নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমার নায়কদের ক্ষুদ্র ইতিহাস----- (সংগৃহীত)

১৯ শে মে, ২০১৫ সকাল ১০:১৭



১) জসিম একমাত্র নায়ক যে সবচেয়ে
বেশি লটারী জিতছে ৷
২) ওমর সানী সবচেয়ে বেশি চাবুকের বাড়ি খাইছে ।
৩) নায়ক ইলিয়াস কাঞ্চনকে সবচেয়ে বেশি
ভুল বুঝছে তার নায়িকা ও পরিবার৷ তার চোখ দিয়ে সবচেয়ে বেশি অশ্রু পড়েছে ।
৪) নায়ক মান্না নায়ক হয়েও সবচেয়ে বেশি গুন্ডার অভিনয় করছে৷ সবচেয়ে বেশি পুলিশের অভিনয়টাও তার দখলে ।
৫) বাংলা সিনেমায় সবচেয়ে বেশি বিয়ে করছে রিয়াজ ।
৬) গরীব থেকে ধনী হয়েছে সবচেয়ে বেশি
নায়ক আলমগীর ৷ রক্ত বেচার রেকর্ডও তার দখলে ।
৭) বাংলা সিনেমায় সবচেয়ে বেশী ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক জলিলের৷ কিন্তু তার সব ইংলিশ ডায়ালগ ই ব্রিটিশ কাউন্সিল রিজেক্ট করে দিয়েছে...
৮) সবচেয়ে বেশি লিপস্টিক দিয়েছে সাকিব খান, কিং খান নাম টাও স্বযতনে চুরি করেছে
৯) সবচেয়ে বেশী heart attack করেছে
আনোয়ার হোসেন !
১০) বন্য , জলোচ্ছাস অথবা খরায় ক্যাডস পড়ার রেকর্ড রুবেলের দখলে ।
১১) কুত্তার বাচ্চা গালি দিতে এক্সপার্টের খাতায় মারুফ প্রথম ।

লিখাটি আমার ফেসবুক ফ্রেন্ড "জাতির বড় ভাই" থেকে নেয়া

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩৩

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম।

১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪২

রাঘব বোয়াল বলেছেন: আমিও মজা পাইছি :D তাই শেয়ার করছি।ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪৬

রিকি বলেছেন: বাংলা সিনেমায় সবচেয়ে বেশী ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক জলিলের৷ কিন্তু তার সব ইংলিশ ডায়ালগ ই ব্রিটিশ কাউন্সিল রিজেক্ট করে দিয়েছে... B-)) B-))B-))B-))B-)) "পম গানা"..... ইহা একটি এপিক পোস্ট !!!! :D :D :D :D :D :D

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৪

রাঘব বোয়াল বলেছেন: B-) আমার পোস্টরে "এপিক পোস্ট" মর্জাদা দেয়নের জন্য বিশেষ ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪৯

জনাব মাহাবুব বলেছেন: ভালই তো, মজার তথ্য। B-)

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৫

রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ

৪| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:০৬

িরয়াদ৮২হাসান বলেছেন: মজা পেলাম

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৬

রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ

৫| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১০

দিশেহারা আমি বলেছেন: খুব মজা পাইছি =p~


বাপ্পারাজ এর কথা বাদ দিলেন কেন ভাই, B-)
এই লোক হাসলেও আমার কাছে মনে হয় কান্তাছে। B-)

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৭

রাঘব বোয়াল বলেছেন: আহহারে !!!!! মিস্টেক হইয়া গেছে!!!!!

৬| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০১

রিকি বলেছেন: ভাই ওয়াসিমের কিন্তু সাইকেল ভাঙ্গার রেকর্ড আছে---- He man !!!! :D :D :D :D :D :D

ভাই ওয়াসিমের কিন্তু সাইকেল ভাঙ্গার রেকর্ড আছে---- He man !!!! :D :D :D :D :D :D

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০১

রাঘব বোয়াল বলেছেন: হে হে হে .........

