![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
ভাগ্য ভালো ছোট বোন এসএসসি তে এ+ পাইছিল নাইলে টেলিটক আগামী প্যাকেজের স্বাদ কখন পাইতাম না। গত ৪ মাস ধরে এই সিম ব্যাবহার করছি।কল রেট যেমন কম ইন্টারনেট এর খরচও একদম হাতের নাগালে।আবার নির্দিষ্ট পরিমান রিচার্জ এ বোনাস।এসব সুবিধার জন্য অন্য অপারেটর এর মত কোন কঠিন শর্ত নাই।
একটা সুখবর পুনরায় রেজিস্ট্রেশন এর সুযোগ দেয়া হয়েছে আর রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ১৫.১১.১৪ । তাই দেরি না করে যাদের সুযোগ আছে তারা এই সিম সংগ্রহ করার জন্য আহবান জানাইতেছি।
কল রেট ঃ ৬০ পয়সা যে কোন অপারেটর ২৪ ঘন্টা
২৫ পয়সা যে কোন টেলিটক এ ২৪ ঘন্টা
১০ সেকেন্ড পালস।
ডাটা রেট ঃ ১০০ টাকায় ১ জিবি ৩জি ২৪ ঘন্টা
৮০ টাকায় ১ জিবি ২জি ২৪ ঘন্টা
আর প্রতি ২৫ টাকা রিচার্জ এ ২৫ মিনিট,২৫ এস এম এস,২৫ এম এম এস,২৫ এম বি ডাটা একদম ফ্রি।যার মেয়াদ ৩ দিন।
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮
রাঘব বোয়াল বলেছেন: শুধু এসএসসি তে এ+ প্রাপ্তদের জন্যই
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মাদ কাইয়ুম বলেছেন: আমিও ছোট ভাইয়ের আগামী প্যাকেজ ব্যবহার করি ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
সকাল হাসান বলেছেন: ইন্টারনেটটা বেশ সাশ্রয়ী! এটা কি সাধারন অন্য কেউ নিতে পারবে না? নাকি শুধু এসএসসি তে এ+ প্রাপ্তদের জন্যই?