নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

আইজ বাংলা ওয়াশ করতে পারলে ভারতের জন্য হবে অশনি সংকেত

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯


আইজ যেমতেই হোক বাংলা ওয়াশ চাই:D।কারন সামনে আসতেছে ভারত আর ভারতের মনে খানিকটা ভয় দিবার পারলে পরানডা জুড়াইয়া যাইবB-)B-)
ভারত হারলে যতটিকু আনন্দ লাগে নিজের দেশ জিতলেও এত আনন্দ পাইনা।(নিজের দেশরে ছোট করার জন্য বলিনাই।বুইঝা নিয়েন)
ক্রিকেট বিশ্বে ওদের বাহাদুরি বেশি দিন টিকার কথা না।কাল পত্রিকায় পড়লাম ভারতে নাকি আই পি এল খেলা জনপ্রিয়তা হারাইতেছে:((
জনপ্রিয়তা হারার আরেকটা কারন মনে হয় আইসিসিকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে খেলে।এভাবেতো ছোট বাচ্চারা খেলে।ছোট বাচ্চাদের খেলা কি সময় নষ্ট করে কেউ দেখবার চায়:P
খেল্লে বিরের মত খেল।বিরের মত ম্যাচ জিইতা জনগণরে আনন্দ দে।আশা করি আমাদের দেশের মত ক্রিকেট তোদের দেশেও জনপ্রিয়তা পাইব।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০

সরদার হারুন বলেছেন: আমরা যদি খেলায় উন্নতি করতে পারি তা হলে সে টাই হবে
হিংসুটিদের কাজ ও কথার জবাব।

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৯

রাঘব বোয়াল বলেছেন: কথা খাঁটি

২| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতের মনে খানিকটা ভয় দিবার পারলে পরানডা জুড়াইয়া যাইবB-)B-)
ভারত হারলে যতটিকু আনন্দ লাগে নিজের দেশ জিতলেও এত আনন্দ পাইনা।(নিজের দেশরে ছোট করার জন্য বলিনাই।বুইঝা নিয়েন) =p~ =p~ =p~

হয়ে যাক বাংলাওয়াশ!

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০

রাঘব বোয়াল বলেছেন: হয়ে যাক

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষে হয়েই গেল সেইরাম বাংলা ওয়াশ!!!!!

৮ উইকেটের বিশাল বিজয়!!!!!!!!!!!!!!!!!!!!

ব্রাভো টাইগারস!

শ্রী নিবাসন কি এখন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আইসিসির নাম ভাংগিয়ে করা অপকর্মের দোষ ঘুচাবে????

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

রাঘব বোয়াল বলেছেন: সময় আসুক সব শোধ নেয়া হবে যদি স্পোর্টিং উইকেটে খেলাটা হয়। ভারতের জন্য বাংলাদেশ যদি বেটিং স্বর্গ বানায়া দেয় তাহলে ভিন্ন কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.