নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

গত ৩/৪ দিন ধরে সামু অনেক জালাইতেছে X(( ।দেখার কি কেউ নাই।

১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৩

বার বার লগইন করতে কার ভালো লাগে X( ? এই লগইন এর
ভয়ে অনেক পোস্টে কমেন্টও করতে পারিনা। মাঝে মাঝে তো
লগ ইন করাই যায়না। এর পর আসি পোস্টের কথায়, গত কাল
২/৩ বার পোস্ট করতে গিয়াও পোস্ট করতে পারিনাই। আমার
অনুসারিত ব্লগারের সংখ্যাও ভুল দেখাচ্ছে।

কবে এই যন্ত্রনা থেকে আমাদের মুক্তি মিলবে?????
সামুকে অনেক ভালোবাসি বইলা প্রতিদিন ঢু মারি।নইলে
বছরে একবারের জন্যও এই সাইটে আসতামানা।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: নির্দিষ্ট সময় পর পর অটো লগআউট সত্যি বিরক্তিকর।

১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:২২

রাঘব বোয়াল বলেছেন: ঠিক

২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: আমিও তো পোষ্ট দিতে পারতেছি না। যত চেষ্টাই করি না কেন পোষ্ট দিলেই ড্রাফটে চলে যায়।

১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:২৩

রাঘব বোয়াল বলেছেন: গত কাল আমার একই প্রবলেম হইছে।

৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: আর আমি দিয়েছি ছবি ব্লগ । বুঝেন আমার অবস্থা রাঘব বোয়াল #:-S

১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫৫

রাঘব বোয়াল বলেছেন: তাইলেতো আপনার পেরেশানির শেষ নাই :((

৪| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:১৭

আহসানের ব্লগ বলেছেন: প্রথম পাতায় সকল পোস্ট অংশে গেলে অমানুষ নামের আইডির ভিত্রে ঢুইকা যাই B:-)

১৫ ই মে, ২০১৫ রাত ১২:০৮

রাঘব বোয়াল বলেছেন: 8-| 8-|

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ১:৩৭

আহসানের ব্লগ বলেছেন: আপনারো এমন হয় ?

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:১২

রাঘব বোয়াল বলেছেন: আপনারও এমন হয় নাকি? :-/

৬| ১৬ ই মে, ২০১৫ রাত ২:০০

ব্লগার মাসুদ বলেছেন: আমি এখন একখান দিলাম তয় দেখি প্রথম পাতায় যাইয়া কি অবস্থা ।

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৩২

রাঘব বোয়াল বলেছেন: ভাগ্য ভালো হইলে প্রথম পাতায় পাইবেন।

৭| ২১ শে মে, ২০১৫ রাত ২:২৮

আহসানের ব্লগ বলেছেন: হ্যাঁ । সকল পোস্টে গেলে অন্য কারো আইদি তে চলে যাই ।

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৩৪

রাঘব বোয়াল বলেছেন: তাইলেতো আপনি খুবই দুর্ভাগা :(

৮| ২১ শে মে, ২০১৫ সকাল ১১:৪১

রিকি বলেছেন: এক লেখা দুইবার আসে !!!! :(( সেদিন দেখলাম নির্বাচিত পোস্টের অপশনে সব ২০১২ সালের ৩১ তারিখের লেখা-- আর ২০১৫ র কিছু নাই !!!!! :(

২১ শে মে, ২০১৫ দুপুর ১২:২১

রাঘব বোয়াল বলেছেন: সবুর করেন ভাই।সবুর ছাড়া আপনার আর কিছুই করার নাই।আর সামুকে অভিযোগ দেন।

৯| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:১০

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: সত্যি কথা বললেন ভাই। :(( :(( :(( :(( :((

২১ শে মে, ২০১৫ দুপুর ১২:২২

রাঘব বোয়াল বলেছেন: /:)

১০| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৫২

দিশেহারা আমি বলেছেন: আজকে সকালে পুরান খবর পড়লাম। B-)

২১ শে মে, ২০১৫ দুপুর ১:৪০

রাঘব বোয়াল বলেছেন: খুবই বিরক্তিকর সিচুয়েশন X((

১১| ২১ শে মে, ২০১৫ দুপুর ১:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: অটো লগয়াউট বিরক্তিকর। অন্যের আইডিতে ঢুকিনা কিন্তু পুরান দিনে চইলা যাই বারবার। ভালোই তো।

২১ শে মে, ২০১৫ দুপুর ১:৪৩

রাঘব বোয়াল বলেছেন: তাহলে আমিতো দেখি আপনাদের থেকে ঢের ভাগ্যবান।আমার এইসমস্ত ঝামেলা করেনা।
শুধু অটো লগআউট সমস্যা এখনো সমাধান হয় নাই।

১২| ২১ শে মে, ২০১৫ দুপুর ১:৩৩

মাসূদ রানা বলেছেন: নতুন নতুন সবকিছুই ত্রুটিপূর্ন হয়ে থাকে .......... সামুর পুরানো ভার্সনেও প্রথমদিকে অনেক ত্রুটি-বিচ্যুতি ছিল ...... ধীরে ধীরে ওগুলো সংশোধিত হয়েছে ........ এই ভার্সনটাও ধীরে ধীরে সমৃদ্ধ হবে বলে আশা রাখি :)

২১ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫

রাঘব বোয়াল বলেছেন: সবুর করন ছাড়া আমাগো কুনই উপায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.