নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

রবির ফ্রি ইন্টারনেট ডট অরগ আমারে বাঁশ দিলো (একটি দুঃখ মুলক পোস্ট) :((

১১ ই মে, ২০১৫ সকাল ১১:২৪

এমনিতে এইসব ফ্রি অফারের আমি ধার ধারিনা। কারন এর আগে ফ্রি
মারতে গিয়া অনেক বাঁশ খাইছি। :(
কিন্তু অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে ইন্টারনেট ডট অরগ আসলে
এইটা আমি ব্যাবহার করুম।কারন এর পেছনে আছে সব সনাম ধন্য
প্রতিষ্ঠান আর সবচাইতে বড় প্রতিষ্ঠান আমাদের সরকার/অভিভাবক। :-P
কিন্তু দুঃখের বিষয় হোল যেহেতু রবি এই অফারটা দিছে তাই মানি বেগের
চিপা থিকা বাহির কইরা মোবাইলে ভইরা মনের আনন্দে ফ্রি সাইট গুলা
দেইখা কিছুক্ষণ পরে দেখলাম আমার সিমে যা টাকা ছিল সব হাওয়া।
এখন বলেন আমরা এখনও অপারেটরদের কাছে কত অসহায়।
অসহায়ের মাত্রাটা মনে হয় দিন দিন বাড়তেছে।
রবির প্রতারনা নিয়া আজ সমকালে একটি প্রতিবেদন দেয়া আছে
নিচের লিঙ্কে ঃ
'ফ্রি ইন্টারনেট' সেবার নামে রবির প্রতারণা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: থাওক ভাই দু:খ পাইয়েন না। মনডা ভালা করার চেষ্টা করেন।

১১ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭

রাঘব বোয়াল বলেছেন: ওকে

২| ১১ ই মে, ২০১৫ দুপুর ১২:২০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আপনাকে এ্যাপ ডাউনলোড করে সেটা দিয়ে কাজটা করতে হতো। এদিকে ব্যাকগ্রাউন্ডে এ্যান্ড্রয়েড এ্যাপ গুলো আপডেট হলে ঠিকই আপনার টাকা কাটা যেতো।

১১ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৬

রাঘব বোয়াল বলেছেন: আমি এ্যাপ ডাউনলোড করেছি এবং তাদের সব শর্ত অনুযায়ী কাজটা করেছি।তারপরও বাঁশ খাওয়া থেকে রক্ষাটা পাইনাই :||

৩| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:২০

সুখেন্দু বিশ্বাস বলেছেন: তাহলে আমার মত আপনিও বাঁশ ভক্ষণ করেছেন ভাই?

যাক আমি আর তাহলে একা নই।

শুভেচ্ছা রইলো।

১১ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৮

রাঘব বোয়াল বলেছেন: দুইজন একসাথে বাঁশ খাওয়ার জন্য শুভেচ্ছা নাকি পোস্টের জন্য শুভেচ্ছা ??? আমি কনফিউজড!!!!!

৪| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪

সুমন কর বলেছেন: যা হবার তা হয়ে গেছে, আর ফ্রি-তে পা দিয়েন না !!

১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫৪

রাঘব বোয়াল বলেছেন: কানে ধরিলাম

৫| ১১ ই মে, ২০১৫ রাত ১০:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আর, ফ্রি দেখলেই এখন সন্দেহ লাগে।

১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫৬

রাঘব বোয়াল বলেছেন: এখন থেকে ওদের ফ্রি বিজ্ঞাপনগুলা আসলেই চ্যানেল পালটাইয়া দিমু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.