৭| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০২

রিকি বলেছেন: সামু বিভ্রাটের কারণে একই মন্তব্য দুইবার গেছে !!!!! :((

৮| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৬

আজকের বাকের ভাই বলেছেন: ভালোই লাগল

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০২

রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ

৯| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: রেকর্ড সমৃদ্ধ পোস্ট =p~

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৩

রাঘব বোয়াল বলেছেন: কমেন্ট দেখে উজ্জীবিত হইলাম B-)

১০| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:২৩

টি এম মাজাহর বলেছেন: নায়িকাদের কিছু রেকর্ড (ফিল ইন দ্য গ্যাপস্‌! নিজ দায়িত্বে পূরণ করেন- প্রথমটা উদাহরণ স্বরূপ কিছু পূরণ করে দেয়া হলো)-
সবচেয়ে বেশীবার ভাবী চরিত্র পাওয়া--- আনোয়ারা
সবচেয়ে বেশী অশ্রুপাত- ডলি জহুর।
সবচেয়ে বেশী গুন্ডার সামনে দৌড়ানো ........................................
সবচেয়ে বেশীবার মা হবার রেকর্ড ........................................
সিনেমার শুরুতেই সবচেয়ে বেশীবার মারা যাবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশি বাসর ........................................
সিনেমার মূলগানের মালিক (যেই গান সিনেমার শুরুতে সুখী পরিবার দিয়ে শুরু হয়, ও শেষে মিলনের কাজে ব্যবহার করা হয়) ........................................
সবচেয়ে বেশী শিশুসন্তান হারিয়ে ফেলা ........................................
সবচেয়ে বেশী জ্ঞান হারিয়ে শিশুসন্তান হারিয়ে ফেলা ........................................
সবচেয়ে বেশী কলসি দিয়ে পানি টানবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী ফোসফোস শব্দ করবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী নায়ককে বাচিয়ে নায়কের বাবাকে অকৃতজ্ঞ করার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার ভিলেন কর্তৃক নাচতে বাধ্য হওয়ার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার ভিলেক কর্তৃক সেটপিসে বাধা থাকার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার নায়কের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার নায়ককে চড় মারবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী বালিশ জড়িয়ে কান্নার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার 'বাচা----------ও' বলে চিৎকার করবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার "ওগো যেওনা" ডায়লগ দেয়ার রেকর্ড ........................................

১১| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:২৫

টি এম মাজাহর বলেছেন: নায়িকাদের কিছু রেকর্ড (ফিল ইন দ্য গ্যাপস্‌! নিজ দায়িত্বে পূরণ করেন- উদাহরণ স্বরূপ কিছু পূরণ করে দেয়া হলো)-
সবচেয়ে বেশীবার ভাবী চরিত্র পাওয়া--- আনোয়ারা
সবচেয়ে বেশী অশ্রুপাত- ডলি জহুর।
সবচেয়ে বেশী গুন্ডার সামনে দৌড়ানো ........................................
সবচেয়ে বেশীবার মা হবার রেকর্ড ........................................
সিনেমার শুরুতেই সবচেয়ে বেশীবার মারা যাবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশি বাসর ........................................
সিনেমার মূলগানের মালিক (যেই গান সিনেমার শুরুতে সুখী পরিবার দিয়ে শুরু হয়, ও শেষে মিলনের কাজে ব্যবহার করা হয়) ........................................
সবচেয়ে বেশী শিশুসন্তান হারিয়ে ফেলা ........................................
সবচেয়ে বেশী জ্ঞান হারিয়ে সব ভুলে যাওয়ার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী কলসি দিয়ে পানি টানবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী ফোসফোস শব্দ করবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী নায়ককে বাচিয়ে নায়কের বাবাকে অকৃতজ্ঞ করার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার ভিলেন কর্তৃক নাচতে বাধ্য হওয়ার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার ভিলেক কর্তৃক সেটপিসে বাধা থাকার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার নায়কের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার নায়ককে চড় মারবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশী বালিশ জড়িয়ে কান্নার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার 'বাচা----------ও' বলে চিৎকার করবার রেকর্ড ........................................
সবচেয়ে বেশীবার "ওগো যেওনা" ডায়লগ দেয়ার রেকর্ড ........................................

