নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির মঞ্চে নিয়েও ফাঁসিতে ঝোলানো যায়নি যাকে :-*:-*

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১



জন হেনরি জর্জ লি দুনিয়ার বিরলতম সৌভাগ্যবানদের একজন, ফাঁসির মঞ্চে নিয়েও যাঁকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো যায়নি। একবার নয়, তিন-তিনবার চেষ্টা করেও কার্যকর করা যায়নি লির মৃত্যুদণ্ড। ঘটনা আজ থেকে প্রায় ১৩০ বছর আগের।

যুক্তরাজ্যের বাসিন্দা লি কাজ করতেন রাজকীয় নৌবাহিনীতে। আগে থেকেই তাঁর বিরুদ্ধে নানা ধরনের চুরির অভিযোগ ছিল। কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছিল না। তবে ১৮৮৪ সালের ১৫ নভেম্বর যা হলো, তাতে লির বাঁচার আর কোনো পথ রইল না। ঘটনার দিন তিনি কাজ করছিলেন তাঁর চাকরিদাতা এমি কিজের বাসায়। সেদিন বাড়িতে জন ছাড়া কেউই ছিল না। বড়সড় দাঁও মারার লোভে এমি কিজকে নিষ্ঠুরভাবে হত্যা করেন লি। বিচারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় লির অপরাধ। ফাঁসির রায়ও হয়। এর পরই ঘটে সেই আশ্চর্য ঘটনা। ১৮৮৫ সালের ২৩ ফেব্রুয়ারি, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লিকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে। গলায় দড়িও পরানো হলো, কিন্তু দেখা গেল পায়ের নিচের যে ট্র্যাপডোর সরে ফাঁসি কার্যকর করবে, সেটা নড়ছেই না। জেলখানায় ফিরিয়ে নেওয়া হলো লিকে। প্রকৌশলী দিয়ে পরীক্ষা হলো ট্র্যাপডোর, তখন কোনো ত্রুটি পাওয়া গেল না। এরপর আরো দুবার লিকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়, ফল সেই একই। লি থাকলে যেন ট্র্যাপডোরটা নিজের কাজই ভুলে যায়। অথচ অন্য সময় একেবারে স্বাভাবিক। এ অবস্থায় লির মৃত্যুদণ্ড কার্যকরের আশা বাদ দিতে হয় কর্তৃপক্ষকে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি উইলিয়াম হারকোর্ট লির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। লি তখন ১৯ বছরের যুবক। ২২ বছর পর জেল থেকে মুক্তি পান তিনি। এরপর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই তাঁর স্বাভাবিক মৃত্যু হয়।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: এর কাহিনী আগেও শুনসিলাম। বিস্ময়কর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

রাঘব বোয়াল বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

সোহানী বলেছেন: জানলাম..+++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

রাঘব বোয়াল বলেছেন: পোস্ট পড়ার ও কমেন্টের জন্য ধন্যবাদ

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

কালের সময় বলেছেন: দারুন শেয়ার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

রাঘব বোয়াল বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: আগে শুনেছিলাম এর নাম কিন্তু এই পোস্ট পড়ে আরও ভালোভাবে জানলাম ভাইয়া।


মজা লাগলো এটা ভেবে তার নিশ্চয়ই কোনো অশরীরি শক্তি ছিলো। :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

রাঘব বোয়াল বলেছেন: পোস্ট পড়ার ও কমেন্টের জন্য ধন্যবাদ

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ইতিহাস সমৃদ্ধ পোস্ট। জানালাম এক নতুন তথ্য

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৭

রাঘব বোয়াল বলেছেন: পোস্ট পড়ার ও কমেন্টের জন্য ধন্যবাদ

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

যোগী বলেছেন:
এই ব্যার্থতা সরকারের, এই দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। সরকারের পদত্যাগ চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০

রাঘব বোয়াল বলেছেন: কিসের ভিতরে কি ..........

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

মঞ্জু রানী সরকার বলেছেন: রাখে আল্লাহ, মারে কে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১

রাঘব বোয়াল বলেছেন: ওইটাই মুল বেবার

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইতিপূর্বে অনুরোধ করা হয়েছিল কোন লেখা যদি অন্য কোন মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে সেই ব্যাপারটি পোষ্টে যেন কৃতজ্ঞতা হিসেবে উল্লেখ্য করা হয়। কেননা, তথ্যঋন স্বীকার না করে কোন পোষ্ট প্রকাশিত হলে, ব্লগ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হতে পারে।

অনুগ্রহ করে বিষয়টি খেয়াল রাখবেন। ধন্যবাদ।

শুভ ব্লগিং!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

রাঘব বোয়াল বলেছেন: প্রিয় কাল্পনিক_ভালোবাসা ভাই না জাইনা কোন কমেন্টস করা কি ঠিক??? এই লেখা আমি পোস্ট করি সবার প্রথমে একটি ফেন পেজে।তারপর ২/৩ টা পত্রিকা এই তথ্যটি ফ্যানপেজের ক্রিতজ্ঞতা না জানিয়ে প্রচার করে।আপনি হয়ত কোন পত্রিকায় এই নিউজটি দেখেছেন।আর মনে করছেন আমি এইটা চুরি করেছি।অথচ চোর কিন্তু ওরা।ভবিষ্যতে পুরো বেপারটা না জেনে এইরকম কমেন্ট না করার জন্য অনুরোধ থাকলো।
ধন্যবাদ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| B:-) :| |-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০১

রাঘব বোয়াল বলেছেন: :D :D :D

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: কি অবস্থা| বিস্ময়কর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

রাঘব বোয়াল বলেছেন: বিস্ময়করতো বটেই চমকে যাওয়ার মত

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

দিশেহারা আমি বলেছেন: হুম!!
বাইরে দেখার দরকার কি,দেশেই তো ফাঁসির মঞ্চে নিয়েও ফাঁসিতে ঝোলানো যায়নি (১বার) কাদের মোল্লাকে। :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

রাঘব বোয়াল বলেছেন: :-P :-P :-P

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বিষ্ময়কর তথ্য!!! :-B

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

রাঘব বোয়াল বলেছেন: বিস্ময়করতো বটেই চমকে যাওয়ার মত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.