নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

রক্তচোষা মূল্য নির্ধারনের মাধ্যমে যাত্রা শুরু করলো গ্রামীনফোন ৩জি X(X( আমরা সবাই কি নিশ্চুপ থাকবো???

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

নেটের মূল্য আমাদের সাধারন মানুষের নাগালের বাইরে।ব্লগে কি কোন সাংবাদিক ভাই নাই???যদি থেকে থাকে তাহলে দৈনিক পত্রিকায় এর বিরুদ্ধে দয়া করে বেবস্থা নিন।

৫০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন

১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন

১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন

২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন

৪ গিগাবাইট -৯০০টাকা

৫ গিগাবাইট -৯৫০টাকা

স্পীড ৮০০ কেবিপিএস

১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন

৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন

স্পীড ১ এম বি পি এস

১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন

২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন

৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন

৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন

৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন

৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাশাল্লাহ!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

রাঘব বোয়াল বলেছেন: জয় ভাই এখন কোথায়???

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

এস বাসার বলেছেন: থাক ুতমারানির থ্রি জি! X(( X(( X(( X(( X(( X((

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

রাঘব বোয়াল বলেছেন: রাষ্ট্রায়ত্ত টেলিটকও তো একি দুঃখ দিলো।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নাহ, চুপ থাকব কেন?

আমরা ব্যবহার না করে প্রতিবাদ জানাব ;)

যখন প‌্যাকেজ সেল রেসিও দেখবে কম-- আপসে রেট কমায়া দেবে :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫

রাঘব বোয়াল বলেছেন: তাইলে বাংলাবিলাইরে আর ছারুম না

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

শেরশাহ০০৭ বলেছেন: সব চুর এর দল

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

রাঘব বোয়াল বলেছেন: চুর না ডাকাইত

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

ShusthoChinta বলেছেন: একেবারে হতাশ হওয়ার কিছু নাই,জিপি বাটপারের রেট বেশি হতে পারে কিন্তু টেলিটকের রেট অনেক সহনীয়, টেলিটকে এই স্পিডে ১ গিগা ১৬০ টাকা,৫ গিগা ৬০০ টাকা,ভিডিও কলরেটও অনেক কম,১ টাকা মিনিট আর FNF মাত্র পঁচিশ পয়সা।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

রাঘব বোয়াল বলেছেন: কই কম নয়া প্যাকেজে ১ জিবি ৩০ দিনের মূল্য ভেট সহ প্রায় ৩০০ টাকা

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

ল্যাটিচুড বলেছেন: যা - খেলবো না ............

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

রাঘব বোয়াল বলেছেন: আমিও খেলবো না ............

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

ShusthoChinta বলেছেন: জিপির তো ৩০ দিনেরটা ৬০০ টাকা,অর্থাত্‍ টেলিটকে অর্ধেকেরও কম,এরপর তো আরো কমবে কিছুদিনের মধ্যেই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

রাঘব বোয়াল বলেছেন: গত ১ বছর আগে থেকেইতো শুনছি কমবে।কই আর কমলো??

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

অয়োময় বলেছেন: এদের অফিসিয়াল পেইজে তো কিছু পেলাম না!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

রাঘব বোয়াল বলেছেন: ১/২ দিনের ভেতরি পাইবেন

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

রাঘব বোয়াল বলেছেন: ১/২ দিনের ভেতরি পাইবেন

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮

মোমেরমানুষ৭১ বলেছেন: মাশাল্লাহ!!!
এই তো ডিজিটাল বাংলাদেশের দিকে এগুচ্ছে দেশ....
এবার শুরু হল ডিজিটাল কায়দায় রক্তচোষা..।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩

ওবায়েদুল আকবর বলেছেন: সাংবাদিকরা কেমনে লেখবে? বিজ্ঞাপনের লোভে দেখেন লুঙ্গি খুইলা আপনার সাথে ঝগড়া লাগায়া দিব।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

রাঘব বোয়াল বলেছেন: সাংবাদিকরা না জনগণের বন্ধু

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

ইসতিয়াক আহ্‌মেদ বলেছেন: আই usage koirtam na

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

রাঘব বোয়াল বলেছেন: না করি কিরবেন???