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮

রাঘব বোয়াল বলেছেন: ভাই দারুন কমেন্ট ! এই গ্যাপস্‌ গুলা পুরন করতে হইলে আমারে ২ মাস লাগাতার মুভি দেখতে হইব।

১২| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১:২১

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ভাল লাগল । ধন্যবাদ আপনাকে ।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮

রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ

১৩| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১:৫৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সবচেয়ে বেশি লিপস্টিক দিয়েছে সাকিব খান

=p~ =p~ =p~

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৯

রাঘব বোয়াল বলেছেন: :P :P :P

১৪| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১১

Aabid বলেছেন: চমত্‍কার লিখেছেন ভাই ।
একদম খাপে খাপে মিলে গেছে ।

১৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৭

রাঘব বোয়াল বলেছেন: আপনাকে অনেক ধইন্যা!!!!

১৫| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১৯

েরজাউল বারী বলেছেন: বাংলা সিনেমায় সবচেয়ে বেশী ইংলিশ বলার রেকর্ড আছে নায়ক জলিলের৷ কিন্তু তার সব ইংলিশ ডায়ালগ ই ব্রিটিশ কাউন্সিল রিজেক্ট করে দিয়েছে.....
ভাই পোস্টটি পড়ে খুব হাসলাম .... বেশ ভালো লাগলো আপনার মূল্যায়ন

১৯ শে মে, ২০১৫ রাত ১০:৪০

রাঘব বোয়াল বলেছেন: পৃথিবীর সবচাইতে কঠিন (মানুষকে হাসানো) কাজটি করতে পেরে আনন্দে মামু হইয়া গেলাম :D :D

১৬| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:২৬

বিদগ্ধ বলেছেন: মজার সব তথ্য!

১৯ শে মে, ২০১৫ রাত ১০:৪০

রাঘব বোয়াল বলেছেন: পড়া ও কমেন্টের জন্য ধন্যবাদ

১৭| ২০ শে মে, ২০১৫ দুপুর ২:৩৮

রিকি বলেছেন: সবচেয়ে বেশী কলসি দিয়ে পানি টানবার রেকর্ড ---- কবরী (কলসি ছাড়া আমি তাকে দেখিনাই)

সবচেয়ে বেশীবার নায়কের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবার রেকর্ড ---- চম্পা (এর সাথে ভূমিকম্প হতেই থাকে)

সবচেয়ে বেশী বালিশ জড়িয়ে কান্নার রেকর্ড --- শাবানা (এটা আর ব্যাখ্যা করলাম না, সচেতন সবাই জানেন কেন !!!)

সবচেয়ে বেশী গুন্ডার সামনে দৌড়ানো --- শাবনূর ( আমি একেই দৌড়াতে দেখছি, বাকিগুলো তো আলুর বস্তা ) !!!!! B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে মে, ২০১৫ বিকাল ৫:০৬

রাঘব বোয়াল বলেছেন: বাহ চমিতকার সব বিশ্লেষণ

১৮| ২১ শে মে, ২০১৫ সকাল ১০:১৯

রিকি বলেছেন: ধন্যবাদ ভাই !!! :P

০২ রা জুন, ২০১৫ রাত ১১:০৯

রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও

১৯| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:২৬

বাংলার জামিনদার বলেছেন: সবচেয়ে বেশি বেদেনীর চরিত্রে অংশগ্রহন, অন্জু।

০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:৩৬

রাঘব বোয়াল বলেছেন: নায়িকাদের পোস্ট যদি কখনও দেই আপনার এই কমেনটি কাজে লাগামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.