![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
যারা বিনা ভিসায় দেশের বাইরে ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
- এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
- শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
- মালাউই (৯০ দিন)
- সেশেল (১ মাস)
- আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
- হাইতি (৩ মাস)
- গ্রানাডা (৩ মাস)
- সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
- সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
- টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
- মন্টসের্রাট (৩ মাস)
- ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
- ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
- কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
- নাউরু (৩০ দিন)
- পালাউ (৩০ দিন)
- সামোয়া (৬০ দিন)
- টুভালু (১ মাস)
- নুউ (৩০ দিন)
- ভানুয়াটু (৩০ দিন)
- মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
- এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
- জর্জিয়া (৩ মাস)
- লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
- মালদ্বীপ(৩০ দিন)
- মাকাউ (৩০ দিন)
- নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
- সিরিয়া (১৫ দিন)
- পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
- আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
- মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
- মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
- টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
- উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।
এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে Google-এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। সব দেশের অ্যাম্বেসির ই-ওয়েবসাইট আছে, সেখান থেকেও তথ্য যাচাই করে নিতে পারেন। ভিন্ন ভাষায় হলে Google Translator ব্যবহার করুন।
বিস্তারিত ঃ Click This Link
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫
রাঘব বোয়াল বলেছেন: এই জন্যই পস্টাইছি
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: বুঝলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
রাঘব বোয়াল বলেছেন: ভালো
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
নিলু বলেছেন: ভালো অভিজ্ঞতা , লিখতে থাকুন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
রাঘব বোয়াল বলেছেন: অনুপ্রেরণা দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: দারুন তথ্যবহুল পোষ্ট..........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
আলম 1 বলেছেন: তথ্যবহুল পোষ্ট।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: দারুন সুন্দর তথ্যসমৃদ্ধ পোস্ট। ধন্যবাদ। মুস্কিল হল আমাদের দেশের এয়ারপোর্টের ..রামী ঘুষখোর অশিক্ষিত অকর্মন্য অদক্ষ জ্ঞানহীন কাস্টমস আর ইমিগ্রেশন অপিসারগুলো ভিসা নেই দেখে বিমানবন্দরে খামোখাই দেরী করাবে, বলবে কেনিয়া যাবেন কিল্লাই? নাউরুটা আবার কোথায়? আচ্ছা জেনে আসি আপনে বসেন, ব্যাস ঘন্টাখানেক কাবার আর আপনার ফ্লাইট তো মিস হতেও পারে!। জঘন্য! চে.ম্য্যান থেকে চাপরাশী সবাই ঘুষ খাবে তাও আবার কত বাহানা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
রাঘব বোয়াল বলেছেন: এর নাম বাংলাদেশ। বুঝতে হইবে :>
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই এক পোস্ট যে কত বার দেখুম ভাই !
তবে এই পোস্টের অনেক তথ্যই আপডেট হওয়া দরকার, অনেক কিছুই পরিবর্তন হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
রাঘব বোয়াল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালো তথ্য