![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
সভ্যতা কোন পর্যায়ে চইলা গেছে। টের পাইতাছেন??ছবি দিলে মডুর হাতে কট খামু।খালি পড়েন।
শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রোহিত শর্মার ২৬৪ ইনিংস নিয়ে উল্লোসিত পুরো ভারত। সোশ্যাল মিডিয়ায় রোহিতকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট-ট্যুইট করছেন। ট্যুইট করেছেন সোফিয়া হায়াতও! কিন্তু সেই ট্যুইট দেখে চক্ষু চড়কগাছ আম জনতার।
সোফিয়া তার টুইটার অ্যাকাউন্টে সম্পূর্ণ নগ্ন ছবি পোস্ট করে রোহিতকে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, আমার নগ্ন ফটোশ্যুট আমি রোহিত শর্মার ঐতিহাসিক স্কোরকে উৎসর্গ করলাম।
রিয়েলিটি শো বিগ বস-এ খোলামেলা পোশাক পরে প্রচারের আলোয় আসেন সোফিয়া। নগ্ন অবস্থায় স্নান করেও খবরে এসেছিলেন। যদিও নগ্ন হয়ে প্রচারের আলোয় আসার ট্রেন্ডটা বলিপাড়ায় নতুন কিছু ঘটনা নয়। আরেক মডেল পুনম পান্ডেও আইপিএলে কেকেআর-এর জয়ের পর নগ্ন হওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, তিনি নগ্ন হয়ে দৌঁড়াবেন।
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
রাঘব বোয়াল বলেছেন: ওই মিয়া আমি সরমামু কেন ??? হেগো বিবেকের কথা কইতাছি।
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: দাদাদের জয় হোক !!
আমরাও শুধু টেলিভিশনে না মনে প্রাণেও দাদা ও দিদিদের অনুসরণ করি । যে হারে সিরিয়াল ও বলিউড ভক্তি বাড়ছে তাতে সে সে দিন কতদূরে তাই ভাবি !
ফেমাস হতে চাও , কাপড় খুলে দেও !
পরীক্ষিত প্রমাণ আমাদের নায়লা নাইম ।
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
রাঘব বোয়াল বলেছেন:
৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
সোহানী বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: দাদাদের জয় হোক !!
আমরাও শুধু টেলিভিশনে না মনে প্রাণেও দাদা ও দিদিদের অনুসরণ করি । যে হারে সিরিয়াল ও বলিউড ভক্তি বাড়ছে তাতে সে সে দিন কতদূরে তাই ভাবি !
ফেমাস হতে চাও , কাপড় খুলে দেও !
পরীক্ষিত প্রমাণ আমাদের নায়লা নাইম ।
!
!
!
১০০% সহমত অপূর্ণ.......
৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
নীল আকাশ ২০১৪ বলেছেন: সোহানী বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: দাদাদের জয় হোক !!
আমরাও শুধু টেলিভিশনে না মনে প্রাণেও দাদা ও দিদিদের অনুসরণ করি । যে হারে সিরিয়াল ও বলিউড ভক্তি বাড়ছে তাতে সে সে দিন কতদূরে তাই ভাবি !
ফেমাস হতে চাও , কাপড় খুলে দেও !
পরীক্ষিত প্রমাণ আমাদের নায়লা নাইম ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
হেডস্যার বলেছেন:
লিঙ্ক প্লিজ
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
রাঘব বোয়াল বলেছেন: সামুতে কুনো অবৈধ কাজ করতে আমি নারাজ
৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
ভুল্কিস বলেছেন: কারদেশিয়ানরা হারিয়ে গেলো সোফিয়াদের ভীড়ে-
ক্যায়ামতের বেশী দেরি নাই!!!
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
রাঘব বোয়াল বলেছেন: তাইতো দেখতেছি
৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
সাদেক বলেছেন: ফেমাস হতে চাও , কাপড় খুলে দেও !
১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
রাঘব বোয়াল বলেছেন: ফেমাস হওয়া কতো সহজ !!!!!
৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
আহসানের ব্লগ বলেছেন: হাস্যকর
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২১
রাঘব বোয়াল বলেছেন: হাস্যকর দেইখাই শেয়ার করলাম
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
ফয়সালরকস বলেছেন:
হেই মিয়া...হেরা কোটি কোটি জনতার সামনে এডি করতাছে তাইলে আপনে শর্মান ক্যা!