![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
শাকসবজি, ফলমুল কিংবা মাছ যে কোনো কিছু কিনতে গিয়ে সবাই যখন আতংকে, বাংলানিউজের পাঠক পরিবার তখন থাকতে পারেন নিশ্চিন্তে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে।
পদ্ধতি:
এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ধুয়ে নিন ভালো করে। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।
এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে।
ভিনেগারের এই জীবাণু নাশকতার জন্যই এটা আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।
খোঁজ করুন ঘরে ভিনেগার আছে তো? না থাকলে আজই নিয়ে আসুন।
আর নিশ্চিন্ত থাকুন..
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:০৭
রাঘব বোয়াল বলেছেন: আমি তো একবারও বলিনাই যে ফরমালিন কোন ব্যাকটেরিয়া !! দয়া কইরা আপনি ভালো মত পইরা নেন।
২| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:০৬
ঢাকাবাসী বলেছেন: এটা পরীক্ষিত কিনা বলা নেই, আর সোহানী উপরে যে কথা বলেছেন তাও মনে রেখে লেখকের বক্তব্য আশা করছি।
০৯ ই মে, ২০১৪ রাত ১:০১
রাঘব বোয়াল বলেছেন: লেখক বলেছেন: আমি তো একবারও বলিনাই যে ফরমালিন কোন ব্যাকটেরিয়া
৩| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
রােশদ সুলতান তপু বলেছেন: এটি ব্যাকটেরিয়া দূর করতে পারে ফরমালিন নয়। তাই এটা দিয়ে ফরমালিন দূর করার চেষ্টা হবে বৃথা চেষ্টা।
ভিনিগার একটি এসিড যা আমরা খেয়েও থাকি- এর মধ্যে যে উপাদান আছে তা দিয়ে ফরমালিনের মতো কেমিক্যাল দূর করা অসম্ভব। ভিনিগারের গঠন বা কার্যকারিতা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। ফেসবুকে যেটা পেয়েছেন সেটার পরে অনেক পোস্ট এসেছে তথ্য প্রমাণ সহ- চেক করে নিতে পারেন।
০৯ ই মে, ২০১৪ রাত ১:০২
রাঘব বোয়াল বলেছেন: েখে নেবো
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪০
সোহানী বলেছেন: এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে. .. !!!!!.... ভাইজান ফরমালিন কোন ব্যাকটেরিয়া নয় যে ভিনেগারের বদৈালতে চলে যাবে !!!!
ভালো করে পইড়া দেন পোস্ট দিয়েন।