নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় মাস ফেব্রুয়ারী।কেন ফেব্রুয়ারীকে আমি এত ভালোবাসি ??

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬



১। প্রথমেই ভাষা আন্দোলন দিয়ে শুরু করি।এ মাসের ২১ তারিখে ভাষার জন্য বাঙ্গালী জাতি জীবন দিয়েছে।এরকম নিদর্শন পৃথিবীতে নাই।
২। প্রাকৃতিক রুপ লাবণ্যে ভরপুর হয়ে উঠে এ মাসে।
৩। ঋতু রাজ বসন্তের আগমন ঘটে এই মাসে।
৪। বাংলা মাসের সবচেয়ে সুন্দর মাস ফাল্গুনের আগমন ঘটে এ মাসে।নামটা যেমন সন্দর কামেও ......:D
৫। ইংরেজী অন্যান্য মাস শেষ হয় ৩০ / ৩১ তারিখে শুধু এ মাসই একটু বেতিক্রম। ২৮ দিনেই মাস শেষ হয়ে যায়।--------------------
৬। লিপ ইয়ার এর বৈচিত্র এ মাসেই
৭। প্রায় সবারি প্রিয় কৃষ্ণচূড়া ফুল ফোটে এ মাসে।শুধু কৃষ্ণচূড়াই না মোটামুটি সব ধরনের ফুলই ফোটে।
৮। বিশ্ব ভালবাসা (বেহায়া) দিবস কিন্তু এ মাসেই :P:P
৯। না শীত না গরম আজিব আবহাওয়া
১০। এই বছরের ফেব্রুয়ারি মাসটা কিন্তু আরেকটু ভিন্ন।প্রতি ৮২৩ বছর পর পর এরকম একটা ফেব্রুয়ারি আসে।কেলেন্ডারের দিকে তাকান আর দেখেন সপ্তাহের ৭ টা দিনই ৪ বার করে আছে।
১১। আর একটা কথা এ মাসেই আমি জন্মেছি
তাই মন থেকে তৃপ্তিতে লালনের গান আসে
ধন্য ধন্য বলি তারে………..

আরও অনেক কিছুই আছে যা উল্লেখ করতে পারি নাই।আপনাদের জানা থাকলে বইলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.