জ হইতে পারে

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

তারেক হিমু বলেছেন: অফিসিয়ালি কোন অপারেটরই এখনোও তাদের ইন্টারনেট এর মূল্য নির্ধারণ করেনি। সো, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

রাঘব বোয়াল বলেছেন: দোয়া কইরেন জাতে মূল্যটা আমদের হাতের নাগালে থাকে

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

নষ্ট ছেলে বলেছেন: টেলিটকে ১ জিবি ১৭৫ টাকা কিন্তু ১০ দিন ভ্যালিডিটি X( আবার ২৫৬ কেবিপিএস X((

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

রাঘব বোয়াল বলেছেন: কোন ভুদাইরে দিয়া জে টেরিফ প্ল্যান করছে???আল্লাহই ভালো জানেন

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

সারাহেপি বলেছেন: :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

রাঘব বোয়াল বলেছেন: :D :D

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

নীলতিমি বলেছেন: ভুউউউউউউউউউআআআআআআআআআআআআআ :P :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

রাঘব বোয়াল বলেছেন: /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.