![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
THE CENTRAL CHINA FLOODS OF 1931
১৯২৮ থেকে ১৯৩০ পর্যন্ত টানা ২ বছর চীনে খরা হয়।১৯৩০ এর শেষের দিকে ও ১৯৩১ এর শুরুতে নতুন দুর্যোগ হিসেবে আবির্ভূত হয় তুষারঝড় ও বৃষ্টি, যা মধ্যচিনের তিনটি বড় নদীর (YELLOW, YANGTZE, HUAI) পানি আশঙ্কাজনক ভাবে বাড়িয়ে তোলে।
১৯৩১ এর জুন নাগাদ বন্যার পানি প্রায় ১ লক্ষ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।এরপরের মাস জুলাইয়ে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয় সাইক্লোন।শুধুমাত্র জুলাই মাসে মধ্যচীনে ৯ টি সাইক্লোন আঘাত হানে, যেখানে বছরে গড়ে ২ টির বেশি সাইক্লোন হওয়ার কথা না।এসব মিলিয়েই বন্যা অতিদানবীয় আকার ধারণ করে।
নভেম্বর মাসে শেষ হওয়া ঐ বন্যা কেড়ে নেয় প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণ।বন্যা পরবর্তী দুর্ভিক্ষ ও মহামারী (কলেরা ও টাইফাস) কেড়ে নেয় আরও প্রায় ৩০ লক্ষ মানুষের জীবন।মানুষ নিজের জীবন বাচাতে মৃত মানুষের (Cannibalism) ও একপর্যায়ে নিজেদের ছোট ছোট জীবন্ত বাচ্চাদের মাংস খাওয়া (Infanticide) শুরু করে।
সুত্র ঃ ফেসবুক পাঠশালা ফেন পেজ
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
জনাব মাহাবুব বলেছেন: সাংঘাতিক বিপদ
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
রাঘব বোয়াল বলেছেন: আবার জিগায়!!!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।