| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাঘব বোয়াল
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
![]()
![]()
![]()
THE CENTRAL CHINA FLOODS OF 1931
১৯২৮ থেকে ১৯৩০ পর্যন্ত টানা ২ বছর চীনে খরা হয়।১৯৩০ এর শেষের দিকে ও ১৯৩১ এর শুরুতে নতুন দুর্যোগ হিসেবে আবির্ভূত হয় তুষারঝড় ও বৃষ্টি, যা মধ্যচিনের তিনটি বড় নদীর (YELLOW, YANGTZE, HUAI) পানি আশঙ্কাজনক ভাবে বাড়িয়ে তোলে।
১৯৩১ এর জুন নাগাদ বন্যার পানি প্রায় ১ লক্ষ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।এরপরের মাস জুলাইয়ে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয় সাইক্লোন।শুধুমাত্র জুলাই মাসে মধ্যচীনে ৯ টি সাইক্লোন আঘাত হানে, যেখানে বছরে গড়ে ২ টির বেশি সাইক্লোন হওয়ার কথা না।এসব মিলিয়েই বন্যা অতিদানবীয় আকার ধারণ করে।
নভেম্বর মাসে শেষ হওয়া ঐ বন্যা কেড়ে নেয় প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণ।বন্যা পরবর্তী দুর্ভিক্ষ ও মহামারী (কলেরা ও টাইফাস) কেড়ে নেয় আরও প্রায় ৩০ লক্ষ মানুষের জীবন।মানুষ নিজের জীবন বাচাতে মৃত মানুষের (Cannibalism) ও একপর্যায়ে নিজেদের ছোট ছোট জীবন্ত বাচ্চাদের মাংস খাওয়া (Infanticide) শুরু করে।
সুত্র ঃ ফেসবুক পাঠশালা ফেন পেজ
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২|
১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
জনাব মাহাবুব বলেছেন: সাংঘাতিক বিপদ
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়!!!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।