নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন সেটের ব্যবসা বন্ধ করছে সনি

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

জাপানের শীর্ষ ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি ফিচারফোন তৈরি বন্ধ করেছে আগেই। এবার স্মার্টফোনকেও বিদায় জানাতে যাচ্ছে। সম্প্রতি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাসই দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজুও হিরাই। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ডটির সার্বিক ব্যবসার উন্নয়নেই এ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান তিনি। মোবাইল ডিভাইসের বাজার প্রসারের সঙ্গে তালমিলিয়ে বাড়ছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্রের অ্যাপল, অন্যদিকে হুয়াউই ও জেডটিইর মতো চীনা মোবাইল ডিভাইস নির্মাতারা এ প্রতিযোগিতাকে অনেক প্রতিষ্ঠিত কোম্পানিরই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। এমনকি সেলফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংও মুনাফার ধারা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতেই সনির মতো পথিকৃৎ প্রতিষ্ঠান সার্বিক ব্যবসার উন্নয়নে মোবাইল ডিভাইস ইউনিট বিক্রি করে দিতে পারে। ২০১২ সালে সেলফোন বিভাগের উন্নয়নে নতুন করে মনোনিবেশ করে প্রতিষ্ঠানটি। এক্সপেরিয়ার মতো উচ্চ দামের ডিভাইসের কারণে সনির মোবাইল ইউনিটের ব্যবসাও খুব খারাপ যাচ্ছে না। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের আয়ের লক্ষ্য ঠিকঠাক অর্জনে ব্যর্থ হচ্ছে বলে জানান সনিপ্রধান। তিনি বলেন, ইলেকট্রনিকস ব্যবসা দিন দিন আরও ভালো অবস্থানে যাবে। কিন্তু এর মধ্যে টেলিভিশন বা মোবাইলের মতো কিছু খাত রয়েছে, যেগুলো সম্পর্কে খুব সচেতনভাবে পরিকল্পনা করতে হবে। তিনি আরও মন্তব্য করেন, কোনো ব্যবসাই চিরস্থায়ী নয়। এ কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া খুবই প্রয়োজনীয় একটি বিষয়। সঠিক সময়ে সঠিক ব্যবসায় অন্তর্ভুক্তি ও লোকসানে থাকা ব্যবসা থেকে বেরিয়ে আসাই উত্তম। চলতি বছরের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ৪ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাপানি প্রতিষ্ঠানটি। এর আগে জুলাইয়ে প্রতিষ্ঠানটি এ সময়ের মধ্যে ৪ কোটি ৩০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তারও আগে গত এপ্রিলে চলতি অর্থবছরে পাঁচ কোটি স্মার্টফোন বিক্রি করবে বলে জানায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি বাধ্য হয়েই লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। এ থেকে ¯পষ্টতই বোঝা যাচ্ছে, স্মার্টফোনের বাজারে খুব বেশি ভালো অবস্থানে নেই সনি। - সুত্র ঃ যুগান্তর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

মন্তব্যকারী বলেছেন: সোর্স বলবেন, প্লিজ।

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

রাঘব বোয়াল বলেছেন: উল্লেখ করেছি।পোস্টের শেষে নজর দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.