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

ইনফা_অল বলেছেন: কোমপানি গুলি ৮১৬ কোটি টাকা দিয়ে ৫ mhz bw কিনছে কি কম টাকায় বেচার লাগি

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২

রাঘব বোয়াল বলেছেন: জনগণের অবিভাবক নাকি সরকার :( আমাদের দেশে তা মনেই হয় না।অবিভাবকের সামনে দিয়া শালারা ডাকাতি করতেছে X(( দেখার কেউ নাই।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

দ্য রেড ব্যারন বলেছেন: সমস্যা নাই, মানুষ যখন ফ্রি তে বাঁশ দেয়া শুরু করবে তখন বুঝবে ঠ্যালা। ২৫কেবিপিএস এ বাঁশ দিয়া মজা নাইক্কা। ১এম্বিপিএস এ বাঁশ দিয়াও মজা, খাইয়াও মজা, সেইটা তারা শিগগির ই টের পাইব :P :P :P :P :P

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩

রাঘব বোয়াল বলেছেন: কোটি কোটি ব্যাবহারকারির মাঝে বাঁশ আর কয়জন দিতে পারবে???

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: সুইডেনে ৫০০ এমবি কিনতে গেলে ৫০ ক্রোনার মানে ৫৫০ টাকা আর ১ গিগা কিনতে গেলে ৯৯ ক্রোনার মানে ৯৯০ টাকা। তাও আবার পোস্টপেইডে এটা থ্রে এর হিসাবে। যেখানে ইরিকসন এদের নিজস্ব কোম্পানী। নরওয়ে ফিনল্যান্ডে এর দাম আরো বেশী।


সেখানে বাংলাদেশে সব যন্ত্রাংশ নিজে বানায় না এমনকি সেট আপ টা করার জন্য বিদেশী ইন্জ্ঞিনিয়ার লাগে সেখানে কিভাবে ব্যাবসা করবে? টেলিটক সরকারী কোম্পানী হওয়া সত্বেও যে অফারটা দিয়েছিলো সেটাও কি লাভজনক?

আর বিটিআরসি যখন মূল্য নির্ধারন করে তার কমে বা বেশীতে টেলিকম কোম্পানী গুলো বিক্রি করতে পারে না। এসব মূল্য নির্ধারন করে বিটিআরসি। তো যেহেতু মূল্য নির্ধারন করে বিটিআরসির ভ্যালু এন্ড ট্যারিফ সেকশন সেহেতু কাকে চাপ বা গালি দেয়া বুদ্ধিমানের কাজ?


এখনও কি বোঝেননা নাকি বুঝেও না বুঝার ভান করছে?

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯

রাঘব বোয়াল বলেছেন: যদি কিছু মনে না করেন তাহলে কি বলবেন আপনি কোথায় চাকুরি করেন?

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন:
████ ███ ██ █ লাগবে না তর ৩জি , ফিরিয়ে দে আমার ২জি █ ██ ███ ████

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

রাঘব বোয়াল বলেছেন: জি ৩ জি কোনটাতেই শান্তি নাইক্কা

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

হাসিব০৭ বলেছেন: এটা একটা গুজব ছাড়া কিছুই না

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

রাঘব বোয়াল বলেছেন: দেখা যাক!!!

