![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
১। তামিম ইকবাল (দেশ সেরা অপেনার)
২। মোহাম্মদ আশরাফুল (দেশ সেরা অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান এবং দেশের ১৬ কোটি মানুষ আমাকে গালি দিলেও আমি তার নামই লিখবো)
৩। মাহামুদুল্লাহ (ফর্মের তুঙ্গে)
৪। মুশফিকুর রহিম (ধারাবাহিকতার অপর নাম)
৫। সাকিব আল হাসান (বিশ্ব সেরা অলরাউন্ডার)
৬। সাব্বির আহমেদ (৬/৭ নাম্বারে এ মুহুর্তে সেরা বেটসম্যান)
৭। নাসির হুসেইন (মিস্টার ফিনিশার)
৮। আরফাত সানি/তাইজুল ইসলাম (পিচ বা ফর্ম বুঝে যে কাউকে মাঠে নামানো যায়)
৯। মাশরাফি মরতুজা (দেশের সেরা পেসার এবং সেরা অধিনায়ক)
১০। রুবেল হুসেইন (দেশের প্রথম গতি তারকা এবং বর্তমানে সেরা ফর্মে আছে সে)
১১। তাসকিন আহমেদ (লাইন লেংথ খুবই ভালো এবং ভবিষ্যতে ও মাশরাফির রিপ্লেসমেন্ট)
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯
রাঘব বোয়াল বলেছেন: আমার কথার সাথে একমত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩
টি এম মাজাহর বলেছেন: শুধুমাত্র আশরাফুলের নাম রিপিট করার জন্যেই বর্তমান টীমের সাথে শুধু আশরাফুলের নাম ঢুকিয়ে এমন ভাব করছেন, যেন সর্বকালের সেরা বাংলাদেশ ক্রিকেট দল তৈরী করেছেন।
এরকম তো সবাই যার যার টেবিলে বসিয়ে টীম বানাইলেই হয়, যেমন, কারও যদি কাপালীরে বেশী পছন্দ হয়, তাহলে বর্তমান টীমের মিডল অর্ডারে ওর নামটা কোনমতে ঢুকিয়ে দিয়েই আত্নতৃপ্তিতে ভুগবে, আহ... আমার সেরা টীম।
এইটা প্রচারের কি আছে আমি বুজলাম না।
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭
রাঘব বোয়াল বলেছেন: এটা আমার চোখের সেরা টিম।আপনি চাইলে নিজ ঘরে বইসা আপনিও টিম বানান।আপনারে ধইরা রাখছে কেডা?আর কোথায় আশরাফুল আর কোথায় কাপালি !!!!!!!
৩| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১
টি এম মাজাহর বলেছেন: " আমার চোখের সেরা টিম" ... " আমার চোখের সেরা টিম" বলে ঘ্যান ঘ্যান করলে তো হবে না, এটা কি ইদানিং এর জন্য গড়া টীম নাকি সর্বকালের গড়া সেরা দল, নাকি কত সালের দল বানাতে চান সেটা তো বলবেন বস্ ।
হেডলাইন টা একটু চেঞ্জ করে লিখলেই পারতেন, " আশরাফুলকে কিভাবে আমি দলে ঢোকাইতে চাই" এটা লিখলেই তো ল্যাঠা চুকে যায়।
আশরাফুলের জন্য একটা বুদ্ধিমান বোকা বোকা একটা লেখা লিখবে এটা কেমন জানি হলো না? (আপনার অন্যান্য লেখাগুলো পড়েছি, আপনি বেশ ভালো লিখেন এটা জানি)।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩
রাঘব বোয়াল বলেছেন: আশরাফুলের কথা বলাতে যে আপনি এতটা ক্ষেপে যাবেন তা জানা ছিলোনা।
ভাই এটা (পোস্টে যা লিখেছি) আমার সম্পুর্ন নিজস্ব অভিমত।
অযথা ক্ষেপে যাবেন না কারন রাগ স্বাস্থের জন্য হানিকর।
আপনাকে ধন্যবাদ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: হুম !
২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১
রাঘব বোয়াল বলেছেন:
৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯
টি এম মাজাহর বলেছেন: নাহ, হলো না! ভেবেছিলাম লেখকের সাথে বিশাল একটা ঝগড়া করবো, আপনি ঝগড়া করতেই চাইলেন না। যাই হোক, বাংলাওয়াশের খুশিতে সবাই মিলেই সেলিব্রেট করি, কী বলেন?
২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২
রাঘব বোয়াল বলেছেন:
আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০
আমি ধূসর বলেছেন: ২। মোহাম্মদ আশরাফুল (দেশ সেরা অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান এবং দেশের ১৬ কোটি মানুষ আমাকে গালি দিলেও আমি তার নামই লিখবো
সহমত