নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

কেরালা ও কলকাতার চুমু আন্দোলনের সমর্থনে তসলিমা নাসরিন (১৮+)

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

ভারতের কেরালায় চুমু আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করলেন তসলিমা নাসরিন। তিনি চুমুকে ইতিবাচক হিসেবে তুলে ধরে তার ফেসবুকে লেখেন, 'চুমুর মতো চমৎকার জিনিস আর হয় না। দিন দুপুরে চুমু খাব, প্রকাশ্যে খাব, একশ লোককে দেখিয়ে চুমু খাব -- এরকম একটি আন্দোলন চলছে এখন ভারতে। কেরালা থেকে কলকাতায়।'



সম্প্রতি কেরালার কোচিতে একটি কফিশপে ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিক প্রেমিকা বসে থাকায় সেখানে পুলিশ হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে তসলিমা বলেন, 'ছেলে মেয়েদের রাস্তায়-নদীর পাড়ে-পার্কে ঘনিষ্ঠ হয়ে বসতে দেখলেই পুলিশ এসে ঝামেলা করে। প্রেম করা যেন অন্যায়। ভালবাসা টালবাসা চলবে না। প্রেম, চুমু, হাত ধরে হাঁটা--এসব নাকি অশ্লীল। যৌনতা অশ্লীল। ভায়োলেন্স কি অশ্লীল? আমার মনে হয় না কেউ বলবে ভায়োলেন্স অশ্লীল।



অশ্লীলতার প্রসঙ্গে বলেন, রাস্তা ঘাটে মানুষকে অসম্মান কর, অকথ্য ভাষায় গালি দাও, যৌন হেনস্থা কর, মারো, গরিব পকেটমারকে সবাই মিলে মারতে মারতে মেরেই ফেল, কিছুই অশ্লীল নয়। অশ্লীল সেই দৃশ্য যখন তুমি ভালোবেসে কারো হাত স্পর্শ করবে, ভালোবেসে কারো ঠোঁটে চুমু খাবে। ফেসবুকে শেষ লাইনে ক্ষোভ প্রকাশ লেখেন, 'ভালোবাসা অপরাধ. চারদিকে ঘৃণার জয়জয়কার।'

দৈনিক কালেরকন্ঠ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.