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: These tariffs are totally fake....… Even the operators has not yet published any 3G tariffs on their own sites!! Whenever any operators release something new they always post it on their own sites at very first.... Guys just use your brain then you will understand… :) একটা ছোট্ট উদাহরণ দেই ঃ দেখেন গ্রামীণের দু'টো প্যাকেজ, ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন , ১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন। এখন ২ নং প্যাকেজ ব্যাবহারের কোন যৌক্তিকতাই নেই কেননা ১নং প্যাকেজে ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন ব্যাবহারের পর আবার নতুন করে নিলে আবার ৫০ টাকায় ৫০০ মেগাবাইট ব্যাবহার করা যাবে। মানে ১০০টাকায় ১ গিগাবাইট!!! তাহলে কোন গাঁধা ৪০০ টাকায় ১ গিগাবাইটের প্যাকেজ নিবে? যদিও মাত্র ৫ দিন বেশি ব্যাবহার করা যাবে। আর টাকার অংকটা ৪ গুণ! মানে প্রথম প্যাকেজ দুবার নিলে মাত্র ১০০ টাকা আর দুই নং প্যাকেজ নিলে একবারে ৪০০ টাকা!!! তো আপনারাই ভেবে বলেন আপনারা কি গ্রামীণকে এতই গাঁধা মনে করেন যে তারা এই রকম অদ্ভুত ট্যারিফ রাখবে? অথবা ধরেন আপনি যদি ১ নং প্যাকেজটা মোট ৮ বার নেন তাহলে খরচ ৪০০টাকা আর ব্যাবহার করতে পারবেন মোট ৪০ দিন আর ডাটা লিমিট ২ গিগাবাইট!!! তাহলে আপনি সেই ৪০০ টাকা দিয়েই কেন ১ গিগাবাইট ডাতা কিনবেন তাও মাত্র ১৫ দিনের জন্য!!! গ্রামীণ কি এতই ছাগল!!! আমার এই যুক্তি কি যথেষ্ট নয় এই ট্যারিফকে ভুয়া প্রমাণের জন্য? আরও ভালভাবে পর্যবেক্ষণ করে দেখেন এরকম আরও অনেক অসংলগ্নতা খুঁজে পাবেন আমি শুধু একটা উদাহরণ দিলাম মাত্র। আসলে ভাই কে বা কাহারা মজা করার জন্য ইন্টারনেটে এই অদ্ভুত ট্যারিফ ছেড়েছে আর জানেনইতো আমরা হলাম হুজুগে বাঙালি। উড়ো কথায় বিশ্বাস করাই আমাদের বাঙ্গালিদের চারিত্রিক বৈশিষ্ট্য। ঐ যে ছোট বেলায় একটা কবিতা পড়েছেন না "কান নিয়ে গেছে চিলে, শুনে সবাই কান খুঁজতে ব্যাস্ত কিনতু কান যে কানের জায়গায়ই আছে সেই খেয়াল কারও নাই" যাই হোক আতঙ্কিত হবার কিছুই নাই। এইটা পুরোপুরিই ভুয়া খবর। যখন বিভিন্ন অপারেটররা 3G টারিফ প্লান ঠিক করে ফেকবে তখন সেটা তারা পরদিনই বিভিন্ন জাতীয় দৈনিকের পাশাপাশি তাদের নিজস্ব সাইটেও পাবলিশ করা হবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

রাঘব বোয়াল বলেছেন: ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন এইটা আপনাকে কে বলছে???
৫০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন এইটাই তো সত্যি বইলা মনে হয়।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

এনাম হক বলেছেন: গ্রামের ফোন যাবহার করলাম না ... রবি করবো সমস্যা ।!

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

রাঘব বোয়াল বলেছেন: রবিও একি পথের পথিক।১৯ আর ২০ আরকি।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

অশ্রু কারিগড় বলেছেন: দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন:
████ ███ ██ █ লাগবে না তর ৩জি , ফিরিয়ে দে আমার ২জি █ ██ ███ ████

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

রাঘব বোয়াল বলেছেন: ২ জি ৩ জি কোনটাতেই শান্তি নাইক্কা

২০| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

উদাসী স্বপ্ন বলেছেন: আমি সুইডেনে আছি ভাই। পড়ালেখা করি সার্কিট ডিজাইনে

২১| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: উদাসী স্বপ্ন @@@ তুই সুইডেনে আছস নাকি ঘোড়ার আন্ডার ভিতর আছস এই কথা তরে কে জিজ্ঞেস করছে??? আজাইরা কোন জায়গায় কি কমেন্ট করে গাঁধা!!! B-))

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

রাঘব বোয়াল বলেছেন: ভাই চেতছেন X( X( কেন??প্রশ্নটা তো আমি উনারে করেছি।আমি মনে করেছিলাম উনি বিটিআরসির কোন কর্মকর্তা!!!!

২২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: hmmm sorry

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

ইনফা_অল বলেছেন: শুধু সরকারকে টাকা কেন, ৩জি ইনফ্রাস্ট্রাকচার করতে কোম্পানগুলির কত টাকা খরচ হচ্ছে সেই সম্পর্কে কোনো ধারনা করতে পারেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.