![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস ৭০ মিটার ও গর্ত ২০মিটার দীর্ঘ। যদিও এটি প্রাকৃতিক কোন গর্ত নয়। ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারউয়িজি এলাকায় গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রি পড়ে যায়।
পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করারজন্য ভু-তত্ত্ববিদগণ তখন গ্যাস উদগীরন মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাঁরা আশা করেছিলেন যে, এর ফলে কয়েকদিনের মধ্যে গ্যাস উদগীরন বন্ধ হবে। কিন্তু তার আর হয়নি।
গত ৪৩ বছর ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে।
তথ্যসুত্র- উইকিপিডিয়া
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্য......
২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪২
ভিটামিন সি বলেছেন: দাদা, শিরোনাম দিলেন কি আর লিখলেন কী?
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬
রাঘব বোয়াল বলেছেন: স্থানীয় ভাষায় একে নরকের দরজা বলে।এইডা আমার বানানো নাম না।
৩| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬
মাথা ঠান্ডা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮
রাঘব বোয়াল বলেছেন: আমনেরেও ধন্য......
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
প্রামানিক বলেছেন: বিষয়টি জ্ঞাত করার জন্য ধন্যবাদ